Social Media

Light
Dark

আফ্রিদিকে নাক গলাতে নিষেধ করল পিসিবি

এশিয়া কাপ ইস্যুতে পাকিস্তানের ভেতরেই চলছে নানা তর্ক বিতর্ক। ভারত যে পাকিস্তানে এসে এশিয়া কাপ খেলবে না সেটা পুরোনো খবর। হাইব্রিড মডেলে এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে না সেটিও নিশ্চিত।

তাই শেষ পর্যন্ত পাকিস্তান এশিয়া কাপ আয়োজন করতে না পারলে এ বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশগ্রহণ না করার হুমকিও দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে পিসিবির সেই হুমকির কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। আফ্রিদির মতে, এসব হুমকির চেয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ ট্রফি জয় করে আনাটাই হবে সবচেয়ে মোক্ষম জবাব।

আফ্রিদি বলেন, ‘আমি বুঝতে পারছি না, কেন পিসিবি বিশ্বকাপ বয়কট করতে চাচ্ছে? পাকিস্তানের উচিত ভারতে গিয়ে বিশ্বকাপ ট্রফিটা জয় করে আনা। এতেই তাদের গালে চড় মারা হবে।’

আফ্রিদির এই মন্তব্যের কড়া উত্তর দিয়েছেন পিসিবি সভাপতি নাজাম শেঠিও। জানালেন, পাকিস্তানের বিশ্বকাপ খেলতে যাওয়া বা না যাওয়ার পুরোটাই নির্ভর করছে পাকিস্তান সরকারের ওপর। এখানে তাঁর নিজের কিংবা আফ্রিদির বা ভারতীয় ক্রিকেট বোর্ডেরও কিছু বলার সুযোগ নেই।

শেঠি বলেন, ‘পাকিস্তানের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি আফ্রিদি কিংবা আমার ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে না, এটা একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এ নিয়ে আমাদের নাক গলানোর কিছুই নেই।’

সেই সাথেই নাজাম শেঠি নিশ্চিত করেন, যদি পাকিস্তান সরকার পিসিবিকে সবুজ সংকেত দেয় যে বিশ্বকাপ খেলতে যাবার জন্য ভারত পুরোপুরি নিরাপদ তবেই বিশ্বকাপে খেলতে যাবে পাকিস্তান। পাকিস্তান সরকার তাঁর ক্রিকেট দলকে ভারতে খেলার ছাড়পত্র দিলে বিশ্বকাপ খেলতে না যাবার কোনো কারণও দেখেন না শেঠি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link