আর এক বছর দায়িত্বে থাকবেন বিসিবি সভাপতি

দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশ্বকাপের ব্যর্থতার গল্প ভুলে বাংলাদেশ দলের মনোযোগ এখন নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের সিরিজে। তবে ইনজুরি এবং ব্যক্তিগত কারণে গুরুত্বপূর্ণ অনেক সদস্য নেই কিউই সিরিজের স্কোয়াডে। যদিও খেলার চেয়ে খেলার বাইরের ঘটনা নিয়েই এখন যত আলোচনা; সাকিব আল হাসানের নির্বাচনে অংশগ্রহণ, তামিম ইকবালের ফিটনেস-সাগা নিয়ে আগ্রহের কমতি নেই কারও।

এরই মাঝে ঘটেছে আরেক চাঞ্চল্যকর ঘটনা; দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। নিজ বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে দেখা করে তিনি বলেন, ‘এই টার্ম (বিসিবি বস) তো আর বেশিদিন নাই; আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর আছি।’

ঘটনার সূত্রপাত হয়েছে তামিমকে দিয়ে; এদিন পাপনের সঙ্গে দেখা করতে তাঁর বাসায় যান এই ব্যাটার। এরপর কাজ সেরে তিনি চলে গেলে বাসার সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বোর্ড সভাপতি। সেখানেই তিনি ইঙ্গিত দেন নিজের সমাপ্তির। তবে যাওয়ার আগে দেশের ক্রিকেটের উন্নয়নে কঠিন কিছু সিদ্ধান্ত নিবেন এমনটাও জানান।

তিনি বলেন, ‘যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব। যা যা করা দরকার এটা আমি করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানি না। আমি যেটা মনে করি, এটা করা দরকার, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নিব।’

এই ক্রিকেট কর্তা আরও যোগ করেন, ‘একেক জন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন নিব এসবের মধ্যে আমি নাই। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’

অবশ্য তামিমের সঙ্গে কি কথা হয়েছে সেটা নিয়ে মুখ খোলেননি তিনি। এই তারকা নিজেও জানাননি কিছুই; যদিও বিশেষ কিছু একটা ঘটতে চলেছে বলেই ধারণা সবার, বিসিবি প্রধানের কথাতেও মিলেছে সেই আভাস।

তিনি বলেন, ‘তামিম কিছু কথা বলেছে। আমি কারোর কথায় কিছু করব না, আগে আমাকে নিজেকে জানতে হবে, সমস্যাটা কোথায়। সবার সাথে কথা বলব, সবকিছু জানব তারপর নিজে সিদ্ধান্ত নেব। বিপিএলের পরে সব ইনফরমেশন পেয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেব। যেটা ক্রিকেটের জন্য ভালো হবে সেটাই করব।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...