ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভারতীয় ক্রিকেটে উপহার দিয়েছে অনেক তরুণ তারকাদের।
আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি বিশ্বের সেরা ক্রিকেটারদের সাথে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ এগিয়ে দিয়েছে তরুণ ক্রিকেটাদের। কিন্তু তা সত্ত্বেও রঞ্জি ট্রফির আবেদন বিন্দুমাত্র কমেনি ভারতীয় নির্বাচকদের কাছে। টেস্ট দলের যোগ্য ক্রিকেটারদের বেছে নেয়া হয় রঞ্জি ট্রফি থেকেই। আসুন আজকে দেখি ফেলি এমন ভারতীয় টেস্ট একাদশ যে দলের কেউই আইপিএলে মাঠে নামেননি।
- মোহাম্মদ আজহারউদ্দিন
মোহাম্মদ আজহারউদ্দিন নামটাই যথেষ্ট ভারতীয় ক্রিকেটে সাড়া জাগানোর জন্য। নতুন আজহারও জানিয়ে দিয়েছেন ‘আজহারউদ্দিন’ নামের মর্যাদা রাখার সামর্থ্য তার আছে। কেরালার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলে থাকেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ৫৪ বলে ১৩৭ রানের ইনিংস খেলে রেকর্ডবুকে উলটপালট বইয়ে দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ২০২১ আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাকে দলে ভেড়ালেও এখনো মাঠে নামা হয়নি তার।
- প্রিয়াঙ্ক পাঞ্চাল
আইপিএলে না খেললে ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফির নিয়মিত পারফর্মার প্রিয়াঙ্ক পাঞ্চাল। পাঁচ দিনের ক্রিকেটে ভারতের ভবিষ্যত ওপেনার ভাবা হয় তাকে। ২০১৬-১৭ মৌসুমে রঞ্জি ট্রফিতে গুজরাটকে শিরোপা জিতিয়েছিলেন একা হাতে। ১৩১০ রান করে হয়েছিলেন সর্বোচ্চ রানসংগ্রাহক। ওপেনিংয়ে তাই আজহারউদ্দিনের সঙ্গী হিসেবে ধীরস্থির পাঞ্চাল।
- অভিমন্যু ঈশ্বরণ
গত কয়েকবছরে ভারত এ দল, রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফি, সৈয়দ মুশতাক আলি ট্রফিতে রানের বন্যা ছুটিয়েছেন বাংলার সাবেক অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। শ্রীলংকা এ দলের বিপক্ষে খেলেছিলেন ২৩৩ রানের অনবদ্য এক ইনিংস। সুযোগ পেয়েছিলেন ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরেও কিন্তু ইনজুরির কারণে ফিরে আসতে হয় কোনো ম্যাচ না খেলেই। বর্তমানে জাতীয় দলের সাথে আছেন ইংল্যান্ডে। সব ফরম্যাটেই সমানভাবে রান করে যাওয়া ঈশ্বরণের আইপিএলে সুযোগ না পাওয়া কিছুটা বিস্ময়কর।
- বাবা অপরাজিত (অধিনায়ক)
তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএল) এক ম্যাচে ৬৩ বলে ১১৮ রান করার পর তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন প্রয়াত ডিন জোন্স। সেই অনুর্ধ্ব-১৯ পর্যায় থেকে যেখানেই সুযোগ পেয়েছেন রান করে গেছেন একই গতিতে। তবে বাবা অপরাজিতের আইপিএল ভাগ্য বরাবরই খারাপ। টানা পাঁচ সিজন সাইডবেঞ্চে বসেই কাটাতে হয়েছে তাকে। চেন্নাই সুপার কিংস, রাইজিং পুনে সুপারজায়ান্টস, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মতো দলে থাকলেও কখনো মাঠে নামার সৌভাগ্য হয়নি তামিলনাড়ুর এই ব্যাটসম্যানের।
- অভি বারোট
সৌরাষ্ট্রের ওপেনার অভি বারোট ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন। এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছিলেন সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায়। গোয়া বিপক্ষে খেলেছিলেন ৫৩ বলে ১২২ রানের অসাধারণ এক ইনিংস।
- পবন দেশপান্ডে
ভারতীয় ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ কর্নাটকের পবন দেশপান্ডে। বাঁহাতি এই ব্যাটসম্যান বাঁহাতে স্পিনও করতে পারেন দারুণ। বিজয় হাজারে ট্রফিতে অনবদ্য পারফর্ম করায় ২০১৮ মৌসুমে তাকে দলে ভেড়ায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কিন্তু এখনো বিরাট কোহলির দলের হয়ে মাঠে নামার সুযোগ হয়নি তার।
- রবিশ্রীনিবাসন সাই কিশোর
গত কয়েকবছর ধরেই ভারতীয় ক্রিকেট দলের আশেপাশেই ঘুরাঘুরি করছিলেন সাই কিশোর। স্পিন বোলিং এই অলরাউন্ডার ছিলেন সর্বশেষ শ্রীলংকা সফরেও ভারতীয় দলের স্কোয়াডে ছিলেন। ২০১৮-১৯ মৌসুমের রঞ্জি ট্রফিতে ২২ উইকেট নিয়ে তামিলনাড়ুর সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি।
- আশুতোষ আমান
বিহারের এই ক্রিকেটার গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে নিজের রাজ্যকে এগিয়ে নিচ্ছেন একাই। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সমান পারদর্শী এই ক্রিকেটার। সর্বশেষ রঞ্জি ট্রফিতে ৩৯৫ রানের পাশাপাশি নিয়েছিলেন ৬৮ উইকেট।
- ইশান পোড়েল
পশ্চিমবঙ্গ ক্রিকেটের নতুন পেস সেনসেশন ইশান পোড়েল। অনুর্ধব-১৯ দল থেকে শুরু করে ভারত এ দল সবজায়গাতেই দুরন্ত গতি দিয়ে ঘায়েল করেছেন ব্যাটসম্যানদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে জায়গা পেলেও ইনজুরির কারণে ফিরে আসতে হয় শূন্য হাতেই। সর্বশেষ আইপিএলে তাকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। কিন্তু ইনজুরির কারণে এখনো মাঠে নামা হয়নি তার।
- গানেশন পেরিয়াস্বামী
পেরিয়াস্বামীর ক্রিকেটে আসার গল্পটা অনুপ্রেরণাদায়ক। মালিঙ্গার মতো স্লিঙ্গিং অ্যাকশনে বল করা এই ক্রিকেটার প্রথম প্রচারের আলোয় আসেন তামিলনাড়ুর প্রিমিয়ার লিগের আলো ছড়িয়ে। দারুণ গতির সাথে বিষাক্ত ইয়র্কার দিতে পটু এই পেসার।
- অর্জন নাগওয়াসওয়ালা
অস্ট্রেলিয়া সফরে স্ট্যান্ডবাই ক্রিকেটারদের তালিকায় অর্জনের নাম দেখে চমকে উঠেছিলেন সবাই। ঘরোয়া ক্রিকেটে খুব বেশি ম্যাচ না খেললেও প্রতিভা দিয়ে ঠিকই নজর কেড়েছেন নির্বাচকদের। আসন্ন ইংল্যান্ড সফরের দলেও আছেন তিনি। কোনো ম্যাচে খেলতে নেমে পড়লেও অবাক হবেন না যেন।