সাকিব আল হাসানকে আমার সবসময় বেশি সীমিত ওভারের ক্রিকেটার মনে হয়। আর সীমিত শব্দটা আর সীমাবদ্ধতা ব্যাপারটা সাকিবের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যায়। সাকিবকে আমার আহামরি ব্যাটসম্যান মনে হয়নাই কখনোই। গায়ের বলটা অফে মারার চেষ্টা।
ক্লোজ টু দ্য বডি বলটা স্কয়ার কাটে মারার যে অভ্যাস, এটা আমাকে সাক্ষাৎকারেই বলেন তিনি, বাড়ির পাশে যে ছোট্ট মাঠে সাকিবের ক্রিকেটে হাতেখড়ি সেখানে লেগে বল গেলেই আউট, আবার বল কুড়িয়ে আনার ঝক্কি। রান শুধু অফে, তাই অগত্যা সাকিবের হাত অফেই চলেছে।
ব্যাটসম্যান সাকিবকে টেকনিকালি আমার স্ট্রং মনে হয় না। সীমাবদ্ধতার মধ্যে এটা বড় একটা। টেকনিকালি দুর্বল ব্যাটসম্যান যাদের টেস্ট ডাবল সেঞ্চুরি আছে তাদের মধ্যে সাকিব মনে হয় একমাত্র। ব্যাটসম্যান বললাম কারণ, আরো দু’জন বোলারের আছে, জেসন গিলেস্পি ও ওয়াসিম আকরাম।
আবার বোলিংয়েও তাই, কেবল ব্যাটসম্যান রিড করা সাকিবের বড় অস্ত্র, অশ্বিনের মতো ভ্যারাইটি নেই, সাকলাইনের মতো ধুরন্দর দুসরা নেই। স্কিড, রঙ ওয়ান, স্ট্রেইট ওয়ান, আর্ম! সাকিবের এই ক্ষেত্রে গুরু ক্রিকেটার থাকা অবস্থায় ডেনিয়েল ভেট্টোরি।
২০১০ এ নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর সাকিবের ক্যারিয়ার তো বটেই ক্রিকেট জ্ঞানেও বেশ কাজে লেগেছে। ভেটোরিকে কাছে থেকে দেখা, সীমাবদ্ধতাকে কাজে লাগানো শেখা, কেইন উইলিয়ামসনের উত্থান দেখা।
সাকিব আল হাসানকে আমার বরাবর সীমিত ওভারের ক্রিকেটারই মনে হয়, কিন্তু সাকিবের টেস্ট ক্রিকেটে ম্যাচ জেতানো কীর্তি বেশি। ওয়ানডেতে এই ২০১৯ বিশ্বকাপের আগেরগুলো হাতেগুণে বলা যাবে।
ওয়েস্ট ইন্ডিজের সাথে শুরু, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা- হাতে গোণা যে কয়টা টেস্ট বাংলাদেশ জিতেছে তাতে সাকিব, তামিম, মুশফিকই নায়ক। মেহেদী হাসান মিরাজ ইংল্যান্ডের সাথে ব্যতিক্রম।
আজ হুট করে সাকিব সম্পর্কে এতো কথার কারণ আজ সাকিবের একটা অদ্ভুত সেঞ্চুরি আছে, টেস্টেই!
আগের দিন পাঁচ উইকেট নাই, ২১৪ রানে দিন শেষ করে বাংলাদেশ। যথারীতি শেষ সেশনে উইকেট হারানোর পর সাকিব নেমেই করেন ৬ বলে ১৮ রান। এরপরের দিন মাথা ঠাণ্ডা সাকিবের ১১৬, স্ট্রাইক রেট ৭২। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর সেই টেস্টটি ছিল বাংলাদেশের ইতিহাসের শততম টেস্ট, বাংলাদেশ জিতে চার উইকেটে।
বল হাতেও সাকিবের আছে এক ইনিংসে চার উইকেট।
বাংলাদেশের এই ক্রিকেটার অনিচ্ছায় টেস্ট ক্যারিয়ারে বেশ কিছু মুহূর্ত রাঙিয়ে দিয়েছেন। টেস্টের সাকিব যদি না খেলে খুব মিস করবো, সাদা পোশাকে সাকিবের কীর্তি অনেক। ইচ্ছায় হোক বা অনিচ্ছায় এখনো বাংলাদেশের সেরা তিন ফরম্যাটের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানই।