পিএসজি ছেড়ে কোন ক্লাবে যাচ্ছেন নেইমার?

প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) জার্সিতে চলতি মৌসুম দারুণ কাটিয়েই কাতার গিয়েছিলেন নেইমার। যদিও ব্রাজিলকে বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। পিএসজির জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা নেইমার অবশ্য ক্লাব ছাড়তে পারেন সামনের গ্রীষ্মকালীন দলবদলেই।

প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) জার্সিতে চলতি মৌসুম দারুণ কাটিয়েই কাতার গিয়েছিলেন নেইমার। যদিও ব্রাজিলকে বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। পিএসজির জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা নেইমার অবশ্য ক্লাব ছাড়তে পারেন পারেন সামনের গ্রীষ্মকালীন দলবদলেই।

পিএসজিতে নেইমার আর ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দ্বন্দ্বটা অনেকটাই প্রকাশ্য। বিশ্বকাপের পরপর বেশ কয়েকটি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে, পিএসজিতে থাকার জন্য তিনটি শর্ত জুড়ে দিয়েছেন এমবাপ্পে।

যার মধ্যে একটি নেইমারকে ব্রিক্রি করতে হবে। এমবাপ্পে পিএসজিতে যোগ দেবার পর পেনাল্টি নেয়া সহ,ডিবক্সে একে অপরকে পাস না দেয়া ইস্যুতে এই দুই তারকার বিবাদটা দেখা গেছে মাঠে।

এই দিকটি ছাড়াও পিএসজির তিন সুপারস্টার লিওনেল মেসি,নেইমার আর কিলিয়ান এমবাপ্পের বিপুল পরিমাণ বেতনের ভারও কমাতে চায় ম্যানেজমেন্ট। এই তিন তারকার বেতনের খাতে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয় পিএসজিকে।

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের মধ্যে উপরের দিকে আছেন তিনজনই। তাই নেইমারকে বিক্রি করে সেই চাপ কমাতে চায় ফরাসি ক্লাবটি। ইতোমধ্যে নেইমারের বিকল্পের সন্ধানও শুরু করে দিয়েছে তারা। বার্সেলোনা ফরোয়ার্ড ওসমান দেম্বেলের সাথেও কথা চলছে পিএসজি ম্যানেজমেন্টের।

কয়েকটি ফরাসি গণমাধ্যমের মতে, গত গ্রীষ্মকালীন দলবদলেই নেইমারকে বিক্রি করতে চেয়েছিল পিএসজি। কিন্তু ট্রান্সফার ফি বাবদ পিএসজির চাওয়া ১৫০ মিলিয়ন ইউরোতে আগ্রহ দেখায়নি তেমন কোনো ক্লাবই। কিন্তু সামনের দলবদলে ট্রান্সফার ফি কমিয়ে নেইমারকে বিক্রি করে দিতে চায় ফরাসি লিগ চ্যাম্পিয়নরা। এমনকি মাত্র ৫০ মিলিয়ন ইউরোতেই নেইমারকে ছেড়ে দেবার কথা ভাবছে পিএসজি।

নেইমারের নতুন গন্তব্য নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা। সাবেক এই বার্সা তারকাকে পেতে তিনটি ইংলিশ ক্লাব আগ্রহী এমনটাই জানাচ্ছে ফরাসি গণমাধ্যম গুলো। আরব মালিকানাধীন নিউক্যাসল ইউনাইটেড, চেলসি আর ম্যানচেস্টার সিটি আগ্রহী হতে পারে ৩০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকাকে পেতে।

রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি তে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। পিএসজিকে অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর লক্ষ্যে এ ক্লাবে আসলেও সেই ইউরোপ সেরার মুকুট ফরাসি ক্লাবকে পড়াতে পারেননি নেইমার। ২৪ বছর বয়সী এমবাপ্পেকে ধরে রাখতেই বেশি আগ্রহী পিএসজি। তাই নেইমার যে সামনের মৌসুমেই ক্লাব ছাড়ছেন তা অনেকটাই নিশ্চিত।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...