আসছে বছর আবার হবে

প্রথমবারের মত পেয়েছিলেন অধিনায়কত্ব। অধিনায়কের চাপটা যে জাদেজা সামলাতে পারেনি সেটা ব্যক্তিগত পারফরম্যান্সে স্পষ্ট। দলীয় পারফরম্যান্সও যাচ্ছেতাই। প্রথম ৮ ম্যাচে মাত্র ২ জয়! এরপর অধিনায়কত্ব থেকে সরানো হয় জাদেজাকে। ব্যাটে-বলে ছিলেন চরম ব্যর্থ। ইনজুরিতে ছিটকে যাওয়ার আগে ১০ ম্যাচে ১৯ গড়ে করেন মাত্র ১১৬ রান, নেই কোনো ফিফটি। বল হাতে শিকার করেছেন মাত্র ৫ উইকেট।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের লিগ পর্বের খেলা শেষ। প্রত্যাশা ছাপিয়ে অনেকেই এবার পারফরম করেছে নজরকাড়া। আবার অনেক ক্রিকেটারই প্রত্যাশা অনুযায়ী নিজেদের সেরাটা দিতে পারেননি। হতশ্রী পারফরম্যান্সেই শেষ করেছেন এবারের আসর।

পঞ্চদশ আসরে হতশ্রী পারফরম্যান্স করা পাঁচ ক্রিকেটারকে নিয়ে আলোচনা করা যাক। এই পাঁচ তারকার কাছ থেকে আগামি আসরে হয়ত দেখা যেতে পারে দুর্দান্ত প্রত্যাবর্তন।

  • রুতুরাজ গায়কড় (চেন্নাই সুপার কিংস)

গেল আসরে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। কিন্তু বিপরীত চিত্রের দেখা মিলল এবারের আসরে। ব্যাট হাতে ব্যর্থ রুতুরাজ গায়কড়। ১৪ ম্যাচে মাত্র ২৬ গড়ে করেছেন ৩৬৮ রান; আছে তিন ফিফটি।

একেবারে খারাপ পারফরম্যান্স তিনি করেননি ঠিক – তবে নিজের স্বভাবসুলভ ব্যাটিং কিংবা গেল আসরের পারফরম্যান্স বিবেচনায় খারাপ বলাই যায়। চেন্নাই সুপার কিংসের এই তরুণ ওপেনার চাইবে আইপিএলের ষোড়শ আসরে নিজের চেনা রূপে ফিরতে।

  • রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ান্স)

পঞ্চদশ আসরের মেগা নিলামে দলে পরিবর্তন, নিজের অফ ফর্ম – সব মিলিয়ে এবার ব্যাকফুটেই ছিলেন রোহিত।
অধিনায়কত্বের চাপটা যেন গ্রাস করে ফেলেছে ভারতের এই ওপেনারকে।

পাঁচ বারের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আসরে পয়েন্টস টেবিলের একদম তলানীতে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। ব্যাট হাতে দু:স্বপ্নের মত এক মৌসুম কাটিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

১৪ ম্যাচে মাত্র ১৯ গড়ে করেছেন ২৬৮ রান, নেই কোনো ফিফটি। রোহিতের বাজে ফর্ম প্রভাব পড়েছে দলের উপরেও। এবারের আসরে মাত্র চার জয় পেয়েছে মুম্বাই। আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল এই অধিনায়ক নিশ্চয়ই চাইবেন পরের আসরে দাপুটে এক প্রত্যাবর্তন করতে; সমর্থকদের তাই প্রত্যাশা।

  • ভেঙ্কটেশ আইয়ার (কলকাতা নাইট রাইডার্স)

আইপিএলের চৌদ্দতম আসরে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম করে নজর কেড়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। চার ফিফটিতে ছিলেন দলের অন্যতম সেরা পারফরমার।

সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে। কিন্তু এবারের আসরে পুরোপুরি ব্যর্থ তিনি। ১২ ম্যাচে মাত্র ১৬ গড়ে করেছেন ১৮২ রান, বল হাতে উইকেটশূন্য; যদিও করেছেন মোটে ৪ ওভার।

জাতীয় দলে আবার জায়গা পেতে হলে আইপিএলের মঞ্চে দেখাতে হবে নজরকাড়া পারফরম্যান্স। কলকাতার এই অলরাউন্ডার চাইবেন পরের আসরে ঘুরে দাঁড়াতে। ব্যর্থতা কাটিয়ে স্বরূপে ফিরতে চাইবেন তিনি।

  • মহেন্দ্র সিং ধোনি (চেন্নাই সুপার কিংস)

পয়েন্ট টেবিলের নয়ে থেকে এবারের আসর শেষ করেছে চেন্নাই সুপার কিংস। দলের ব্যর্থতার মাঝেও ব্যাট হাতে খানিকটা উজ্জ্বল ছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গেল দুই আসরে ব্যর্থ হলেও এবারের আসরে ধোনির ব্যাটে এবার রানের দেখা মিলেছে। দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপা জয় করা দলটা বাদ পড়েছে গ্রুপ পর্বেই।

১৩ ম্যাচে ৩৪.৩৩ গড়ে করেছেন ২০৬ রান, আছে এক ফিফটি। বয়স আর গেল দুই আসর বিবেচনায় নিলে এবার ব্যাট হাতে বেশ ভালই করেছেন এই ভারতীয় তারকা। তবে এও সত্যি নিজের চিরচেনা সেই রূপে নেই ধোনি।

তিনি নিশ্চিত করেছেন আগামী আসরেও চেন্নাইয়ের জার্সিতে খেলবেন; হয়ত ক্যারিয়ারের শেষ আসর হতে পারে। আবার কি ধোনিকে সেরা ফর্মে দেখা যাবে? সমর্থকদের আশা ধোনির শেষটাও হবে দুর্দান্ত কিছুতে।

  • রবীন্দ্র জাদেজা (চেন্নাই সুপার কিংস)

প্রথমবারের মত পেয়েছিলেন অধিনায়কত্ব। অধিনায়কের চাপটা যে জাদেজা সামলাতে পারেনি সেটা ব্যক্তিগত পারফরম্যান্সে স্পষ্ট। দলীয় পারফরম্যান্সও যাচ্ছেতাই। প্রথম ৮ ম্যাচে মাত্র ২ জয়!

এরপর অধিনায়কত্ব থেকে সরানো হয় জাদেজাকে। ব্যাটে-বলে ছিলেন চরম ব্যর্থ। ইনজুরিতে ছিটকে যাওয়ার আগে ১০ ম্যাচে ১৯ গড়ে করেন মাত্র ১১৬ রান, নেই কোনো ফিফটি। বল হাতে শিকার করেছেন মাত্র ৫ উইকেট।

ব্যাট হাতে ঝড় তুলতে পটু, টি-টোয়েন্টির অন্যতম সেরা ফিনিশার খ্যাত জাদেজা এবার ছিলেন ব্যাকফুটে। ইনজুরি কাটিয়ে সেরা ফর্মেই ফিরতে চাইবেন তিনি। আগামি আসরে আবার হয়ত দেখা যাবে জাদেজার সেই বিধ্বংসী রূপ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...