একুশ শতকের ‘দ্বিতীয় সেরা’ সাকিব

ইংল্যান্ডের সাবেক অল রাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ ওয়ানডে ক্রিকেটের এমভিপি বা ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন। টেস্টে এই খেতাবে ভুষিত হয়েছেন মুত্তিয়া মুরলিধারন। বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞায় থাকা সাকিব অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষ ২০-এ ঠাই পাননি। 

আরেকটি পালক যোগ হল সাকিব আল হাসানের অর্জনের মুকুটে। বিশ্বসেরা এই অল রাউন্ডার একুশ শতকের দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁকে এই স্বীকৃতি দিয়েছে উইজডেন। আর বড় পরিসরের ক্রিকেটে সাকিব আছেন ষষ্ঠ স্থানে।

ক্রিকেটের পরিসংখ্যান সংস্থা ক্রিকভিজ ও উইজডেন মাসিকে তিনি ‘মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার’ বা এমভিপি মনোনিত হয়েছেন। ক্রিকভিজের মার্কেট লিডিং বিশ্লেষণের ভিত্তিতে বিশ্বের সব আন্তর্জাতিক ক্রিকেটারের ‘ম্যাচ ইম্প্যাক্টের ভিত্তিতে’ এমভিপি পুরস্কারে ভুষিত করা হয়।

ইংল্যান্ডের সাবেক অল রাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ ওয়ানডে ক্রিকেটের এমভিপি বা ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন। টেস্টে এই খেতাবে ভুষিত হয়েছেন মুত্তিয়া মুরলিধারন। বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞায় থাকা সাকিব অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষ বিশে ঠাই পাননি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাকিবের এই অর্জনে অভিনন্দন জানিয়ে বলেন,‘কোভিড-১৯ ভাইরাসের সঙ্গে আমরা যখন লড়াই করছি তখন সাকিবের এই অর্জনটি আমাদের কাছে সুখবর হয়ে এসেছে। সাকিবের এই অর্জনটি বিশ্ব ক্রিকেটে আরো একবার বাংলাদেশের ভাবমূর্তি উজ্ঝল করেছে। অসাধারণ এই অর্জনের জন্য আমি সাকিব আল হাসানকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি অতীতের মত তিনি ফের মাঠে এসে আলোড়ন সৃষ্টি করবেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...