জয় নিয়েই যত ভাবনা রোহিতের

বারবার একই ধরনের প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত রোহিত শর্মা সোজাসাপটা জানিয়ে দিয়েছেন তাঁরা মোটেই বাইরের কথাকে পাত্তা দেন না, এমনকি ড্রেসিংরুমের কথাও বাইরে প্রকাশ করতে চান না৷

দুই মাসের একটু বেশি সময় বাকি, এরপরই ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলবে ভারত। বিশ্বকাপ নিয়ে তাই ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি, দল গুছিয়ে নিচ্ছেন নির্বাচকরা। আর এসব কার্যক্রমের অংশ হিসেবে ক্যারিবীয় দ্বীপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চাশ ওভারের ম্যাচ খেলছে রোহিত শর্মার দল।

ম্যাচের ফলাফলকে ছাপিয়ে অবশ্য আলোচনার টপিক এখন দলের সিনিয়রদের ফর্ম। বিশেষ করে বিরাট কোহলির রান পাওয়া, না পাওয়াই যেন সবার আগ্রহের কেন্দ্রে। উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে বসেও একই রকমের প্রশ্ন শুনতে হয়েছে রোহিত শর্মাকে।

ভারতীয় অধিনায়ককের কাছে জানতে চাওয়া হয় বিরাট কোহলির সেঞ্চুরি খরা নিয়ে দল আসলে চিন্তিত কি না, কোহলির বড় রান পাওয়া কতটা গুরুত্বপূর্ণ কিংবা এই ব্যাপারে ড্রেসিং রুমে আলোচনা কেমন হয়।

বারবার একই ধরনের প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত রোহিত শর্মা সোজাসাপটা জানিয়ে দিয়েছেন তাঁরা মোটেই বাইরের কথাকে পাত্তা দেন না, এমনকি ড্রেসিংরুমের কথাও বাইরে প্রকাশ করতে চান না৷

এই টপ অর্ডার ব্যাটসম্যান বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি। বাইরের সব কথা, কে কত রান করল, কত উইকেট নিল… যারা এসব বলে তারা জানে না ভিতরে কী হয়। ভিতরে যা ঘটে তা ভিতরেই থাকে এবং আমরা তেমনটাউ পছন্দ করি। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ম্যাচ জেতা, কে কী বলছে তা নয়। এটা (বাইরের আলোচনা) আমাদের কোন ব্যাপার না।’

রোহিত শর্মার কথাতেই বোঝা যায় জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয়াই তাদের প্রধান লক্ষ্য। সেটা অবশ্য তিনি নিজেই স্পষ্ট করে দিয়েছেন। এই ডানহাতি জানান, ‘আমরা আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতার দিকে পূর্ণ মনোযোগ দিতে চাই।’

সাদা পোশাকে অবশ্য স্বাগতিকদের সিরিজ হারিয়েছে রোহিত শর্মার দল;প্রথম টেস্ট ভারত জয় লাভ করার পর দ্বিতীয় টেস্টের শেষদিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় ড্র মেনে নিতে হয়েছিল দুই দলকে। এখন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চোখ পঞ্চাশ ওভারের দ্বৈরথে। ঘরের মাঠে বিশ্বকাপ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই সিরিজের।

অবশ্য বিরাট কোহলির ফর্ম নিয়ে না ভাবলেও বিশ্বকাপের মত মঞ্চে এই তারকা ভারতের বড় ভরসা। ২০১১ সালের পর আরো একবার শিরোপা উঁচিয়ে ধরতে চাইলে তাকিয়ে থাকতে হবে বিরাট কোহলির ব্যাটের দিকেই।

গত কয়েক বছর অফ ফর্মে থাকা এই ব্যাটারও ধীরে ধীরে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে খেলেছেন ১২১ রানের অনবদ্য এক ইনিংস, একদিনের ম্যাচেও এমন বড় রান করতে পারলে স্বস্তি পাবে টিম ম্যানেজম্যান্ট; বিরাট কোহলি নিজেও সেটা করার জন্য উন্মুখ হয়ে আছেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...