ভারতের সম্ভাব্য বিশ্বকাপ একাদশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম ভারতকে নেতৃত্ব দিবেন বিরাট কোহলি। আগের আসরগুলোতে ভারতের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ফলে কোহলির জন্যও এই বিশ্বকাপ এক নতুন চ্যালেঞ্জ। এছাড়া আইপিএলের পারফর্ম্যান্সও বিশ্বকাপের দল ঠিক করতে বড় ভূমিকা রাখবে। তবুও আমরা বের করার চেষ্টা করেছি এই বিশ্বকাপে ভারতের একাদশ কেমন হতে পারে।

আগামী মাসেই সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হিসেবেই খেলতে যাবে ভারত। এর আগে আইপিএলে নিজেদের প্রস্তুতি সেরে নেবে দলটি। ফলে এই বিশ্বকাপে আরেকবার শিরোপা জয়ই থাকবে ভারতের লক্ষ্য।

ওদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম ভারতকে নেতৃত্ব দিবেন বিরাট কোহলি। আগের আসরগুলোতে ভারতের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ফলে কোহলির জন্যও এই বিশ্বকাপ এক নতুন চ্যালেঞ্জ। এছাড়া আইপিএলের পারফর্ম্যান্সও বিশ্বকাপের দল ঠিক করতে বড় ভূমিকা রাখবে। তবুও আমরা বের করার চেষ্টা করেছি এই বিশ্বকাপে ভারতের একাদশ কেমন হতে পারে।

  • রোহিত শর্মা

ভারতের হয়ে ওপেনিং পজিশনে রোহিত শর্মার নাম নিশ্চিত করেই বলা যায়। সাদা বলের ক্রিকেটে এই মুহুর্তে ভারতের সেরা ওপেনার তিনি। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতে বিধবংসী ব্যাটিং ভারতকে অনেকটাই এগিয়ে রাখবে। আরব-আমিরাতে রোহিত শর্মার আগের পরিসংখ্যানও বেশ প্রশংসনীয়। ফলে তাঁর সাথে কে থাকবেন ওপেনিং এর দায়িত্বে সেটিই এখন বড় প্রশ্ন।

  • শিখর ধাওয়ান

অভিজ্ঞতার খাতিরে রোহিতের সাথে ধাওয়ানই এগিয়ে থাকবেন ওপেনিং এর দৌড়ে। এছাড়া তাঁর ধারাবাহিকতাও একটি বড় ফ্যাক্টর। এর আগেও আইসিসি ইভেন্টে ভালো ব্যাটিং করার অভিজ্ঞতা আছে তাঁর ঝুলিতে। এছাড়া ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কথাও মাথায় রাখতে পারে ভারত। তবে লোকেশ রাহুলকে একেবারে আলোচনার বাইরে রাখা যায় না। গতবছর আরব-আমিরাতে অনুষ্ঠিত আইপিএলে দারুণ ব্যাটিং করেছিলেন তিনি।

  • বিরাট কোহলি (অধিনায়ক)

ভারতের তিন নম্বর পজিশনে দেশটির অধিনায়ক ও তাঁদের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিরই থাকা উচিৎ। যদিও মাঝে তিনি ওপেন করার কথা বলেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ওপেনও করেছিলেন টি-টোয়েন্টি ম্যাচে। তবে বিরাট কোহলিকে ভারতের তিন নম্বরেই বেশি প্রয়োজন। এছাড়া ওপেনিং এ তো ভারতের রোহিত শর্মার সাথা ধাওয়ান বা রাহুলের মত দারুণ ওপেনাররা আছেনই।

  • শ্রেয়াস আইয়ার

চার নম্বর পজিশনে থাকবেন দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। এই পজিশনে মানিশ পান্ডের নাম আসলেও শেষ পর্যন্ত শ্রেয়াসেরই একাদশে খেলার কথা। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তিনি নিয়মিতই খেলেছেন। ওদিকে ভারতের হয়ে এখন অবধি আইয়ার খেলেছেন মোট ২৯ টি টি-টোয়েন্টি ম্যাচ। সেখানে ২৮.৯৪ গড়ে করেছেন ৫৫০ রান। এই ফরম্যাটে তাঁর স্ট্রাইকরেট ১৩৩.৮১।

  • ঋষাভ পান্ত (উইকেটরক্ষক)

ওদিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে থাকছেন তরুণ তুর্কি ঋষাভ পান্ত। মিডল অর্ডারে ভারতের ট্রাম্প কার্ডও হতে পারেন এই আক্রমণাত্মক ব্যাটসম্যান। দিল্লির এই ব্যাটসম্যান ভারতের হয়ে এখন অবধি ৩৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

  • হার্দিক পান্ডিয়া

স্লগার হিসেবে ছয় নম্বরে থাকবেন হার্দিক পান্ডিয়া। ইনজুরির কারণে তাঁর বোলিং নিয়ে যদিও খানিকটা সংশয় রয়েছে। তবুও ছয় নম্বরে তাঁকে মোটামুটি নিশ্চিতই ধরা যায়। এর আগে ভারতের হয়ে ৪৯ টি টি-টোয়েন্ট ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। তাঁর ব্যাটিং স্ট্রাইকরেট ১৪৫.৩৪। ওদিকে বল হাতেও তাঁর ঝুলিতে আছে ৪২ উইকেট।

  • রবীন্দ্র জাদেজা

ভারতের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ একটি প্যাকেজ হতে পারেন রবীন্দ্র জাদেজা। লোয়ার মিডল অর্ডারে তাঁর ব্যাটিং দলকে বাড়তি কিছু রান এনে দিতে পারে। এছাড়া আরব-আমিরাতের স্পিনিং কন্ডিশনে তাঁর বোলিংও দারুণ কার্যকর হওয়ার কথা। ওদিকে ফিল্ডার জাদেজাকেও টি-টোয়েন্টি ক্রিকেটে আলোচনার বাইরে রাখা যায়না।

  • ওয়াশিংটন সুন্দর

স্পিনিং বোলিং অ্যাটাকে জাদেজার সাথে থাকবেন ওয়াশিংটন সুন্দর। এই মুহুর্তে আইসিসি র‍্যাংকিংএ তিনিই ভারতের সবচেয়ে সফল স্পিনার। যুজবেন্দ্র চাহালের সাথে তাঁর একটা লড়াই হলেও সুন্দরই এগিয়ে থাকার কথা। এছাড়া ব্যাট হাতেও তিনি কার্যকর।

  • থাঙ্গারাসু নটরাজন

বাঁহাতি পেসার হিসেবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নটরাজন। গত এক বছরে দারুণ সব পারফর্মেন্স করেছেন এই পেসার। তাঁরও ইনজুরির কিছু সমস্যা থাকলেও বিশ্বকাপের আগেই তা সেড়ে উঠার কথা।

  • জাসপ্রিত বুমরাহ

এই পজিশন নিয়ে তো নতুন করে আলোচনার কিছু নেই। ভারতের বোলিং অ্যাটাকের নেতৃত্বেই থাকবেন এই পেসার। তবে আলোচনার বিষয় হচ্ছে তাঁর সাথে আরেকজন পেসার কে থাকবেন বিশ্বকাপে।

  • ভূবনেশ্বর কুমার

বুমরাহরা সাথে বিশ্বকাপে ভুবনেশ্বর কুমারকেই দেখা যাওয়ার কথা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ বোলিং করেছিলেন এই পেসার। তবে তাঁর সাথে লড়াই হবে মোহম্মদ শামি ও  মোহম্মদ সিরাজেরও। এখানে আইপিএলের পারফর্মেন্সও একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...