নিউজিল্যান্ডের বিপক্ষে নেই হাতুরুসিংহে

তিনি আপাতত পরিবারের সাথে ছুটি কাটাতে আছেন অস্ট্রেলিয়ায়। প্রটোকল অনুযায়ী, প্রধান কোচের দায়িত্ব পালন করেন সহকারী কোচ নিক পোথাস। এবারও তাই হতে যাচ্ছে।

বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। কাগজে-কলমে একেবারেই অগুরুত্বপূর্ণ। স্কোয়াড নিয়ে নিউজিল্যান্ড যেমন পরীক্ষা-নিরীক্ষা করেছে, তেমনি করেছে বাংলাদেশও। দু’দলেরই নিয়মিত এক গাদা খেলোয়াড়কে দেখা যাবে না এই সিরিজে।

এই সিরিজের ‍শুরুতে থাকছেন না চান্দিকা হাতুরুসিংহেও। তিনি আপাতত পরিবারের সাথে ছুটি কাটাতে আছেন অস্ট্রেলিয়ায়। সেখানে তাঁর স্ত্রীর জরুরী অস্ত্রোপচার করানো হবে। তাই, সিরিজের বড় একটা সময় থাকবেন না তিনি। প্রটোকল অনুযায়ী, প্রধান কোচের দায়িত্ব পালন করেন সহকারী কোচ নিক পোথাস। এবারও তাই হতে যাচ্ছে।

২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে তিন ম্যাচের সিরিজটি। ২৬ তারিখে শেষ ম্যাচের আগেই দলের সাথে যোগ দেবেন তিনি। সিরিজ শেষ করে পরদিন, মানে ২৭ সেপ্টেম্বরই ভারতের গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে সাকিব আল হাসানের দল।

ভারতের অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে পাঁচ অক্টোবর। এর আগে গুয়াহাটিতে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী সাত অক্টোবর। ধর্মশালায় অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান দল।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...