মিরপুরে সাকিবের অগ্নিমূর্তি

ঘটনাটি ঘটে আবাহনীর ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে। ১৪৫ রান তাড়া করতে নেমে ৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল আবাহনী। তখন প্রথম বারের মত আক্রমণে আসেন সাকিব। সাকিবের দ্বিতীয় ও তৃতীয় বলে মুশফিকুর রহিম চার ও ছয় মারার পর শেষ বলে বল লাগে মুশফিকের প্যাডে।

আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি মানেই উত্তেজনা। তবে আজ এই উত্তেজনার সাথে দেখা গেল বিতর্কও। আর এই বিতর্কের জন্ম দিয়েছেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। এলবিডব্লিউর আবেদনে সাড়া না পেয়ে ক্ষিপ্ত হয়ে লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙেন সাকিব। এরপর বৃষ্টি শুরু না হলেও আম্পায়ার খেলা বন্ধ করলে স্ট্যাম্প তুলে ফেলেন তিনি।

ঘটনাটি ঘটে আবাহনীর ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে। ১৪৫ রান তাড়া করতে নেমে ৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল আবাহনী। তখন প্রথম বারের মত আক্রমণে আসেন সাকিব। সাকিবের দ্বিতীয় ও তৃতীয় বলে মুশফিকুর রহিম চার ও ছয় মারার পর শেষ বলে বল লাগে মুশফিকের প্যাডে।

কিন্তু সাকিবের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে লাথি মেরে ভেঙে ফেলেন বোলিং প্রান্তের স্টাম্প। আম্পায়ারের সাথে বেশ কিছুক্ষণ তর্ক করার পর সাকিবকে সরিয়ে নেন সতীর্থরা। চলতি ডিপিএলে এর আগেও বিতর্কে জড়িয়ে ছিলেন সাকিব। জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভেঙে অনুশীলনে বাইরের বোলার এনে ছিলেন তিনি।

তবে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার পর আজ রান পেয়েছেন সাকিব। ২৭ বলে ৩৭ রান করেন মোহামেডানের অধিনায়ক। ব্যাটিং বিপর্যের পড়ার পরেও ১৪৫ রান সংগ্রহ করে মোহামেডান।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা মোহামেডানকে মোটামুটি ভালো শুরু এনে দেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও আব্দুল মজিদ। উদ্বোধনী জুটিতে দুজন সংগ্রহ করেন ৩৭ রান। তবে ইনিংস বড় করতে পারেননি দুই ওপেনারের কেউই। তানজিম হাসানের প্রথম শিকার হয়ে ২৬ রান করে ইমন ফিরে গেলে ভাঙে এই জুটি।

এরপর দৃশ্যপটে আসেন একেএস স্বাধীন। এই পেসারের বোলিং তান্ডবে একে একে ফিরে যান আব্দুল মজিদ, শামসুর রহমান শুভ ও ইরফান শুকুর। ১৬ রান করেন মজিদ, শামসুরের ব্যাট থেকে আসে ১ রান এবং শুকুর করেন ১৪ রান। ৬৮ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাকিব আল হাসান ও মাহমুদুল হাসান।

পঞ্চম উইকেটে ৪৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন দুই জন। ২৭ বলে ৩৭ রান করা সাকিবকে ফিরিয়ে দিয়ে এই জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর শুভাগত হোম ১ রান করে ফিরে গেলেও ইনিংসের শেষ পর্যন্ত উইকেটে থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন মাহমুদুল হাসান।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে মোহামেডান। ২২ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল। এছাড়া ১২ রান করেন আবু হায়দার রনি। আবাহনীর পক্ষে তিনটি উইকেট শিকার করেছেন স্বাধীন ও দুটি উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব।

সংক্ষিপ্ত স্কোর:

মোহামেডান স্পোর্টিং ক্লাব: ১৪৫/৬ (ওভার: ২০; মজিদ- ১৬, পারভেজ- ২৬, শুকুর- ১৪, সাকিব- ৩৭, মাহমুদুল- ৩০*,) (স্বাধীন- ৩-০-২৪-৩, তানজিম- ৪-০-১৭-২)

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...