রোহিত ইজ গ্রেটার দ্যান কপিল+সৌরভ!

প্রায় ৩ বছর বাদে হাতে বল তুলে নিয়েই উইকেট পেয়েছেন রোহিত শর্মা। ডাচদের শিবিরের ৪৮ তম ওভারে বোলিংয়ে এসেই পঞ্চম বলে উইকেট পান তিনি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ১১ বছর পর প্রথমবার উইকেট পান রোহিত। তবে এই উইকেটেই অনন্য এক কীর্তি গড়েছেন তিনি।

নয়ে নয়। বিশ্বকাপ শেষ হতে যেখানে বাকি আর মাত্র ৩ টি ম্যাচ, সেখানে এখন পর্যন্ত অপরাজেয় হয়েই থাকলো টিম ইন্ডিয়া। রোহিত শর্মার দারুণ নেতৃত্বে দুরন্ত গতিতে ছুটে চলেছে ভারতের জয়রথ। তবে শুধু দলগত অর্জনই নয়, রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ডাচদের বিপক্ষে যেন ব্যক্তিগত অর্জনেরও পসরা সাজিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা।

৯ বছর পর ওয়ানডে ক্রিকেটে উইকেট পেয়েছেন বিরাট কোহলি। আর সেই পথ ধরে রোহিত শর্মাও পেয়েছেন উইকেটের দেখা। ব্যাট হাতে ভারতীয় ক্রিকেটের গুরুদায়িত্ব যাদের হাতে, তাদের দেখা মিললো এবার বোলিং প্রান্তেও। শুধু বোলিংই করলেন না, পেলেন উইকেটও। আর তাতে সঙ্গী হলো বেশ কিছু কীর্তিও।

এই যেমন প্রায় ৩ বছর বাদে হাতে বল তুলে নিয়েই উইকেট পেয়েছেন রোহিত শর্মা। ডাচদের শিবিরের ৪৮ তম ওভারে বোলিংয়ে এসেই পঞ্চম বলে উইকেট পান তিনি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ১১ বছর পর প্রথমবার উইকেট পান রোহিত। তবে এই উইকেটেই অনন্য এক কীর্তি গড়েছেন তিনি।

ভারতের ইতিহাসের তৃতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপের মঞ্চে পেয়েছেন উইকেটের দেখা। যে কীর্তি এর আগে ছিল কপিল দেব আর সৌরভ গাঙ্গুলির। বিশ্বকাপের মঞ্চে ভারতীয় অধিনায়ক হিসেবে উইকেট নিয়েছেন এই তিনজনই। রোহিতের উইকেট তুলে নেওয়ার সুবাদে বৈশ্বিক আসরে ২০ বছর পর কোনো ভারতীয় অধিনায়ক পেলেন উইকেট।

এর আগে ২০০৩ সালে উইকেট পেয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। জিম্বাবুয়ের বিপক্ষে সেবার ৫ ওভার বোলিং করে ৩ উইকেট পেয়েছিল সাবেক এ অধিনায়ক। আর ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব সেই বিশ্বকাপ ও তার পরের ১৯৮৭ বিশ্বকাপ মিলিয়ে নিয়েছিলেন মোট ১৭ টি উইকেট।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...