মেকশিফট ওপেনারেই ভরসা

টি-টোয়েন্টি ক্রিকেটে মেকশিফট ওপেনার এখন বেশ প্রচলিত। মানে নিয়মিত ওপেনার বাদেও অন্য কোন ব্যাটসম্যানকে দিয়ে ওপেন করানো হলে ক্রিকেটীয় ভাষায় তাঁকে বলা হয় মেকশিফট ওপেনার। প্রতিপক্ষ  বা পরিস্থিতি বিবেচনায় আধুনিক ক্রিকেটে প্রায়ই এমন হতে দেখা যায়। তবে বাংলাদেশের ক্রিকেটে এই থিওরির বাস্তবায়ন দেখা যায়না খুব একটা।

টি-টোয়েন্টি ক্রিকেটেও বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট সবসময় নিয়মিত ওপেনারদের উপরই ভরসা রাখতে চেয়েছে। তবে দিনের পর দিন অনেককে দিয়ে চেষ্টা করেও কোন লাভ হচ্ছে। ওপেনার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে কেউই প্রত্যাশা পূরণ করতে পারছেনা।

তবে এবার বোধহয় প্রথা ভাঙতে চায় বাংলাদেশ দল। এশিয়া কাপের দলে ওপেনার রাখা হয়েছে মাত্র দুজন। এনামুল হক বিজয় এবং পারভেজ হোসেন ইমন। যদিও দুজনের কেউই এই ফরম্যাটে নিজেদের প্রমাণ করতে পারেননি এখনো। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল এশিয়া কাপের দলে ব্যাকআপ ওপেনার কোথায়?

এই প্রশ্নের উত্তরে মেকশিফট ওপেনারের কথা বলেছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন সাকিব, মুশফিক, মিরাজ, মাহেদী যে কেউই ওপেন করতে পারে। আর বাংলাদেশের অনুশীলনেও গত কয়েকদিন ধরে সেই চিত্রই দেখা যাচ্ছে।

মিরাজ, শেখ মেহেদীদের ব্যাটিং নিয়েও বেশ কাজ করতে দেখা যাচ্ছে। আর আজকের প্রস্তুতি ম্যাচে তো সত্যিই ওপেন করতে নামলেন মেহেদী হাসান মিরাজ। সবুজ দলের হয়ে মাহফিজুল রবিনের সাথে ব্যাট হাতে ইনিংস শুরু করতে নামেন মিরাজ। ব্যাট হাতে দুজনেই ভালো একটা শুরু এনে দিয়েছিলেন।

দুজনে মিলে গড়েন ৫৪ রানের ওপেনিং জুটি। ওদিকে মিরাজ খেলেছেন ২১ বলে ২৯ রানের ইনিংস। ফলে নতুন বলে মিরাজের ইনিংসটাকে একেবারে মন্দ বলা যায়না। যদিও দারুণ শুরু করা ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। সাকিবের বলে রিভার্স স্যুইপ করতে গিয়ে নিজের উইকেট দিয়ে এসেছেন মিরাজ।

ফলে আগামীকালকের প্রস্তুতি ম্যাচেও ওপেনার হিসেবে দেখা যেতে পারে মিরাজকে। মিরাজ নতুন বলে নিজেকে প্রমাণ করতে পারলে অবশ্য বাংলাদেশেরই লাভ। নিয়মিত ওপেনাররা সফল হতে না পারলে ব্যাকআপ ওপেনার হিসেবে এশিয়া কাপেও দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে।

ওদিকে মিরাজের সাথে সাথে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন শেখ মেহেদীও। সাকিবই এই অলরাউন্ডারের ব্যাটিং এর উপর ভরসা রাখতে চান। সেজন্যই তো আজ দুই দলের হয়েই ব্যাট করতে দেখা যায় তাঁকে। সবুজ দলের হয়ে ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেছেন শেখ মেহেদী। টি-টোয়েন্ট ক্রিকেটের সাথে মানিয়ে নিয়ে ১৬ বলে ৩১ রানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে।

এছাড়া শেখ মেহেদীকে আন্তর্জাতিক ক্রিকেটে এর আগেও মেকশিফট ওপেনার হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশ। যদিও বল হাতে এই ফরম্যাটে বাংলাদেশের অন্যতম কার্যকর স্পিনার তিনি। এবার ব্যাট হাতেও দায়িত্বটা নিতে শুরু করেছেন মেহেদী। ইনিংসের শেষে কিংবা পিঞ্চ হিটার হিসেবে ইনিংসের শুরুতেও দলকে দ্রুত কিছু রান এনে দেয়ার ক্ষমতা আছে তাঁর।  

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল দেশ ছাড়বে একদিন পরেই। এর আগে প্রস্তুতির সুযোগ বলতে শুধু আগামীকালকের ম্যাচই। সেখানেই দেশ ছাড়ার আগে শেষবারের মত ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাবেন মিরাজ, মেহেদীরা।

মেকশিফট ওপেনারদের দিকে আপাতত বেশি ভরসা করতে হচ্ছে অধিনায়ক সাকিব আল হাসানকে। কেননা আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই প্রস্তুতি ম্যাচেও রানের দেখা পাচ্ছেন না নিয়মিত ওপেনাররা। লাল দলের হয়ে বিজয় ও ইমন যথাক্রমে করেছেন ৪ ও ২১ রান। সেজন্যই মেকশিফট ওপেনাররাই এখন শেষ ভরসা।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link