প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা: কুশল মেন্ডিস গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় প্রতিবছর শ্রীলঙ্কায় তিন হাজার মানুষ মারা যায়। আর এই সড়ক দুর্ঘটনায় কোনো লঙ্কান ক্রিকেটারের জড়িত থাকার এটাই প্রথম নজীর নয়। ২০০৩ সালে এমনই এক দুর্ঘটনার সাথে জড়িত ছিলেন স্পিনার কৌশল লকুয়ারাচ্চি। সেই দুর্ঘটনায় এক নারী মারা যান, কৌশলের চার বছরের জেল হয়।

গ্রেফতার করা হয়েছে লঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিসকে। তার বিরুদ্ধে অভিযোগ, প্রাণঘাতী এক সড়ক দুর্ঘটনায় জড়িত ছিলেন তিনি।

ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বাইরে, পানাডুরায়। কুশল তাঁর এসইউভি গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির সাথে এক সাইকেল আরোহীর সংঘর্ষ হয়। ওই আরোহী মারা যান। পুলিশের বক্তব্য, ঘটনাটি ঘটে ভোর হওয়ার একটু আগে – আর ঘটনায় জড়িত ছিলেন কুশাল।

পুলিশের মুখপাত্র জালিয়া সেনারত্ন জানিয়েছেন, মেন্ডিসকে পুলিশী জিম্মায় রাখা হয়েছে। তাঁকে একজন ডাক্তার এসে দেখে গেছেন। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে স্থানীয় ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হবে।

২৫ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান লঙ্কানদের হয়ে ৪৪ টি টেস্ট, ৭৬ টি ওয়ানডে ও ২৬ টি টি-টোয়েন্টি খেলেছেন। গেল সপ্তাহে পালেকেল্লেতে লঙ্কান দলের যে প্রস্তুতি ক্যাম্প হয়েছিল, সেখানেও ছিলেন প্রতিভাবান এই ব্যাটসম্যান।

গেল মার্চে শ্রীলঙ্কায় এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল ইংল্যান্ড দলের। সেই সিরিজের ১৬ সদস্যের দলেও ছিলেন কুশাল। তবে, করোনা ভাইরাসের প্রকোপে সিরিজ বাতিল করে দেশে ফিরে যায় ইংলিশরা।

পরিসংখ্যান বলছে, সড়ক দুর্ঘটনায় প্রতিবছর শ্রীলঙ্কায় তিন হাজার মানুষ মারা যায়। আর এই সড়ক দুর্ঘটনায় কোনো লঙ্কান ক্রিকেটারের জড়িত থাকার এটাই প্রথম নজীর নয়। ২০০৩ সালে এমনই এক দুর্ঘটনার সাথে জড়িত ছিলেন স্পিনার কৌশল লকুয়ারাচ্চি। সেই দুর্ঘটনায় এক নারী মারা যান, কৌশলের চার বছরের জেল হয়।

এবার মেন্ডিসের ক্ষেত্রে তেমন কোনো শাস্তি হলে অবাক হওয়ার কিছু নেই!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...