নারীদের ক্রিকেটে অনন্য এক মাইলফলক গড়তে পারতেন বাংলাদেশের শারমিন আক্তার সুপ্তা। ওয়ানডে ফরম্যাটে প্রথম বাংলাদেশি নারী হিসেবে সেঞ্চুরিয়ান হতে পারতেন। পারেননি আইসিসির নীতিমালার কারণে।
ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে তাঁর এই ব্যাটিং তাণ্ডব দেখা যায় যুক্তরাষ্ট্রের নারীদের বিপক্ষে। যদিও ম্যাচটা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, পেয়েছে লিস্ট ‘এ’ স্বীকৃতি। জিম্বাবুয়েতে চলমান এই টুর্নামেন্টের কোনো ম্যাচেরই আন্তর্জাতিক স্বীকৃতি নেই।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের দু’টো সেঞ্চুরি আছে। দুই সেঞ্চুরিয়ান হলেন নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক পিংকি। দু’জনই মালদ্বীপের বিপক্ষে ২০১৯ এসএ গেমসে সেঞ্চুরি করেন। ওই ম্যাচে বাংলাদেশ ২০ ওভারে করেছিল ২ উইকেটে ২৫৫ করেছিল। জবাবে মালদ্বীপ অলআউট হয়েছিল মাত্র ছয় রানে।
নারীদের ওয়ানডেতে বাংলাদেশের সেরা তিন ইনিংস
- সালমা খাতুন: ৭৫, প্রতিপক্ষ ভারত (২০১৩)
- রুমানা আহমেদ ৭৫, প্রতিপক্ষ ভারত (২০১৩)
- শারমিন আক্তার সুপ্তা ৭৪, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (২০১৭)
শারমিনের নিজের আগের সর্বোচ্চ রান ছিল ৭৪। সেটা ২০১৭ সালের ঘটনা। কক্সবাজারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ইনিংসটি খেলেছিলেন তিনি। আন্তর্জাতিক ওয়ানডেতে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।
সর্বোচ্চ রানের ইনিংসের শীর্ষে যৌথভাবে আছেন দু’জন। তারা হলেন দুই অভিজ্ঞ ব্যাটার – সালমা খাতুন ও রুমানা আহমেদ। তালিকায় প্রথমেই থাকবে সাবেক অধিনায়ক সালমার নাম। সেটা ২০১৩ সালের ঘটনা। ভারতের বিপক্ষে আহমেদাবাদে ৭৫ রান করে অপরাজিত ছিলেন সালমা।
পরের ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে রুমানাও করেন ৭৫। সেটাও অনুষ্ঠিত হয় একই ভেন্যুতে। এবার এই দু’জনকে ছাড়িয়ে সেঞ্চুরি দিয়ে চূড়ায় উঠে যেতে পারতেন শারমিন আক্তার সুপ্তা, পারেননি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নীতিমালার কারণে।
শারমিন আগে থেকেই ওয়ানডেতে বাংলাদেশের প্রথম হাফ সেঞ্চুরিয়ান। ২০১১ সালে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম হাফ সেঞ্চুরি করেন। এবার করলেন সেঞ্চুরি।
জানিয়ে রাখা ভাল, আন্তর্জাতিক ক্রিকেটে ছেলেদের হয়ে বাংলাদেশের সেঞ্চুরির খরা কাটে ১৯৯৯ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১০১ রানের ইনিংস খেলেন ওপেনার মেহরাব হোসেন অপি।
আমেরিকার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মারকুটে ছিল সুপ্তার ব্যাট। নিজের ক্যারিয়ারের ২৬ তম ম্যাচ খেলতে নেমে ১১৮ তম ডেলিভারিতে নয়টি চারের সৌজন্যে সেঞ্চুরি করেন ডান হাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত ১১ টি চারের সৌজন্যে ১৪১ বলে খেলে ১৩০ রান করে অপরাজিত থাকেন তিনি।
তাঁর এই দানবীয় ইনিংসের সুবাদে তিনশ’র ওপর রান তুলল বাংলাদেশের মেয়েরা। ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩২২ রান করে তাঁরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে তিন উইকেটে হারায় বাংলাদেশের মেয়েরা।