কেন রাইডু-জাদেজার হাতে ট্রফি দিলেন ধোনি!

নিজের পঞ্চম আইপিএল শিরোপা জিতেছেন। পুরষ্কার বিতরনী মঞ্চে যখন মাহেন্দ্র সিং ধোনিকে শিরোপা হাতে তুলে নেবার জন্য ডাকা হলো তখন ধোনি ডাকলেন তাঁর দুই সতীর্থকে। ধোনি নিজ হাতে শিরোপা তুলে না নিয়ে রবীন্দ্র জাদজা ও আম্বাতি রাইডুকে বললেন চেন্নাইয়ের হয়ে শিরোপা তুলে নিতে।

অধিনায়ক ধোনির এই কাজে মুগ্ধ হয়েছেন সবাই। নিজের সম্ভাব্য শেষ আইপিএলে শিরোপা তিনি তুলে দিয়েছেন শেষ আইপিএল ম্যাচ খেলতে নামা রাইডু ও ফাইনালে চেন্নাইকে জেতানোর নায়ক জাদেজার হাতে।

শ্বাসরুদ্ধকর এক ফাইনালই মঞ্চস্থ হয়েছে এবারের আসরের আইপিএলে। শেষ দুই বলে যখন ১০ রান দরকার তখন অবিশ্বাস্য ভাবে পরপর দুই বলে ছক্কা ও চার মেরে চেন্নাইকে পঞ্চম শিরোপা এনে দেন জাদেজা।

ফাইনালের আগেই নিজের অবসরের ঘোষণা দিয়েছিলেন রাইডু। নিজের শেষ আইপিএল ম্যাচটাও স্মরণীয় করে রেখেছেন পারফরম্যান্স দিয়ে। পাঁচ নম্বারে খেলতে নেমে আট বলে ১৯ রানের দারুণ এক ক্যামিও খেলেন রাইডু। দুই ছক্কা ও এক চারের এই ক্যামিওতে তখন দলের পরিস্থিতির দাবী মিটিয়ে চেন্নাইকে শিরোপার দিকে এগিয়ে দেন রাইডু।

ফাইনাল শেষে তাই অধিনায়ক ধোনি নিজে শিরোপা গ্রহণ না করে জাদেজা ও রাইডুকে বলেন শিরোপা গ্রহণ করতে। মাঠে থাকা প্রায় লক্ষাধিক দর্শক ও পর্দায় ফাইনাল দেখা কোটি কোটি সমর্থকরা মুগ্ধ হয়েছেন অধিনায়ক ধোনির এই উদারতায়।

ফাইনালের বেশ কিছুদিন পর এসে রাইডু জানালেন সেই ঘটনার পেছনের ঘটনা। ভারতের এক স্থানীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রাইডু বলেন, ‘পুরষ্কার বিতরনী শুরু হবার আগে উনি আমাকে এবং জাদেজাকে ডাকেন এবং বলেন, তিনি ট্রফি গ্রহণের সময় আমাদেরকে সাথে চান। তিনি মনে করেন আমাদের দুইজনের জন্য এটি করার এটিই উপযুক্ত সময়। এটি আসলেই বিশেষ এক মুহূর্ত। আমার মনে হয় না এমনটা আগে ঘটেছে। এটাই হলো মানুষ হিসেবে তিনি (ধোনি) কেমন এবং পুরো বিশ্বই এটি জানে।’

মূলত রাইডুর দুর্দান্ত এক আইপিএল ক্যারিয়ারের প্রতি সম্মান জানাতেই তাকে ডেকেছিলেন ধোনি। চেন্নাই দলে রাইডু যে অপরিহার্য এক খেলোয়াড় ছিলেন তা স্বীকার করেন চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিংও।

ফাইনালের পর ফ্লেমিং বলেন, ‘আম্বাতি রাইডু একজন কিংবদন্তি। আমি তাকে ব্যাটার হিসেবে অনেক উঁচু অবস্থানে দেখি। ফর্মে থাকা মোহিত শর্মার বিরুদ্ধে সে যেভাবে ওই তিনটি বল খেলেছে সেটিই প্রমাণ করে সে একজন ক্লাস ব্যাটার। রাইডু একটা শূন্যস্থান রেখে যাবে এতে কোনো সন্দেহ নাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link