কেন্দ্রীয় চুক্তিতে নেই ফাফ

তবে কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় এখন যেকোনো দেশের ফ্র‍্যাঞ্চাইজি লিগ খেলতে আর কোনো বাধা নেই ফাফের। যদিও এতোদিন কেন্দ্রীয় চুক্তিতে থেকেই বোর্ডের অনুমতি নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলেছেন ফাফ। তবে বোর্ড থেকে বলা হয় পারফরম্যান্স ভিত্তি করে চুক্তির বাইরে থাকা খেলোয়াড়ও জাতীয় দলে খেলতে পারবেন।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন ফাফ ডু প্লেসিস। সদ্য প্রকাশিত ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকায় নাম নেই এই প্রোটিয়া ব্যাটসম্যানের। ২০২১-২২ সেশনের জন্য মোট ১৫ পুরুষ ও ১৬ প্রমিলা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা যারা কিনা এক বছরের কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন। নতুনভাবে এই তালিকায় জায়গা পেয়েছেন হেনরিক ক্লাসেন।

তবে কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় এখন যেকোনো দেশের ফ্র‍্যাঞ্চাইজি লিগ খেলতে আর কোনো বাধা নেই ফাফের। যদিও এতোদিন কেন্দ্রীয় চুক্তিতে থেকেই বোর্ডের অনুমতি নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলেছেন ফাফ। তবে বোর্ড থেকে বলা হয় পারফরম্যান্স ভিত্তি করে চুক্তির বাইরে থাকা খেলোয়াড়ও জাতীয় দলে খেলতে পারবেন।

গত মাসেই সাদা পোশাককে বিদায় জানিয়েছেন ফাফ। রঙিন পোশাকে খেলার ইচ্ছা থাকলেও দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে ঠায় হলো না এই প্রোটিয়া ব্যাটসম্যানের। যদিও আসন্ন আইসিসি ইভেন্টগুলো তে খেলতে পারবেন ফাফ। ফাফের বদলী চুক্তিতে জায়গা পেয়েছেন সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করা হেনরিক ক্লাসেন।

মূলত ফ্র‍্যাঞ্চাইজি লিগে খেলার সুবিধার্থেই ফাফকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি বলে ইঙ্গিত দেয় সিএসএ। তবে আসল কারণ সম্ভাব্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা! আদৌ ভবিষ্যৎ পরিকল্পনায় দক্ষিণ আফ্রিকা দলে রঙিন পোশাকে কতদূর খেলবে ফাফ তার উপর ভিত্তি করেই হয়তো কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি তাকে।

এদিকে ব্যাট হাতে সময়টাও ভালো যাচ্ছে না তার। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৯ রানের ইনিংস ছাড়া সাদা পোশাকে বেশ ক’দিন ধরেই নেই কোনো সাফল্য। একের পর এক ব্যর্থতায় সদ্য কিছু দিন আগেই সাদা পোশাককে বিদায় জানিয়েছেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক।

মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতেই তার এমন সিদ্ধান্ত বলেও জানান তিনি। যিনি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিতে সাদা পোশাককে বিদায় জানিয়েছেন তাকেই কিনা রাখা হলো না আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে!

ব্যাপার টা বেশ অবাক হবার! রঙিন পোশাকে কিছুদিন আগেই অধিনায়কের দায়িত্ব দেয়া হয় টেম্বা বাভুমাকে, যিনি কিনা নিজেই এই ফর্মেটের অনেকটাই অনভিজ্ঞ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ঠিক কি চলছে বাইরে থেকে তা বোঝা বেশ দুস্কর!

কেন্দ্রীয় চুক্তির ঘোষণা হওয়ায় এখন থেকেই ঘরোয়া ক্রিকেট শুরুর প্রস্তুতি নিতে পারবে দক্ষিণ আফ্রিকার দলগুলো। শীর্ষে পর্যায়ে খেলা ৮ দলের সবাই নিজেদের স্কোয়াডে ১৬ জন করে খেলোয়াড় রাখতে পারবে। অন্যদিকে দ্বিতীয় বিভাগের সাত দলের প্রত্যেকে নিজেদের স্কোয়াডে ১১ জন খেলোয়াড়ের সাথে চুক্তি করতে পারবে।

  • দক্ষিণ আফ্রিকা পুরুষ দলের নতুন কেন্দ্রীয় চুক্তিতে যারা আছেন

টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, বিউরান হেন্ডরিকস, রেজা হেন্ডরিকস, হেইনরিক ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিখ নর্খিয়া, আন্দিল ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি এবং রসি ফন ডার ডুসেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...