ডেডলাইন বিশ্বকাপ, তাঁরা ফিরবেন কবে?

ইনজুরি ঝেঁকে বসেছে ভারতীয় ক্রিকেট দলে, একের পর এক তারকা ছিটকে গিয়েছেন মাঠের বাইরে। ইনজুরি ছাড়াও বিশ্রাম আর ব্যক্তিগত কারণে খেলার বাইরে আছেন আরো বেশ কয়েকজন।

ইনজুরি ঝেঁকে বসেছে ভারতীয় ক্রিকেট দলে, একের পর এক তারকা ছিটকে গিয়েছেন মাঠের বাইরে। ইনজুরি ছাড়াও বিশ্রাম আর ব্যক্তিগত কারণে খেলার বাইরে আছেন আরো বেশ কয়েকজন। এদের মধ্যে মোহাম্মদ শামি ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আর খেলতে নামেননি। গোড়ালির চোটের কারণে সম্প্রতি অপারেশনের টেবিলেও যেতে হয়েছে তাঁকে।

সেজন্য আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হবে না তাঁর, এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠতে পারবেন কি না তাও নিশ্চিত নয়। সবমিলিয়ে বেশ জটিল অবস্থার সৃষ্টি হয়েছে শামিকে ঘিরে, তবে ফিট হয়ে উঠলে নিশ্চয়ই টিম ইন্ডিয়ার অন্যতম সেরা অস্ত্র হবেন তিনি।

আরেক পেসার জাসপ্রিত বুমরাহকে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের একাদশে রাখা হয়নি; ওয়ার্কলোড ঠিক রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজম্যান্ট। যদিও সব ঠিক থাকলে পঞ্চম টেস্টের দলে ফিরবেন তিনি। সেই সাথে ফিরতে পারেন অভিজ্ঞ লোকেশ রাহুল; চলতি সিরিজে কেবল একটি ম্যাচ খেলেছেন তিনি।

গুরুতর দুর্ঘটনার শিকার হয়ে লম্বা সময় জাতীয় দলের বাইরে চলে গিয়েছিলেন ঋষাভ পান্ত। তবে এখন অনেকটাই সেরে উঠেছেন তিনি, খুব সম্ভবত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবেই দেখা যাবে তাঁকে। আরেক টি-টোয়েন্টি তারকা হার্দিক পান্ডিয়াও বিশ্বকাপের মাঝপথে ছিটকে গিয়েছিলেন ক্রিকেট থেকে, তিনিও আইপিএল দিয়ে মূল ধারার খেলায় ফিরতে যাচ্ছেন।

এছাড়া সুরিয়াকুমার যাদব গ্রোইন ইনজুরির কারণে আপাতত দলে নেই। এই চোট থেকে সুস্থ হতে চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছিল তাঁকে। তবে এখন সুস্থতার পথে তিনি; হার্দিক-পান্তের মত আইপিএল দিয়েই আবারো বাইশ গজে নামবেন। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে এই তিনজনই অবশ্য থাকবেন ভারতের বিশ্বকাপ স্কোয়াডে।

দ্বিতীয় সন্তানের আগমন উপলক্ষে পরিবারের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন বিরাট কোহলি। গত ১৫ই ফেব্রুয়ারি নিজের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন তিনি। কবে ক্রিকেটে ফিরবেন এই ব্যাটার সেটি এখনো নিশ্চিত নয়, কিন্তু আশা করা হচ্ছে অন্যদের মত আইপিএল দিয়েই আবারো ব্যাটে বলের লড়াইয়ে দেখা যাবে তাঁকে।

ঈশান কিষাণ ও শ্রেয়াস আইয়ারের ভাগ্য খানিকটা একই, দু’জনে রঞ্জি ট্রফির প্রতি অনাগ্রহ প্রকাশ করে বিসিসিআইয়ের তোপের মুখে পড়েছিলেন। সেসব নিয়ে বিতর্কেরও সৃষ্টি হয়েছিল, তবে সব কিছুর অবসান ঘটিয়ে যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ফিরতে যাচ্ছেন তাঁরা।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...