বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা

অনেক জল্পনা-কল্পনার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ মাঠে নামবে ১৭ অক্টোবর। প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। প্রথম রাউন্ডে বাংলাদেশ আছে ‘বি’ গ্রপে। সেখানে বাংলাদেশের অপর ‍দু’টি ম্যাচ ১৯ ও ২১ অক্টোবর। প্রতিপক্ষ যথাক্রমে ওমান ও পাপুয়া নিউগিনি।

অনেক জল্পনা-কল্পনার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ মাঠে নামবে ১৭ অক্টোবর। প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। প্রথম রাউন্ডে বাংলাদেশ আছে ‘বি’ গ্রপে। সেখানে বাংলাদেশের অপর ‍দু’টি ম্যাচ ১৯ ও ২১ অক্টোবর। প্রতিপক্ষ যথাক্রমে ওমান ও পাপুয়া নিউগিনি।

১৭ অক্টোবর থেকে ওমানে শুরু হবে বিশ্বকাপের প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ওমানে। উদ্বোধনী দিনে বাংলাদেশ-স্কটল্যান্ড ছাড়াও মাঠে নামবে স্বাগতিক ওমান। তাঁদের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি।

প্রথম রাউন্ডে অংশ নেবে আটটি দল। দল গুলো হলো বাংলাদেশ, শ্রীলঙ্কা, নামিবিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। প্রথম রাউন্ডে গ্রুপ ‘বি’ তে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। আর ‘এ’ গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা।

প্রথম রাউন্ডের খেলা শেষ হবে ২২ অক্টেবর। সেখানে প্রতি গ্রুপ থেকে দু’টি করে দল যাবে মূল পর্বে। প্রতিটা গ্রুপের চ্যাম্পিয়ান দল ও রানারআপ দল খেলবে মূল পর্বে। বিশ্বকাপের মূল পর্বে সরাসরি অংশ নেবে আটটি দেশ। বাকি আটটি দেশ হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড আফগানিস্তান এবং ভারত। ২৪ অক্টোবর থেকে শুরু হবে ‘সুপার টুয়েলভ’-এর মূলপর্ব।

ঘোষিত সূচি অনুযায়ী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। প্রায় দুই বছর পর বিশ্বকাপে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এর আগে ২০১৯ সালের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল।

বিশ্বকাপের মূল পর্ব বা দ্বিতীয় রাউন্ড শুরু হবে ২৩ অক্টোবর থেকে। ২৪ অক্টোবর ভারত ও পাকিস্তান লড়াইয়ের পর আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দুবাইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় রাউন্ডে গ্রুপ ‘এ’-তে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাথে খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ান দল ও ‘বি’ গ্রুপের রানারআপ দল। আর গ্রুপ ‘বি’ তে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সাথে খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ান দল ও ‘এ’ গ্রুপের রানার্সআপ দল।

দ্বিতীয় রাউন্ডের দুই গ্রুপ থেকে চারটি দল যাবে বিশ্বকাপের সেমিফাইনালে। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আবুধাবিতে ১০ নভেম্বর ও দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে দুবাইয়ে ১১ নভেম্বর। দুটি সেমিফাইনালের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু গুলো হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম ও শারজাহ স্টেডিয়াম এবং ওমান অ্যাকাডেমি গ্রাউন্ড। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং

  • প্রথম রাউন্ড

গ্রুপ ‘এ’ : শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া

গ্রিপ ‘বি’ : বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান

  • মূল পর্ব

গ্রুপ ‘এ’: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ান দল ও ‘বি’ গ্রুপের রানার্সআপ দল।

গ্রুপ ‘বি’: ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ান ও ‘এ’ গ্রুপের রানার্সআপ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...