তাঁকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিই বা আছে!
শচীন রমেশ টেন্ডুলকার এমন একটা নাম, যাকে আপনি চিতে বাধ্য। এই নামট প্রায় ক্রিকেট খেলাটির সঙ্গেই মিশে আছে। বলা উচিৎ, বিশ্বকাপের মঞ্চেও তিনি সবচেয়ে বড় তারকাদের একজন। প্রায় সিকি শতাব্দির বর্ণাঢ্য ক্যারিয়ারে ‘লিটল মাস্টার’ ভারতের হয়ে ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। মাত্র ১৯ বছর বয়সে ১৯৯২ বিশ্বকাপে প্রথমবার অংশ নেয়া টেন্ডুলকার প্রায় দুই দশক পর ২০১১ আসরে এ মেগা ইভেন্টে শেষ ম্যাচ খেলেন।
বিশ্বকাপে তিনি অনেক বড় বড় ইনিংস খেলেছেন। তবে ২০০৩ আসরে পাকিস্তানের বিপক্ষে তার ৯৮ রানের ইনিংসটি অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়। বাবার মৃত্যুর পর কেনিয়ার বিপক্ষে তার খেলা ১৪৩ রানের ইনিংসটিও ক্রিকেট ভক্তদের মনে থাকবে আজীবন। এছাড়া ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ১২০ রানের ইনিংসটিও কৃতজ্ঞতার সাথে ভক্তরা স্মরণ করবে।
এ লেখায় আমরা বিশ্বকাপে টেন্ডুলকারের চারটি রেকর্ড নিয়ে আলোচনা করব, যা হয়তো আর কখনোই ভাঙবে না।
- বিশ্বকাপে সবচেয়ে বেশি বাউন্ডারি
বিশ্বকাপে দুই শ’র বেশি বাউন্ডারি মারা একমাত্র ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। বিশ্বকাপে ৪৫ ম্যাচে এই মাস্টার ব্লাস্টার মোট ২৪১টি বাউন্ডারি হাঁকিয়েছেন।
টেন্ডুলকারের পরে দ্বিতীয় সর্বোচ্চ ৯৬ বাউন্ডারি আছে অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের। বর্তমান খেলোয়াড়দের মধ্যে এমনকি কেউ এখন পর্যন্ত ৯০ বাউন্ডারিও হাঁকাতে পারেননি। সে বিবেচনায় টেন্ডুলকারের বাউন্ডারির রেকর্ডটি বাকি সময়ে অক্ষুণ্ন থেকে যাবে।
- বিশ্বকাপে সবচেয়ে বেশি রান
বিশ্বকাপে দুই হাজারের বেশি রান করা একমাত্র খেলোয়াড় টেন্ডুলকার। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় এ টুর্নামেন্টে ৪৫ ম্যাচে ৫৬ দশমিক ৯৫ গড়ে ছয় সেঞ্চুরি ও ১৫ হাফ সেঞ্চুরিতে তার মোট রান ২,২৭৮।
তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার রিকিং পন্টিংয়ের রান ৫৩৫। বর্তমান খেলোয়াড়দের মধ্যে ক্রিস গেইল করেছেন মাত্র ৯৪৪। যা টেন্ডুলকারের ধারে-কাছেও না।
- বিশ্বকাপে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংস
বিশ্বকাপ মঞ্চে ২১ বার ৫০-এর ওপর রান করেছেন টেন্ডুলকার। ১৫ টি হাফ সেঞ্চুরি এবং ৬ টি সেঞ্চুরিতে ক্রিকেট বিশ্বকাপে তার পঞ্চাশোর্ধ ইনিংস সংখ্যা ২১ টি। বিশ্বকাপে মাত্র ১২ টি পঞ্চাশোর্ধ ইনিংস রয়েছে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার।
- বিশ্বকাপে সবচেয়ে বেশি ইনিংস
ক্যারিয়ারে ছয়টি বিশ্বকাপে ভারতের হয়ে টেন্ডুলকার খেলেছেন ৪৪ টি ইনিংস। এ ক্ষেত্রে তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। বিশ্বকাপে যিনি অস্ট্রেলিয়ার হয়ে ৪২টি ইনিংস খেলেছেন।
বর্তমান খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক ২৬ ইনিংস রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। টেন্ডুলকারের জীবদ্দশায় তাঁর এই রেকর্ড ভাঙা আক্ষরিক অর্থেই অসম্ভব।