ভিন্ন কৌশল রপ্ত করতে হবে ফখরকে

সাম্প্রতিক সময়টা মোটেই ভাল যাচ্ছে না পাকিস্তানি ব্যাটার ফখর জামানের।

সাম্প্রতিক সময়টা মোটেই ভাল যাচ্ছে না পাকিস্তানি ব্যাটার ফখর জামানের। সর্বশেষ ১০ ইনিংসে পাননি একটি অর্ধশতকও। তারপরেও পাকিস্তানের বিশ্বকাপ দলে ঠিকই জায়গা পেয়েছেন তিনি। পাকিস্তানি এ ওপেনারের অফফর্ম নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরাম। 

পাকিস্তানের গণমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’কে দেওয়া সাক্ষাৎকারে ফখরকে নিয়ে এক রকম হতাশা প্রকাশ করেই ওয়াসিম বলেন, ‘সে গত দেড় মাস ধরেই ফর্মে নেই। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ফখর জামানের খেলা দেখেছি। রীতিমতো লড়াই করেছে প্রতি ম্যাচে। এখনো সেই অবস্থা থেকে তাঁর উত্তরণ ঘটেনি।’

অবশ্য অফফর্মে থাকা ফখরকে ফিরে আসার উপায়ও বাতলে দিয়েছেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘ফর্মের বাইরে থাকা অবস্থায়, উন্নতি করতে হলে বিভিন্ন কৌশল রপ্ত করতে হবে। শুরুতেই বড় শট না খেলে টিকে থাকতে হবে। ধীরে ধীরে এগোতে হবে। ফখরের বর্তমান সমস্যাটা এখানেই। সে ইনিংস বড় করতে পারছে না।’ 

প্রসঙ্গত, আজ হায়দ্রাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। তবে একাদশে সুযোগ পেয়েও এ ম্যাচে ১২ রানে ফিরে গিয়েছেন ফখর জামান। 

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...