হারমার ঘূর্নিতে এলোমেলো বিকেল

দিনের শুরুতে খালেদ আহমেদের দুর্দান্ত স্পেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পরেও বাভুমার ৯৩ ও টেলএন্ডারদের ব্যাটিং নৈপুণ্যে প্রথম ইনিংসে ৩৬৭ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে প্রথম দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯৮ রান।

আলোক স্বল্পতার কারণে প্রায় ১৭ ওভার কম খেলা হয় প্রথম দিনে। তবে ব্যাটে-বলের লড়াইয়ে প্রথম দিনটা ছিল সমানে সমান। তবে দ্বিতীয় দিনের শুরুটা বাংলাদেশের হলেও দিনশেষে চাপের মুখেই আছে সফরকারীরা। দিনের শুরুতে খালেদ আহমেদের দুর্দান্ত স্পেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পরেও বাভুমার ৯৩ ও টেলএন্ডারদের ব্যাটিং নৈপুণ্যে প্রথম ইনিংসে ৩৬৭ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে প্রথম দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯৮ রান।

প্রথম দিনে করা ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে খালেদ আহমেদের জোড়া আঘাতে পর পর দুই বলে ফিরেন কাইল ভেরেইনে ও উইয়ান মুলডার। ২৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে তখন প্রোটিয়ারা। তবে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন টেম্বা বাভুমা। ফিফটির পর ধীরে ধীরে এগোতে থাকেন সেঞ্চুরির দিকে। বাভুমার ব্যাটে শক্তিশালী সংগ্রহের দিকেই এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা। তবে ব্যক্তিগত ৯৩ রানে বাভুমা ফিরলে আবারও ম্যাচে আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। ২৯৮ রানে ৮ উইকেট হারায় প্রোটিয়া।

এরপরই টেলএন্ডারদের ব্যাটে এগোতে থাকে সফরকারীরা। হারমারের অপরাজিত ৩৮ ও মহারাজের ১৯ রানে প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট হয় সফরকারী দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে বাভুমা সর্বোচ্চ ৯৩ ও এলগার করেন ৬৭ রান। বাংলাদেশের পক্ষে খালেদ আহমেদ একাই শিকার করেন ৪ উইকেট। এবাদত হোসেন ৩ ও মেহেদি মিরাজ শিকার করেন ২ উইকেট।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে সাদমান ইসলামকে হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৯ রানে প্রায় ৭ বছর পর দলে ফেরা হারমারের শিকার হয়ে ফিরেন সাদমান। তবে প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয় ও নাজমুল শান্তর ব্যাটে বেশ ভালোই এগোতে থাকে সফরকারীরা। দ্বিতীয় উইকেটে দু’জনে মিলে গড়েন ৬৫ রানের জুটি। দলীয় ৮০ রানে হারমারের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেন নাজমুল শান্ত। ব্যক্তিগত ৩৮ রান শান্ত ফিরলে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর নিজের পরের ওভারেই মুমিনুল হককে শূন্য রানে ফিরিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন হারমার। দিনের একদম শেষ সময়ে হারমারের শিকার হয়ে মুশফিক ফিরলে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনশেষে ৪ উইকেটে ৯৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনো পিছিয়ে আছে ২৬৯ রানে।

সংক্ষিপ্ত স্কোরঃ

দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস)– ৩৬৭/১০ (১২১ ওভার); বাভুমা ৯৩(১৯০), এলগার ৬৭(১০১), সারেল ৪১(১০২), ভেরেইনে ২৮(৮১), হারমার ৩৮(৭৩)*; খালেদ ২৫-৩-৯২-৪, মেহেদি ৪০-৮-৯৪-৩, এবাদত ২৯-১০-৮৬-২।

বাংলাদেশ (প্রথম ইনিংস) – ৯৮/৪ (৪৯ ওভার); জয় ৪৪(১৪১)*, শান্ত ৩৮(৮৭); হারমার ২০-৭-৪২-৪।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...