ভারতের যুব ব্রিগেড

ভারতের পাইপলাইনে প্রচুর খেলোয়াড় আছে বর্তমানে। সম্প্রতি ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সফরের জন্য তারা ভিন্ন ভিন্ন দুইটি দল ঘোষণা করেছে! যেটা প্রমাণ করে তাদের পাইপলাইন কতটা শক্তিশালী। অনেক তরুন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট সহ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করে জায়গা করে নিচ্ছেন জাতীয় দলে।

বেশ কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে অনেক খেলোয়াড় তৈরি করেছে ভারত। যেটা খুব অল্প কিছু দেশই করতে পেরেছে।

ভারতের পাইপলাইনে প্রচুর খেলোয়াড় আছে বর্তমানে। সম্প্রতি ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সফরের জন্য তারা ভিন্ন ভিন্ন দুইটি দল ঘোষণা করেছে! যেটা প্রমাণ করে তাদের পাইপলাইন কতটা শক্তিশালী। অনেক তরুন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট সহ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করে জায়গা করে নিচ্ছেন জাতীয় দলে।

এখন আমরা আলোচনা করবো ভারতের তরুণ ক্রিকেটারদের নিয়ে যাদের বয়স ২১ বছরের কম। চেষ্টা করবো অনুর্ধ্ব ২১ খেলোয়াড়দের নিয়ে একটি সেরা একাদশ তৈরির।

  • পৃথ্বী শ

স্কুল ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে সুনাম অর্জন করেছিলেন তরুন ভারতীয় ওপেনার পৃথ্বি শ। মুম্বাইয়ের এই তরুন তুর্কিকে অনেকেই ‘নিউ শচিন টেন্ডুলকার’ হিসেবেও আখ্যা দেন। মুম্বাইয়ের হ্যারিস শিল্ড টুর্নামেন্টে এক ম্যাচে ৫৪৬ রান করে স্কুল ক্রিকেটে রেকর্ড গড়ার পর সবার নজরে আসেন পৃথ্বি। আন্ত-স্কুল টুর্নামেন্ট হ্যারিস শিল্ডে অনুর্ধ্ব-১৬ তে ১৪ বছর বয়সী পৃথ্বি শ এই কীর্তি গড়েন।

  • শুভমান গিল

ভারতীয় ক্রিকেটে বর্তমানে তরুন ওপেনার হিসেবে টেকনিক্যালি বেশ ভালো একজন ব্যাটসম্যান শুভমান গিল। ২০১৯ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। পাকিস্তানের বিপক্ষে অনূর্দ্ধ-১৯ দলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলার পর রাহুল দ্রাবিড়, শচিন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মন ও সৌরভ গাঙ্গুলির প্রশংসা কু্ঁড়িয়েছিলেন এই তরুন তুর্কি। ম্যাচের অবস্থা বুঝে দ্রুত রান তোলার পাশাপাশি ডিফেন্সিভ ক্রিকেটও খেলেন তিনি।

  • দেবদূত পাদ্দিকাল

২৮ নভেম্বর ২০১৮। কর্ণাটকের হয়ে ২০১৮-১৯ রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হন দেবদূত পাদ্দিকাল। এরপর ২০১৯ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাকে দলে নেয়। এরপর ২০২১ সালে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে কর্ণাটকের হয়ে খেলার সুযোগ পান তিনি।

  • যশস্বী জসওয়াল

২০১৯ বিজয় হাজারে ট্রফিতে টানা তিন সেঞ্চুরি করে সবার নজর কাড়েন এই তরুন ওপেনার। লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। পরবর্তীতে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভার‍তের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে ফাইনালে তোলেন।

  • ধ্রুব জুরেল

উত্তর প্রদেশের উইকেটরক্ষক এবং মিডল অর্ডার ব্যাটসম্যান ধ্রুব জুরেল। ২০২১ সালের ১০ জানুয়ারি সৈয়দ মুশতাক আলি ট্রফিতে উত্তর প্রদেশের হয়ে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হন তিনি। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে সহ অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি।

  • প্রিয়ম গার্গ

২০১৮-১৯ বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশের হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষিক্ত হন প্রিয়ম গার্গ। ২০১৮ সালের এক নভেম্বর রঞ্জি ট্রফিতে উত্তর প্রদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হন গার্গ। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেন তিনি।

  • ওয়াশিংটন সুন্দর

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে নতুন মুখ অফ স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ২০১৭ সালের ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। ২০১৭ সালেই আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলার সুযোগ পান সুন্দর। এরপরের আসর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাকে দলে কিনে নেয় এবং এখন পর্যন্ত তিনি ব্যাঙ্গালুরুর হয়েই খেলছেন।

  • আব্দুল সামাদ

ঘরোয়া ক্রিকেটে জম্মু-কাশ্মীরের হয়ে খেলে থাকেন আব্দুল সামাদ। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন তিনি। গত আসরের আইপিএলে দুবাই এবং আবুধাবিতে নিজের হিটিং অ্যাবিলিটি দিয়ে মুগ্ধ করেছিলেন সবাইকে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এক ম্যাচে শেষ ওভারে বোলিং করে নিজের ম্যাচুরিটি প্রমাণ করেছিলেন তিনি।

  • রবি বিষ্ণয়

রবি বিষ্ণয় ঘরোয়া ক্রিকেটে রাজস্থান রয়্যাল এবং আইপিএলে খেলেন পাঞ্জাব কিংসের হয়ে। ২০২০ অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন তিনি। ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। ২০২০ আইপিএলে পাঞ্জাব কিংস তাকে দলে ভেড়ায়।

  • কার্তিক ত্যাগি

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সবশেষ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন ত্যাগি। তার আগ্রাসী বোলিং দিয়ে ভুগিয়েছিলেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। সবশেষ ভারতের অস্ট্রেলিয়া সফরে যাওয়া অতিরিক্ত চার বোলারের একজন ছিলেন ত্যাগি।

  • কমলেশ নাগরকটি

২৬ ফেব্রুয়ারি ২০১৭। বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। ২৬ সেপ্টেম্বর ২০২০ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হন তিনি। ভারতের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার চার অতিরিক্ত বোলারের একজন ছিলেন নাগরকটি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...