ক্রিকেট ব্যাট সবসময়ই আলোচনার বিষয়বস্তু হয়ে থেকেছে।
ব্যাটের ধরণ, আকার নিয়ে সবসময়ই কথা হয়েছে, মানুষকে আকর্ষিত করেছে। তবে যুগে যুগে ক্রিকেট ব্যাটের আকারও পাল্টেছে পরিস্থিতির চাহিদামাফিক। তবে সেসবই ছিল নিছক সাধারণ ঘটনা। এই সাধারণের বেড়াজালে মাঝেমাঝেই দেখা গেছে এমন সব ক্রিকেট ব্যাট, যেগুলোকে অদ্ভুত বললেও আসলে কম বলা হয়। সেরকমই পাঁচটি ক্রিকেট ব্যাটের গল্প হোক আজ।
- অ্যালুমিনিয়াম ব্যাট: ডেনিস লিলি (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ডেনিস লিলি ইংল্যান্ডের সাথে একবার টেস্ট ম্যাচে ব্যাট করতে নেমেছিলেন অ্যালুমিনিয়ামের ব্যাট নিয়ে। লিলি যখন সেই ব্যাট নিয়ে ব্যাটিংয়ে নামেন, দর্শকদের জন্যে সেটা ছিল একদমই নতুন। তবে কয়েক ওভার গড়ালে ইংলিশ অধিনায়ক প্রথমবারের মত আপত্তি তোলেন।
আপত্তির অবশ্য কারণও ছিল, অ্যালুমিনিয়ামের ব্যাটে বল নষ্ট হয়ে যাচ্ছিল। তবে এরপর দেখা গেল, যে শটে বাউন্ডারি হওয়ার কথা, অ্যালুমিনিয়াম ব্যাটে সেটা বাউন্ডারি হচ্ছে না। এতে করে এবার অজি অধিনায়ক গ্রেগ চ্যাপেলও ক্ষুদ্ধ হন। আর মাঠেই লিলিকে সাধারণ একটা ব্যাট ধরিয়ে দেন।
- কার্বন গ্রাফাইট: রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)
পাকিস্তানের সেই টেস্টটাতে রিকি পন্টিং ডাবল সেঞ্চুরি করে ফেলেন। ডাবল সেঞ্চুরির পর সবার নজরে আসল রিকি পন্টিং সাধারণ ব্যাট নিয়ে মাঠে নামেননি। তাঁর ব্যাটে কার্বন গ্রাফাইট লাগানো ছিল আর তাতে শটে অতিরিক্ত শক্তি যোগ হচ্ছিল। আইসিসি এরপর নড়েচড়ে বসে আর পন্টিংকে এই ব্যাট ব্যাবহারে নিষেধাজ্ঞা দেয়।
- গোল্ডেন ব্যাট: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
বিগ ব্যাশ লিগের ২০১৫ আসরে ‘দ্য ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল ভারত থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যান অদ্ভুত ধরণের এক ব্যাট। ব্যাটের উইলোতে ছিল সোনালী রঙ। আর ক্রিস গেইল এই ব্যাট দিয়ে ঐ ইনিংসে বেশ কিছু ছয়ও মারেন।
তখন এমন গুজব ওঠে যে গেইল ঐ ব্যাটের ভেতরে ধাতুজাতীয় কোন পদার্থ ব্যাবহার করেছেন। যদিও ব্যাট প্রস্তুতকারী কোম্পানী স্পার্টান ব্যাপারটাকে উড়িয়ে দেয় এবং পরিষ্কারভাবে বলে এটা আইসিসির নিয়ম মেনেই প্রস্তুত করা হয়েছে।
- কালো ব্যাট: আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)
আন্দ্রে রাসেল ক্রিকেট মাঠে অদ্ভুত সব কাজ করার জন্যে এক রকম জনপ্রিয় বলা যায়। আইপিএলের এক ম্যাচে তো তিনি দুই পায়ে দুই রঙের জুতা পরেও মাঠে নেমে গেছিলেন। তবে ২০১৬ সালে একবার আন্দ্রে রাসেল খেলতে নামেন কালো রঙের এক ব্যাট দিয়ে। এই রঙের ব্যাট আইসিসি স্বীকৃত কিনা সেরকম একটা প্রশ্ন যখন সবার মনে, তখন দেখা গেল ব্যাটের জন্যে বলের রঙ বদলে যাচ্ছে। ব্যাস, মাঠে থাকা আম্পায়ার এই ব্যাটকে নিষিদ্ধ করে দেয়।
- মঙ্গুজ:ম্যাথ্যু হেইডেন (অস্ট্রেলিয়া)
অদ্ভুত ক্রিকেট ব্যাট ব্যাবহারে ম্যাথ্যু হেইডেন অন্য সবাইকে ছাড়িয়ে যান ২০১০ সালে। সেবার দিল্লীর সাথে আইপিএলের এক ম্যাচে হেইডেন যে ব্যাট নিয়ে খেলতে নামেন সেটার উইলো ছিল ছোট আর হাতল ছিল বড়। এই ব্যাট এখন মঙ্গুজ নামে পরিচিত। এই ব্যাটের বিশেষত্ব হল এটা দিয়ে শট খেলা যায় সবথেকে বেশি আর কার্যকরভাবে। সে ব্যাট দিয়ে হেইডেন ৪৩ বলে ৯৩ রানের এক ইনিংসও খেলেন। তবে এরপর সমস্যা দেখা গেল, শট খেলা গেলেও এই ব্যাট দিয়ে ডিফেন্স একদমই করা যায়না। এরপর থেকে আর এই ব্যাট ব্যাবহার করতে কাউকে দেখা যায়নি।
এ তো গেল বড় ক্রিকেটারদের গল্প। এই ক্রিকেটারদের অদ্ভুত ব্যাট ব্যবহারের গল্পে খানিকটা যোগ করি তবে। নাহ, নামী কোন গল্প নয়। আইসিসিও জানে না। এই আমাদের বাংলাদেশেরই পাড়া,মহল্লা, গ্রামে এর চাইতেও অদ্ভুত সব ব্যাট ব্যাবহার করা হয়। তার মধ্যে আছে নারিকেল গাছের ডাল কেটে বানানো ব্যাট, তক্তার ব্যাট আরো কত কি! সেসবের খোঁজ কি আর ক্রিকেটবিশ্ব রাখে?