অদম্য সেঞ্চুরির দৌঁড়

বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরিটা আজকে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এর মধ্যেও কয়েকজন ব্যাটসম্যান আছেন যারা প্রায় নিয়মিতই ৫০ ওভারের ক্রিকেটের সেঞ্চুরির দেখা পাচ্ছেন না। আর শুধু দেখা পাওয়াই নয়, দ্রুততম সময়ে সেঞ্চুরির মাইলফলকে পৌঁছে গড়েছেন রেকর্ড। আজকে সেসব ব্যাটসম্যানদের কথা বলবো - যারা দ্রুততম সময়ে ১৪ টি সেঞ্চুরি করেছেন ওয়ানডে ক্রিকেটে।

আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি মানেই ব্যক্তিগত অর্জনে বিরাট সাফল্য। সাদা পোশাকে এর জন্যে অনেক সময় পাওয়া গেলেও সংক্ষিপ্ত ফরম্যাটে ওভার নির্দিষ্ট থাকায় সেঞ্চুরি পেতে অনেকটাই দ্রুত রান তুলতে হয়। কেউ কেউ সেঞ্চুরিকে ক্যারিয়ারে নেশার মতো বানিয়ে ফেলেন।

বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরিটা আজকে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এর মধ্যেও কয়েকজন ব্যাটসম্যান আছেন যারা প্রায় নিয়মিতই ৫০ ওভারের ক্রিকেটের সেঞ্চুরির দেখা পাচ্ছেন না। আর শুধু দেখা পাওয়াই নয়, দ্রুততম সময়ে সেঞ্চুরির মাইলফলকে পৌঁছে গড়েছেন রেকর্ড। আজকে সেসব ব্যাটসম্যানদের কথা বলবো – যারা দ্রুততম সময়ে ১৪ টি সেঞ্চুরি করেছেন ওয়ানডে ক্রিকেটে। শুধু পুরুষদের ক্রিকেট নয়, নারীদের প্রতিনিধিও আছে এই তালিকায়।

  • বিরাট কোহলি (ভারত)

বর্তমান সময়ে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তিন ফরম্যাটেই তিনি আছেন সেরাদের তালিকায়। ৩২ বছর বয়সেই নিজেকে নিয়ে গেছেন গ্রেটদের তালিকায়। বিরাট কোহলি তাঁর ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ৪৩ টি সেঞ্চুরি করেছেন ওয়ানডেতে। এই ৪৩ টি সেঞ্চুরি করতে তিনি খেলেছেন ১০৩ ইনিংস। ২৫৪ ওয়ানডেতে বিরাটের ঝুলিতে আছে ১২১২৯ রান! ৫৯ গড় আর ৪৩ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৬২টি ফিফটি।

  • ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার টপ অর্ডারে অজিদের অন্যতম ভরসা। ৩৪ বছর বয়সী এই ওপেনার অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ১২৮ টি ওয়ানডে খেলেছেন। এই ১২৮ ওয়ানডে ম্যাচে ৪৫.৪৫ গড়ে ৫৪৫৫ রান সংগ্রহ করেছেন তিনি। ১৮ সেঞ্চুরির সাথে করেছেন ২৩টি ফিফটি। ওয়ার্নার তাঁর ক্যারিয়ারের প্রথম ১৪টি সেঞ্চুরি করেছিলেন ৯৮ ইনিংসে! ওয়ানডেতে তার সর্বোচ্চ স্কোর ১৭৯ রান।

  • হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা ওপেনার হিসেবেই পরিচিত হাশিম আমলা। ১৮১ ওয়ানডেতে ৪৯.৪৬ গড়ে ৮১১৩ রান করেছেন আমলা। ক্যারিয়ারে ২৭ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৩৯টি ফিফটি। হাশিম আমলা তাঁর ক্যারিয়ারের প্রথম ১৪টি সেঞ্চুরি করতে খেলেছেন ৮৪টি ইনিংস। তাঁর সময়ের অন্যতম সেরা ওপেনার হিসেবেই পরিচিতি ছিলো আমলার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে।

  • মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার নারী দলের টপ অর্ডারে অন্যতম ভরসার নাম মেগ ল্যানিং। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪টি সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। আর এই ১৪টি সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ৮২টি ইনিংস। বাবর আজম ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে তার এই রেকর্ড টপকে যায়। বাবরের সাথে ল্যানিংয়ের ইনিংস ব্যবধানটা মাত্র একের! ৮৫ ওয়ানডেতে প্রায় ৫৪ গড়ে ৩৯২৫ রান করেছেন ল্যানিং।

  • বাবর আজম (পাকিস্তান)

ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪টি সেঞ্চুরির দেখা পেয়েছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। সবচেয়ে কম ইনিংস খেলে ১৪টি সেঞ্চুরির মালিক তিনি। এই ১৪টি সেঞ্চুরি করতে বাবর আজম খেলেছেন ৮১ টি ইনিংস। যা এই তালিকার অন্যান্য ব্যাটসম্যানদের চেয়ে কম। এই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন বর্তমান সময়ে ওয়ানডের সেরা এই ব্যাটসম্যান। ওয়ানডেতে ৮৩ ম্যাচ খেলে প্রায় ৫৭ গড়ে ৩৯৮৫ রান করেছেন বাবর। ১৪টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১৭টি ফিফটি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...