ক্রিকেটে টেস্ট ফরম্যাট বরাবরই সম্মানের। আর সেই টেস্ট বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়া আরো বেশি সম্মানের। তাইতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে মরিয়া পাকিস্তান দল। আর সেই মঞ্চে পৌঁছার রোডম্যাপ সম্পর্কে পাকিস্তানের টেস্ট ক্রিকেট অধিনায়ক শান মাসুদ তাঁর পরিকল্পনা জানিয়েছেন।
উইজডেন ক্রিকেটের একটি সাক্ষাৎকারে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের নেতৃত্ব দেয়ার ইচ্ছার কথা জানান মাসুদ। পাকিস্তান -ভারতের ম্যাচ সম্পর্কে মাসুদ বলেন, ‘পাকিস্তান অথবা ভারতে আমাদের যদি টেস্ট ম্যাচ থাকে, হোক সেটা আহমেদাবাদে অথবা পাকিস্তানে অথবা নিরপেক্ষ কোনো ভেন্যুতে, আমি বিশ্বাস করি ভারত- পাকিস্তানের ম্যাচ যেকোন স্টেডিয়ামের সব টিকিট বিক্রি করে দিতে সক্ষম।’
এ ব্যাপারে তিনি আরও বলেন, ‘আপনি পৃথিবীর সেরা দলের বিপক্ষেই খেলতে চাইবেন। আর ভারত পৃথিবীর অন্যতম সেরা দল। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। সম্প্রতি আমরা ভারত – ইংল্যান্ডের মধ্যকার উত্তেজনাপূর্ণ সিরিজ বেশ উপভোগ করেছি। সেটা ভারত-পাকিস্তানের মধ্যে হলে আরো দুর্দান্ত হবে। আর ভারতের বিপক্ষে পাকিস্তানকে নেতৃত্ব দেয়াটা সত্যিই সম্মানের।’
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরিকল্পনা নিয়ে মাসুদ বলেন, ‘আমাদের এখন অনেক কাজ করতে হবে। প্রথমত আমাদের ঘরের মাঠের সিরিজগুলো জিততে হবে। দেশের বাইরের সিরিজগুলো থেকেও পয়েন্ট পেতে হবে। আমরা এখনো সুবিধাজনক স্থানে আছি। পরবর্তী টেস্ট সিরিজের এখনো আট মাস বাকি আছে, তাই আমরা আমদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের সকল চেষ্টা করে যাবো।’
জানিয়ে রাখা ভাল, ২০২৩-২০২৫ সার্কেলের টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত শীর্ষ স্থান দখল করে আছে ভারত। নয় ম্যাচে ছয়টিতেই জয় পায় তাঁরা। শতকরা ৬৮.৫১ ভাগ ম্যাচেই জয় পেয়েছে ভারত। অপরদিকে, পাকিস্তান রয়েছে চতুর্থ স্থানে। তাঁরা পাঁচ ম্যাচে জয় পেয়েছে মাত্র দুইটিতে। শতকরা ৩৬.৬৬ ভাগ ম্যাচে জয়ের দেখা পায় শান মাসুদের দল।