সাকিবের ‘বিকল্প’ খোঁজার মিশন

তবে মিরপুরে যেন উল্টোচিত্র। একেবারে নিস্তব্ধ একটা মাঠ। ক্যামেরার লেন্সে কাউকে খুঁজে পাওয়া কঠিন। কেননা বিশ্বকাপের আগে বাংলাদেশ তাঁদের প্রস্তুতিটা সেড়ে নিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাইয়ের উদ্দেশ্যে আজই ১৭ জনের দল রওনা হয়েছেন। অধিকাংশ ক্রিকেটারই যে যার বাসা থেকে বিমানবন্দরে গিয়েছেন। তবে কয়েকজন মিরপুর থেকেও রওনা হয়েছেন বিমানবন্দরের উদ্দেশ্যে।

আগামীমাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ফলে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই সময়টায় মিরপুরে ব্যস্ত সময় কাটানোর কথা সবার। ক্রিকেটাররা দল বেঁধে অনুশীলন করবেন, সাংবাদিকরা খবরের জন্য ছুটবেন। প্রচন্ড আগ্রহ নিয়ে আসা দর্শক দেয়াল টপকে ভিতরে দেখার চেষ্টা করবে। সবমিলিয়ে একটা সরগরম হোম অব ক্রিকেট।

তবে মিরপুরে যেন উল্টোচিত্র। একেবারে নিস্তব্ধ একটা মাঠ। ক্যামেরার লেন্সে কাউকে খুঁজে পাওয়া কঠিন। কেননা বিশ্বকাপের আগে বাংলাদেশ তাঁদের প্রস্তুতিটা সেড়ে নিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাইয়ের উদ্দেশ্যে আজই ১৭ জনের দল রওনা হয়েছেন। অধিকাংশ ক্রিকেটারই যে যার বাসা থেকে বিমানবন্দরে গিয়েছেন। তবে কয়েকজন মিরপুর থেকেও রওনা হয়েছেন বিমানবন্দরের উদ্দেশ্যে।

বিসিবির ছোট বাসে করে দুপুরে একাডেমী ভবন থেকে দেশ ছেড়েছেন শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেনরা। তাঁরাই যেন আজ ছিলেন মিরপুর স্টেডিয়ামের প্রাণ। তবে দল দেশ ছাড়ার পর আসলে একেবারেই নিস্তবধ হয়ে পড়বে মিরপুর স্টেডিয়াম।

 

দুবাইয়ে বিশ্বকাপের প্রস্তুতি ছাড়াও আরেকটা মিশন আছে বাংলাদেশ দলের। সেটা হল সাকিব আল হাসানের বিকল্প খুঁজে বের করা। সাকিবের পারফরম্যান্স নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। তবে, ভবিষ্যতের ভাবনা ভাবতে তো তো সমস্যা নেই।

অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় দুবাই সফরে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নুরুল হাসান সোহান। ইনজুরি থেকে ফিরে আবার দলের সাথে যুক্ত হয়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। সাকিবের অনুপস্থিতির বিষয়ে দেশ ছাড়ার আগে তিনি বলেন, ‘অবশ্যই, সাকিব ভাইয়ের মতো খেলোয়াড়কে সবাই সবসময় দলে চায়। তবে তার অনুপস্থিতি আরেকজনের জন্য সুযোগ, যে তার জায়গায় খেলবে সে নিজেকে প্রমাণ করতে পারে।’

অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলবেন সোহানরা। আর সেখান থেকেই জয়ের অভ্যাসটা গড়ে তুলতে চান তিনি। দুবাইয়ের বিমানে ওঠার আগে তিনি বলেছেন, ‘আমরা গত কয়েকটি ম্যাচ হেরেছি, কিন্তু জয়টা অভ্যাসে পরিণত করা গেলে দলের কম্বিনেশন ও চেহারা বদলে যাবে। লক্ষ্য থাকবে যেন আমরা সে কাজটাই করতে পারি।’

ওদিকে অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি কেন সংযুক্ত আরব আমিরাতে অনেকেই এমন প্রশ্ন তুলেছিলেন। আসলে মিরপুরের বৃষ্টি এড়াতেই এমন ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। আর দু’টি টি-টোয়েন্টি ম্যাচ থাকছে বোনাস হিসেবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছিল, আগামী ২৫ ও ২৭  সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...