হঠাৎ অনুশীলন দেখতে মিরপুরে সাকিব

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে তিনি নেই। তাই, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যখন টেস্ট ম্যাচ সামনে রেখে চলছে অনুশীলন, তখন তাঁর মাঠে থাকার কথা নয়।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে তিনি নেই। তাই, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যখন টেস্ট ম্যাচ সামনে রেখে চলছে অনুশীলন, তখন তাঁর মাঠে থাকার কথা নয়।

তবে, নামটা যখন সাকিব আল হাসান, তখন নিয়মের ব্যতিক্রম হতেই পারে। সাকিব হঠাৎ করেই চলে আসলেন মিরপুর।

খুব বেশি সময় ছিলেন না। ঘড়ির কাটা ধরে হয়তো সময়টা সর্বোচ্চ পাঁচ মিনিটের। সময়টা এতই অল্প যে অধিকাংশ ক্যামেরার লেন্সই খুঁজে পায়নি সাকিবকে।

এই সময়েই তিনি অনুশীলন দেখলেন টেস্ট দলের। কথা বললেন কোচ চান্দিকা হাতুরুসিংহের সাথেও। সব ঠিক ঠাক থাকলে আগামী ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে সাকিবই অধিনায়কত্ব করতেন।

তবে, সেটা হচ্ছে না। কারণ, ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে তিনি আঙুলে চোট পান। এর জন্য তিনি ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন।

সাকিব ছিলেন যুক্তরাষ্ট্রে। নিজের পরিবারের সাথে। সেখান থেকে দেশে ফিরেছেন সদ্যই। এখন পুরোদমে চলছে ৩৬ বছর বয়সী সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া। তাঁরই অংশ হিসেবে এসেছিলেন মিরপুরে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিস থেকে ইনডোরের মাঠে যান। সেখানে কোচের সাথে কথা বলেই উঠে পড়েন গাড়িতে।

টেস্ট দলে না থাকলেও আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে থাকবেন সাকিব। আগামী মাসে আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানেডে ও দু’টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। সব মিলিয়ে এখন সেই সিরিজের আগে ফিট হয়ে ফেরার চ্যালেঞ্জে আছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...