উইকেটরক্ষকদের ছক্কানামা

টি-টোয়েন্টি ক্রিকেটের এই যুগে দর্শকদের সবচেয়ে বড় আকর্ষণ চার-ছয়ের জোয়ার। অবশ্য ওয়ানডে ক্রিকেটও এখন আগের থেকে অনেক বেশি ব্যাটসম্যানদের খেলা। ফলে ব্যাটসম্যানরাও প্রতিনিয়ত নতুন নতুন শট বের করছেন বলকে সীমানা পার করানোর জন্য। ওদিকে, একটা সময় যে উইকেটরক্ষকদের ব্যাট হাতে খুব বেশি রান না করলেও চলতো, সেই উইকেটরক্ষকরা এখন একেকজন দানবীয় ব্যাটসম্যান। উইকেটরক্ষক হিসেবেও বিশ্বক্রিকেট পেয়েছে ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানদের।

টি-টোয়েন্টি ক্রিকেটের এই যুগে দর্শকদের সবচেয়ে বড় আকর্ষণ চার-ছয়ের জোয়ার। অবশ্য ওয়ানডে ক্রিকেটও এখন আগের থেকে অনেক বেশি ব্যাটসম্যানদের খেলা। ফলে ব্যাটসম্যানরাও প্রতিনিয়ত নতুন নতুন শট বের করছেন বলকে সীমানা পার করানোর জন্য। ওদিকে, একটা সময় যে উইকেটরক্ষকদের ব্যাট হাতে খুব বেশি রান না করলেও চলতো, সেই উইকেটরক্ষকরা এখন একেকজন দানবীয় ব্যাটসম্যান। উইকেটরক্ষক হিসেবেও বিশ্বক্রিকেট পেয়েছে ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানদের।

সেই উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যেও ছয় মারার লড়াইটা হয়েছে সমানে-সমানে। দ্রুত রান তোলার তাগিদে তারাও বলকে সীমানার ওপারে আছড়ে ফেলছেন নিয়ম করে। এই তালিকায় আমরা এমন পাঁচজন কিপার ব্যাটসম্যানকে দেখবো আন্তর্জাতিক ক্রিকেটে যাদের ঝুলিতে আছে সবচেয়ে বেশি সংখ্যক ছয়।

  • মহেন্দ্র সিং ধোনি (ভারত)

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১১ বিশ্বকাপের ফাইনালে তাঁর ছয় দিয়েই তো বিশ্বজয় করলো ভারত। সেই ছয় নিশ্চয়ই ক্রিকেটপ্রেমীরা ভুলে যায়নি। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে  ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি ৩৫৯ টি ছয়ের মালিক ধোনি।

৩৫০ ওয়ানডে ম্যাচে ছয় মেরেছেন ২২৯ বার। এছাড়া ৯৮ টি-টোয়েন্টি ম্যাচেও আছে ৫২ টি ছয়। বাকি ৭৮ টি ছয় এসেছে ৯০ টেস্ট ম্যাচ থেকে। এছড়া ওয়ানডে ক্রিকেতে ১০ হাজারেরও বেশি রানের মালিক ভারতের সাবেক এই অধিনায়ক।

  • অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা কিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। ২৮৭ ওয়ানডে ম্যাচে তাঁর ঝুলিতে আছে ৯৬১৯ রান। এছাড়া টেস্ট ক্রিকেটেও ৫৫৭০ রানের মালিক তিনি। ছয় মারার বেলায়ও ওস্তাদ অজি এই ওপেনার।

আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৫৯ টি ছয় মেরে তিনি আছেন তালিকার দ্বিতীয় অবস্থানে। ২৮৭ ওয়ানডে ম্যাচ খেলে তাঁর ব্যাট থেকে এসেছে ১৪৯ টি ছয়ের মার। এছাড়া ৯৬ টেস্টেও ১০০ টি ছয় মেরেছেন এই ব্যাটসম্যান।

  • জস বাটলার (ইংল্যান্ড)

টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের মহাতারকা জস বাটলার। দেশটির হয়ে ৮৮ টি-টোয়েন্টি ম্যাচে ১৪১.১৬ স্ট্রাইকরেটে করেছেন ২১৪০ রান। এছাড়া ওয়ানডে ক্রিকেটেও ১১৮.৬৬ স্ট্রাইক রেটে করেছেন ৩৮৭২ রান। তাঁর এই অবিশ্বস্য স্ট্রাইকরেটের রহস্য তাঁর ছক্কার ঝুলি।

টি-টোয়েন্টি ক্রিকেটে জস বাটলারের ব্যাট থেকে এসেছে ৯০ টি ছয়। এছাড়া ওয়ানডে ক্রিকেটেও এই কিপার ব্যাটসম্যানের ঝুলিতে আছে ১২৫ টি ছয়। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাটলার মেরেছেন ২৩৩ টি ছয়। দ্রুতই হয়তো অ্যাডাম গিলক্রিস্টকে ছাড়িয়ে যাবেন এই ব্যাটসম্যান।

  • ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)

নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ও ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। দেশটির এই কিপার ব্যাটসম্যান টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই করেছেন ছয় হাজারের বেশি রান। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটেও ১৩৬.২১ স্ট্রাইকরেটে করেছেন ২১৪০ রান।

সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কিপার হিসেবে এই ব্যাটসম্যানের ঝুলিতে আছে ২০৮ টি ছয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ছয় সংখ্যা যথাক্রমে ২০০ ও ৯১ টি।

  • কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যানের নাম কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান এখন অবধি খেলেছেন ৫৩ টেস্ট ও ১২৩ ওয়ানডে ম্যাচ। সেখানে যথাক্রমে তাঁর রান ৩২৪৫ ও ৫২৩৫। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটেও তাঁর ঝুলিতে আছে ১৮২৭ রান।

সব মিলিয়ে এই কিপার ব্যাটসম্যানের ঝুলিতে আছে ১৭৮ টি ছয়। এর মধ্যে ওয়ানডে ক্রিকেটেই ৭৬ টি ছয় মেরেছেন এই ব্যাটসম্যান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...