সাকিবের এখন দোটানার জীবন

কিন্তু সেই সাকিবই এখন জানেন না আফগানিস্তানের বিপক্ষে তিনি দলে থাকবেন কি-না।

দোটানার এক জীবন এখন সাকিব আল হাসানের। অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু সেই সাকিবই এখন জানেন না আফগানিস্তানের বিপক্ষে তিনি দলে থাকবেন কি-না। সময়ের অদ্ভুত মারপ্যাচে দেশসেরা খেলোয়াড় এখন দ্বিধাগ্রস্ত।

ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলে বিদায় নিতে চাইলেন। নানা ঘটনা প্রবাহে সে ইচ্ছেটা আর পূরণ হল না সাকিবের। দেশে আসতে চাইলেও, মাঝপথে থামতে হয়েছে। রাজনৈতিক কারণেই বাধাপ্রাপ্ত হয়েছে সাকিব। যদিও, তার নিরাপত্তার বিষয়টিও ছিল অনেক বড় কারণ।

তবে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হবে ওয়ানডে সিরিজ। সেখানে খেলতে অবশ্য বাঁধা নেই সাকিব আল হাসানের। এমনকি তিনি খেলার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন খোদ সাকিব। ক্রিকেটভিত্তিক এক সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘আমি কিভাবে বলব (আফগানিস্তানের বিপক্ষে খেলা প্রসঙ্গে), বিসিবি বলতে পারবে।

একটা ধারণা ছিল, সাকিব ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি খেলবেন ওয়ানডে ক্রিকেট। যেহেতু ইতোমধ্যেই তিনি বাকি দুই ফরম্যাট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিই হতে পারত তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। লাল-সবুজ জার্সি গায়ে তিনি শেষবার বৈশ্বিক কোন আসরে অংশ নেবেন কি-না সে নিশ্চয়তা এখন নেই।

তবে সাকিব ওয়ানডে স্কোয়াডে যুক্ত হলেও প্রশ্নের উৎপত্তি ঘটতে পারে। গেল বছরের নভেম্বরে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব। এই সময়ের মধ্যে বাকি দুই ফরম্যাটে বলার মত পারফরমেন্সের দেখা মেলেনি তার কাছ থেকে। এমন পরিস্থিতিতে তিনি হয়ত নামের ভারে কিংবা অভিজ্ঞতার জোরে খেলে ফেলবেন। কিন্তু তাতে দলের ফায়দা নিশ্চয়ই হবে না।

তবে দলের লাভের চাইতেও বাংলাদেশ ক্রিকেটে আবেগ প্রাধান্য পেয়েছে বেশি। সাকিব দোটানায় রয়েছেন বটে। কিন্তু টিম ম্যানেজমেন্ট হয়ত তাকে নিয়ে দোটানায় নেই। সেসব উত্তর স্কোয়াড ঘোষণার সাথেই পরিষ্কার হবে নিশ্চয়ই।

Share via
Copy link