ভদ্রলোকের খেলা ক্রিকেট, ভুলে গিয়েছিলেন তাইজুল

তাইজুল ক্ষোভে ফুঁসছিলেন। কেন ব্যাট-বলের সংঘর্ষ অঙ্কন শুনতে পারেননি, সেটা নিয়ে তিনি বেশ বকাঝকাও করেন অঙ্কনকে।

একজন অভিষিক্ত উইকেটরক্ষকের সাথে কি এই আচরণ আদৌ করতে পারেন তাইজুল ইসলাম? প্রশ্ন করা যেতেই পারে। বাংলাদেশ ক্রিকেটে সিনিয়রিটির মূল্য দিতে গিয়ে আইসিসি ইভেন্ট জলাঞ্জলি দিতে হয়েছে বহুবার, এবার ততটা না হলেও একটা রিভিউ হারিয়েছে বাংলাদেশ। একই সাথে তাইজুল ইসলামের আচরণ নিয়ে উঠেছে বিরাট রকমের প্রশ্ন।

তাইজুল ইসলামের বলে কাট করতে গিয়েছিলেন ট্রিস্টান স্টাবস। ব্যাটে বলে হয়নি। বল উইকেটের পেছনে দাঁড়ানো মাহিদুল ইসলাম অঙ্কনের হাতে জমা হয়। তেমন কোনো আবেদন ছিল না। কেবল তাইজুল ইসলামই যা একটু উৎসাহী ছিলেন।

মিডি অন থেকে দৌড়ে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেটরক্ষক অঙ্কন বলেন, ‘আমার কানে লাগেনি।’ মানে বল ব্যাটে লেগেছে কি না, তিনি নিশ্চিত না। দ্বিধাদ্বন্দ্বে ভোগা শান্ত রিভিউ নিয়ে নেন তাইজুলের চাপে।

তাইজুল ক্ষোভে ফুঁসছিলেন। কেন ব্যাট-বলের সংঘর্ষ অঙ্কন শুনতে পারেননি, সেটা নিয়ে তিনি বেশ বকাঝকাও করেন অঙ্কনকে। টেলিভিশনের পর্দায় এই দৃশ্য গোটা দেশবাসী দেখেছে। এর কিছুক্ষণ আগেই তাইজুলের বলে স্ট্যাম্পিং মিস করেন অঙ্কন, সেই রাগটাও সম্ভবত পুষে রেখেছিলেন তাইজুল। ক্রিকেট যে ভদ্রলোকের খেলা সেটা হয়ত তাইজুল ভুলেই গিয়েছিলেন।

যদিও, রিভিউ নিয়ে লাভ হয়।আলট্রা এজে আম্পায়ার নিতিন মেনন দেখতে পান, বল আর ব্যাটের মধ্যে কোনো রকম স্পর্শই হয়নি। মানে অঙ্কনই ঠিক ছিলেন। বরং, তাইজুলের কথা শুনে ভুল করেছেন শান্ত। অহেতুক একটা রিভিউ হারায় বাংলাদেশ দল।

একদিন আগেই তাইজুল ইসলাম বলেছিলেন, টেস্টের অধিনায়কত্ব নিতে তিনি পুরোপুরি তৈরি। অধিনায়কত্ব বলতে তাইজুল আসলে কি বোঝেন সেটা বোধগম্য নয়। অধিনায়ককে তো সবাইকে সাথে নিয়ে চলতে হয়। সবার কথা শুনে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। অধিনায়কত্ব মানে তো নিজের বোধটাই সবার ওপর চাপিয়ে দেওয়া নয়, অধিনায়কত্ব মানেই তো যেমন ইচ্ছা তেমন আচরণ করা নয়।

Share via
Copy link