ভারতের করোনা ভাইরাসের প্রকোপ ভয়াবহ রুপ ধারণ করলেও চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ইতিমধ্যেই আসরের মাঝ পথেই দেশে ফিরে গেছেন তিন অজি খেলোয়াড় অ্যাডাম জাম্পা, অ্যান্ড্রু টাই ও কেন রিচার্ডসন।
তবে মুম্বাই ইন্ডিয়ান্সের আরেক পেসার নাথান কোল্টার-নাইল মনে করছেন তিনি জৈব সুরক্ষা বলয়ে যথেষ্ট সুরক্ষিত আছেন। তাঁর দেশের সতীর্থ বেশ কিছু খেলোয়াড় ফিরে গেলেও তিনি মনে করছেন তিনি মুম্বাইয়ের ক্যাম্পে বেশ সুরক্ষিত আছেন।
জাতীয় দলের তিন সতীর্থ ফিরে যাওয়ায় বেশ অবাক হয়েছেন কোল্টার-নাইল। এবার মুম্বাইয়ের সাথে ৫ কোটি রুপি চুক্তিতে খেলছেন তিনি৷ কোল্টার-নাইল সংবাদ মাধ্যমে বলেন, ‘এখানে প্রত্যেকের নিজস্ব মতামত আছে। আর বর্তমানে এটা অবশ্যই ভিন্ন একটা অবস্থা।’
কোল্টার-নাইল ভারতের বাস্তবতা তুলে ধরে জানান, গত এক সপ্তাহ ধরে প্রতিদিন লাখেরও বেশি রোগি শনাক্ত হচ্ছে। তিনি বলেন, ‘আমি বেশ অবাক হয়েছি যে টাই বাড়ি ফিরে যাচ্ছে, এরপর জাম্পা এবং রিচার্ডসন, কিন্তু যখন আপনি তাঁদের সাথে কথা বলবেন তখন বুঝতে পারবেন তারা কোথেকে এসেছে। আমি কিছুক্ষণ আগে জাম্পার সাথে কথা বলেছি৷ এবং সে আমাকে তার বাড়ি ফিরে যাওয়ার জন্য একটি যুক্তি দেখিয়েছে। কিন্তু আমার জন্য বাড়ি ফেরার চেয়ে জৈব বলয়ে থাকা বেশি নিরাপদ মনে হয়েছে।’
অবশ্য করোনার প্রকোপে ভারতের বাইরে অন্য দেশে যাওয়াটা এখন বেশ কঠিন। ভারত থেকে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।। অস্ট্রেলিয়াতেও প্রায় একই অবস্থা।
নাথান বলেন, ‘আমার মনে হয় বাড়িতে গেলেও অনেক কিছু হারানো লাগহে পারে। তাই আমি অপেক্ষা করবো আর দেখবো কিভাবে কি হয়। পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। বাড়ি ফেরার আগে আমাদের কে সপ্তাহ দুয়েক দুবাইয়ে কোয়ারেন্টিনে থাকতে হবে। কিন্তু আমি মনে করি এটা বেশ সুন্দরভাবেই হবে।’
এছাড়া যেহেতু দিনে তিনবার করোনা টেস্ট করানো হচ্ছে, জৈব সুরক্ষা যথেষ্ট ভরসা রাখছেন কোল্টার নাইল। তিনি বলেন, ‘আমাদের দিনে তিনবার করে টেস্ট করানো হচ্ছে। দিনে, দিনের শেষ ভাবে এবং রাতে। এটা সবার জন্যই খেলোয়াড়, স্টাফ এবং ক্লিনার-লন্ড্রি সবার জন্যই এক নিয়ম। যেহেতু বার বার টেস্ট করানো হচ্ছে আমি বায়ো বাবলে থাকতেই বেশ সুরক্ষিত বোধ করছি। এছাড়া আমি আপাতত অন্য কিছু চিন্তা করতে পারছি না। তারা যেভাবেই বলছে সবাই তাদের ফলো করছে। এটাই মূল, সেখানে করার মতো অনেক কিছু আছে। কিন্তু যদি সবাই তা সঠিক ভাবে করে, আমরা সবাই ভালো থাকবো, নিরাপদ থাকবো।’
জানিয়ে রাখা ভাল, গত সাত দিন ধরেই ভারতে প্রায় তিন লাখেরও বেশি করোনা শনাক্ত করা হচ্ছে প্রতিদিন। মারা যাচ্ছে প্রতিদিন প্রায় দুই হাজারেরও বেশি। এমতাবস্থায় করোনার এই ভয়াবহ অবস্থায় আইপিএল চলমান থাকবে কিনা এমন প্রশ্ন উঠলে আইপিএল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেন যে, মানুষকে এমন পরিস্থিতিতে কিছুটা বিনোদন দিতে আইপিএল চলমান থাকবে। নিজেদের জৈব সুরক্ষা বলয়ে ভরসা রাখছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।