বিশ্বকাপ ভাবনায় জোরেসোরেই আছেন রিয়াদ

আর তাই, কৌতুহল জেগেছে সবার মনে - মাহমুদউল্লাহ রিয়াদ কি তবে বিশ্বকাপ পরিকল্পনায় এখনো আছেন? টাইগারদের হেড কোচ চান্দিকা হাতুরুসিংহে অবশ্য ইতিবাচক উত্তরই দিয়েছেন। লঙ্কান এই কোচ শেষ সময়ে আরেকবার পরখ করে নিতে চান পুরনো শিষ্যকে।

ঘুরেফিরে একটা প্রশ্নই বারবার উঠে আসছে ক্রিকেট আলোচনায় – বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন কি মাহমুদউল্লাহ রিয়াদ? কখনো সম্ভাবনার পাল্লা ভারি হয় রিয়াদের অন্তর্ভুক্তির দিকে, কখনো আবার মনে হয় শেষ বিশ্বকাপ বোধহয় খেলা হবে না এই অভিজ্ঞ তারকার। তবে ভারতের বিমান ধরার শেষ সুযোগ নিউজিল্যান্ড সিরিজে পেয়েছেন রিয়াদ।

দিন কয়েক পরে মাঠে গড়াবে কিউইদের বিপক্ষে টাইগারদের ম্যাচ। আর এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন অনেক দিন বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। যেহেতু বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল দেয়নি, তাই লকি ফার্গুসনদের বিপক্ষে ভাল করলে মূল স্কোয়াডে জায়গা করে নেয়া সময়ের ব্যাপার মাত্র।

আর তাই, কৌতুহল জেগেছে সবার মনে – মাহমুদউল্লাহ রিয়াদ কি তবে বিশ্বকাপ পরিকল্পনায় এখনো আছেন? টাইগারদের হেড কোচ চান্দিকা হাতুরুসিংহে অবশ্য ইতিবাচক উত্তরই দিয়েছেন। লঙ্কান এই কোচ শেষ সময়ে আরেক বার পরখ করে নিতে চান পুরনো শিষ্যকে।

মাহমুদউল্লাহ রিয়াদের অন্তর্ভুক্তি ইস্যুতে একটি জাতীয় দৈনিককে চান্দিকা হাতুরুসিংহে বলেন, ‘হ্যাঁ, সে-ও পরিকল্পনায় আছে। নিউজিল্যান্ড সিরিজে সে খেলার সুযোগ পাবে। আশা করি সে আমাদের দেখাতে পারবে ও (রিয়াদ) কী করতে পারে। কারণ বাদ পড়ার পর সে কিছু করার সুযোগ পায়নি। আমরা একটি সিরিজে তাকে চেয়েছিলাম, কিন্তু তখন আবার সে হজ করতে চলে যাওয়ায় ওকে পাওয়া যায়নি।’

মূলত সাত নম্বর পজিশনে এখনো কাউকে ভরসা করার মত পায়নি টিম টাইগার্স। লোয়ার মিডল অর্ডারে তাই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের ওপর পুনরায় আস্থা রাখতে চায় বাংলাদেশ দল। কিন্তু এর আগে ফর্মে ফিরতে হবে রিয়াদকে। কিউই বোলারদের বিরুদ্ধে সাবলীল ব্যাটিং করতে পারলেই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের দলে জায়গা পাবেন তিনি।

পারফর্ম করলেই মাহমুদউল্লাহ রিয়াদ দলে ফিরবেন তেমনটা নিশ্চিত নয় এখনই। তবে দলের কোচের কথাতে আশাবাদী হতেই পারেন এই ডানহাতি ব্যাটার।

চান্দিকা হাতুরুসিংহে বলেন, ‘যেহেতু সে (রিয়াদ) অভিজ্ঞ এবং যদি রান করে ফর্মে ফিরতে পারে। আসলে বিশ্বকাপের জন্য আমরা এমন কিছু খেলোয়াড়ই চাচ্ছি, যারা ফর্মে আছে।’

সাত নম্বরে এশিয়া কাপে ব্যর্থ হয়েছেন শামীম, আফিফরা। তবে শেখ মেহেদির পারফরম্যান্স ছিল সন্তোষজনক। তাই তো এই পজিশনের লড়াই এখন শেখ মেহেদির সঙ্গে মাহমুদউল্লাহ, নুরুল হাসান সোহানদের। তবে এদের মধ্যে অভিজ্ঞতা বিবেচনায় এগিয়ে আছেন রিয়াদই।

বিশেষ করে মহাদেশীয় টুর্নামেন্টে যেভাবে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল তাতে মাহমুদউল্লাহ রিয়াদকে প্রয়োজন মনে করতে পারে টিম ম্যানেজম্যান্ট। ধারণা করাই যায়, বিশ্বকাপ পরিকল্পনায় ভালভাবেই আছেন বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান; এখন শুধু তাঁর পারফরম্যান্স করাটা বাকি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...