ক্ষেপে গিয়ে টিম বয়কে গালি দিলেন মুশফিক

কোনো ফরম্যাটেই সময়টা ঠিক সুবিধার যাচ্ছে না মুশফিকুর রহিমের। ২০২১ সালেও প্রায় ৬০ গড়ে ব্যাটিং করা মুশফিক ২০২২ সালে ব্যাটিং করেছেন মাত্র ২৩ গড়ে। গত বছর তাঁর ব্যাট থেকে আসেনি কোন সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র দুইবার।

কোনো ফরম্যাটেই সময়টা ঠিক সুবিধার যাচ্ছে না মুশফিকুর রহিমের। ২০২১ সালেও প্রায় ৬০ গড়ে ব্যাটিং করা মুশফিক ২০২২ সালে ব্যাটিং করেছেন মাত্র ২৩ গড়ে। গত বছর তাঁর ব্যাট থেকে আসেনি কোন সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র দুইবার।

সেই ক্ষোভটাই কি না এবার অনুশীলনেও দেখালেন সাবেক এই অধিনায়ক। মেজাজ হারিয়ে অকথ্য ভাষায় গালি দিলেন টিম বয়কে। ঘটনাটা ঘটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, বাংলাদেশ দলের অনুশীলন চলাকালে।

টিম বয় মুশফিকের ব্যাট দিয়েছিলেন আট বছর বাদে দলে ফেরা রনি তালুকদারকে। সেটা মোটেও ভালোভাবে নেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ক্ষেপে গিয়ে তিনি ওই টিম বয়কে উদ্দেশ্য করে বলেন, ‘এই ব্যাট দিয়ে ব্যাটিং করতে কইসস ক্যান? নাম লিখে রাখছি এখানে।’

এই অভিজ্ঞ ক্রিকেটার এরপর আরও যা বলেছেন তা ঠিক প্রকাশযোগ্য নয়। মেজাজ হারানো অবশ্য মুশফিকের জন্য নতুন কিছু নয়। এর আগেও বিপিএল চলাকালে এক ম্যাচে তিনি বাঁ-হাতি স্পিনার নাসুমকে মারতে উদ্যত হয়েছিলেন।

হতে পারে মানসিকভাবে একটু বিপর্যস্ত মুশফিক। কারণ, ফরম্যাট যাই হোক না কেন ইদানিং বেশ রান খরায় ভুগছেন তিনি। গেল এশিয়া কাপের পর টি-টোয়েন্টি থেকে অবসর নেন মুশফিক। তাতে অবশ্য অন্য দুই ফরম্যাটে সাফল্য ফেরেনি তাঁর। বরং ব্যর্থতা আরও প্রকট হয়েছে।

ওয়ানডেতে শেষ ১২ ম্যাচের ১১ ইনিংসে মাত্র একটি ফিফটি। বাকি ১০ ইনিংসের মাত্র একটিতে  ২০-এর বেশি (২৫) রান করেন। ভারতের বিপক্ষে তিন ম্যাচে ৩৭ রান করেন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটাতেও তাঁর ব্যাটিং যাচ্ছেতাই। ২ ম্যাচে করেন ২০ রান। স্ট্রাইক রেট নিয়েও উঠেছে প্রশ্ন। বিষয়টা এমন যে দল থেকে জায়গাটা মুশফিক হারালেও অবাক হওয়ার কিছু নেই।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...