Social Media

Light
Dark

দ্য আইপিএল কিং ইজ ব্যাক

বলিউড বাদশাহ, কিং খান, রোমান্স কিং  – আরো কত পরিচয়েই ডাকা হয় শাহরুখ খানকে। তবে ২০১৮ সাল পর্যন্ত অনেকটা বেশ অনেকটা সময় ব্যর্থতার মাঝেই পার করেছেন তিনি। তবে ২০২৩ সাল থেকেই শাহরুখের জীবনে সফলতার পুনর্জাগরণ ঘটে। আর তাঁর সফলতার সর্বশেষ সংযুক্তি কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় শিরোপা।

ads

কথায় আছে, খারাপ সময়ের পরেই ভাল সময় আসে। তবে বৃষ্টি আর  বজ্রপাতের মাঝে আশার আলো হিসেবে উঁকি দেয় রোদ। শাহরুখ খানের খারাপ সময় এখন অতীত হয়েছে। একের পর এক সফলতা ধরা দিচ্ছে তাঁর হাতে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ফাইনাল খেলেছে চারবার।

আর এর মাঝে তিনবারই জিতেছে আইপিএল শিরোপা। বোঝাই যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্টেও রাজত্ব করছেন শাহরুখ খান। গৌতম গম্ভীরের অধিনায়কত্বে প্রথম শিরোপা পায় কলকাতা। আর সর্বশেষ শিরোপাতেও ছিল ভারতের সাবেক এই ক্রিকেটারের ছোঁয়া, কলকাতার মেন্টর হিসেবে ছিলেন এবারের আসরে।

ads
Bollywood actor and co-owner of Kolkata Knight Riders’ team Shah Rukh Khan greets fans after his team’s victory in the Indian Premier League (IPL) Twenty20 final cricket match between Sunrisers Hyderabad and Kolkata Knight Riders at the MA Chidambaram Stadium in Chennai on May 26, 2024. (Photo by R.Satish Babu / AFP) / — IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE — (Photo by R.SATISH BABU/AFP via Getty Images)

২০২১ থেকে ২০২২, পুরোটা সময় জুড়ে ছেলে আরিয়ান খানকে নিয়ে চলমান বিতর্ক সমাধানে ব্যস্ত থাকতে হয়েছে বলিউডের এই বাদশাহকে।  তবে শাহরুখের সুবর্ণ সময় আবার ফিরে আসে ২০২৩ সালে। একে একে মুক্তি দেন তিনটি ব্লক ব্লাস্টার মুভি – পাঠান, জাওয়ান আর ডাঙ্কি। সেগুলোর মধ্যে পাঠান এবং জাওয়ান সবচেয়ে বেশি আয় করে, জায়গা করে নেয় ইতিহাসের পাতায়।

আর ২০২৪ এ এসে, শাহরুখ খান পেল নতুন সফলতার দেখা। তাঁর দল কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সতেরোতম আসরে জিতে নেয় তাঁদের তৃতীয় শিরোপা। পুরো ম্যাচে কলকাতার খেলোয়াড়েরা খেলেছে দাপটের সাথে। টসে হেরে বোলিং করতে এসে মাত্র ১১৩ রানেই আটকে ফেলে সানরাইজার্স হায়দ্রাবাদকে। ফাইনালে তাঁরা ৮ উইকেটে হারায় হায়দ্রাবাদকে।

ভারতের জনপ্রিয় এক অনুষ্ঠান, কফি উইথ কারান। সেখানে উপস্থাপক অথিতিদের প্রশ্ন করে থাকেন, ”কে সর্বকালের সেরা ‘খান’?” যদিও ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত দর্শকরা ভিন্ন ভিন্ন উত্তর দিতো। তবে এখন, কোনো সন্দেহ ছাড়াই তাঁরা বলে দেয়, শাহরুখ খানের নাম।

হালের জনপ্রিয় নায়ক শাহরুখ খান। পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে যার কোটি কোটি ভক্ত। বলিউড কিং থেকে হয়ে উঠেছেন আইপিএল কিং। তাইতো কলকাতার নাইট রাইডার্সও আগামীতে তাঁকে আবারো পড়াতে চাইবে সফলতার মুকুট। কেননা সফলতা যে এখন শাহরুখ খানকেই মানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link