রোহিত শর্মা, চেন্নাইয়ের ভবিষ্যৎ অধিনায়ক?

গুঞ্জন উঠেছে আগামী দিনে হয়তো দল পাল্টাতে পারেন হিটম্যান; আর ভবিষ্যৎ গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

হুট করেই গত মাসে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। নিলামের আগে নিয়মানুযায়ী প্লেয়ার লিস্ট প্রকাশ করার সময়ও তিনি ছিলেন গুজরাট টাইটান্সের ক্রিকেটার, কিন্তু এর কয়েক ঘন্টা পরেই মুম্বাই তাঁর প্রত্যাবর্তনের ঘোষণা দেয়; মোটা অংকের অর্থের বিনিময়ে তাঁকে পুরনো শিবিরে ফিরিয়ে এনেছে ফ্রাঞ্চাইজিটি।

দলবদলের এই নাটকীয়তার রেশ না শেষ হতেই আবারো মুম্বাই আবারো চমকে দেয় সবাইকে। নতুন অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করে তাঁরা। কিন্তু রোহিত শর্মাকে অপ্রত্যাশিতভাবে সরিয়ে দেয়াটা সহজভাবে নিতে পারেনি কেউই; সামাজিক মাধ্যমে ভক্তগোষ্ঠী নিজেদের ক্ষোভ ঝাড়ছে বিভিন্নভাবে।

এরই মাঝে গুঞ্জন উঠেছে আগামী দিনে হয়তো দল পাল্টাতে পারেন হিটম্যান। আর ভবিষ্যৎ গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে দুইবার আইপিএল শিরোপা জেতা সুব্রামানিয়াম বদ্রিনাথের পোস্ট সেই ইঙ্গিতই দিচ্ছে।

নিজের একাউন্টে রোহিতের একটা ছবি পোস্ট করেছিলেন তিনি, যেখানে চেন্নাইয়ের হলুদ জার্সিতে দেখা যায় ভারতীয় অধিনায়ককে। আর ছবিটির ক্যাপশনে সাবেক এই ক্রিকেটার লিখেন, ‘হোয়াট ইফ?’ – রহস্যজনক এই পোস্ট কি সত্যি নাকি শুধুই ব্যক্তিগত ইচ্ছের বহি:প্রকাশ সেটা জানতে অপেক্ষা করতে হবে খানিকটা।

এছাড়া সিএসকে কতৃপক্ষও রোহিত নিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্টে পোস্ট করেছে। সেখানে তাঁরা তাঁদের অধিনায়কের সঙ্গে রোহিতের করমর্দনের ছবি প্রকাশ করে এবং ক্যাপশনে লিখে যে, ‘অ্যা ডিকেড অব স্প্রিটেড চ্যালেঞ্জ! মাচ রেস্পেক্ট রোহিত!’

ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। তাই চেন্নাইকেও যেকোনো সময় বিদায় বলে দিতে পারেন তিনি, হয়তো আইপিএল ২০২৪ এর পরেই নিজের গ্লাভস তুলে রাখবেন।

সেক্ষেত্রে রেডিমেড বিকল্প হতে পারেন রোহিত, অন্য কেউ দায়িত্ব নেওয়ার আগে কয়েক বছর দলকে নেতৃত্ব দিতে পারবেন এই ওপেনার – এমন ভাবনা মাথা রেখে সুপার জায়ান্টসরা যদি তাঁর দিকে হাত বাড়ায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...