ভারতে নিরাপত্তা নিয়ে সন্দিহান পাকিস্তান

এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তান মধ্যকার বিরোধের নিষ্পত্তি হয়েছে আগেই। তবে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পাকিস্তান সরকার। মূলত ভারতের মাটিতে পর্যাপ্ত নিরাপত্তা চায় পাকিস্তান। আর সে কারণেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা চাইবে পাকিস্তান। 

এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তান মধ্যকার বিরোধের নিষ্পত্তি হয়েছে আগেই। তবে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পাকিস্তান সরকার। মূলত ভারতের মাটিতে পর্যাপ্ত নিরাপত্তা চায় পাকিস্তান। আর সে কারণেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা চাইবে পাকিস্তান।

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার ব্যাপারে মাস দুয়েক আগেই বিশেষ একটি কমিটি গঠন করেছিল পাকিস্তান। পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন ১৪ সদস্যের সে কমিটি বৃহস্পতিবার প্রথম বৈঠকে বসে। বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন এই বৈঠকে এ দিন উপস্থিত ছিলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাশ্মীর বিষয়ক উপদেষ্টা ও পিসিবি প্রধান জাকা আশরাফ। যদিও বৈঠক শেষে তাঁরা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

তবে বৈঠক শেষে এ কমিটি দুটি বিষয় আলোকপাত করেছে। যেখানে নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, ভারতের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইসিসির কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেলেই তবে পাকিস্তান দলকে বিশ্বকাপ খেলার ব্যাপার ছাড়পত্র দেবে সরকার।

এ ছাড়া, ভারতের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এ মাসের তৃতীয় সপ্তাহেই ভারতে একটি নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাতে চায় পাকিস্তান। মূলত যেসব ভেন্যুতে পাকিস্তানের ম্যাচ আছে, প্রতিনিধি দল সেসব জায়গা ঘুরে দেখবে। সেখানকার পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্বকাপে পাকিস্তানের মোট ৫ টি ভেন্যুতে খেলার কথা রয়েছে। এর মধ্যে ভারতের বিপক্ষে তাদের রাউন্ড রবিন লিগের ম্যাচটি হওয়ার কথা রয়েছেন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যদিও পাকিস্তান প্রথমে এই স্টেডিয়ামে খেলতে আপত্তি জানিয়েছিল। আহমেদাবাদ বাদে পাকিস্তানের জন্য অন্য ভেন্যু গুলো হলো– হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...