তদন্ত রিপোর্টেরও হবে তদন্ত!

তদন্ত নিয়ে খুব একটা খুশি নন বিসিবি বস। তিনি আরো গুরুত্বপূর্ণ কোন কিছু বের করে আনতে চান। তিনি বলেন,’ এই তদন্ত আসলে পুরোপুরি হয় নি। আমার মনে হয় আমার নিজের সবার সাথে কথা বলতে হবে। আমি সিনিয়রদের সাথে অনেক কথা বলি। তবে এখন আমি সিনিয়র, জুনিয়র সবার সাথেই এক এক করে কথা বলবো। আমি মাহমুদউল্লাহর মত ক্রিকেটারের সাথে কথা বলবো। সে যেহেতু নিউজিল্যান্ডে যাচ্ছেনা।‘

বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতার পর একটি তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ। সেই তদন্ত কমিটি দ্রুতই রিপোর্ট জমাও দিবে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই রিপোর্টের পর আবার নিজের মত করে তদন্ত করতে চান। জালাল ইউনুস ও এনায়েদ হোসেন সিরাজকে সাথে নিয়ে এই তদন্ত করবেন বলে জানান তিনি।

বিশ্বকাপে বাংলাদেশ দেখেছে ব্যর্থতার চূড়ান্ত রূপ। সুপার টুয়েলভের সবগুলো ম্যাচ হেরে ফিরে এসেছিল দেশে। এর আগে বাছাইপর্বে হেরেছিল স্কটল্যান্ডের বিপক্ষেও। এতে বেজায় ক্ষেপেছিলেন বিসিবি সভাপতি। ফলে গঠন করেছিলেন তদন্ত কমিটি। তবে নাজমুল হোসেন এখন মনে করেন এই কমিটি তেমন গুরুত্বপূর্ন কিছু বের করে আনতে পারেনি।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘তদন্ত প্রায় শেষ হয়ে গিয়েছে। তাঁরা খুব দ্রুতই এর রিপোর্ট জমা দিবে। তবে তাঁরা খুব বড় কিছু বের করে আনতে পারেনি। আমি অবশ্য এটায় অবাকও হইনি। আমি জানতাম এমনই কিছু হবে। আসলে ভুল কোথায় ছিল তা জানা এত সহজ না।’

তিনি আরো বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবশ্য পেয়েছি। তবে সেখানে কোচিং স্টাফ নিয়ে তেমন কিছু নেই। এখন ক্রিকেটাররাই যদি বলে কোচদের নিয়ে কোন সমস্যা নেই তাহলে আর কী করার। তাহলে তো আর আমাদের কিছু করার নেই। আর ক্রিকেটারদের যদি কোচিং স্টাফ নিয়ে কোন অসুবিধা থাকে সেটা তাঁরা এত সহজে বলবেও না।’

তদন্ত নিয়ে খুব একটা খুশি নন বিসিবি বস। তিনি আরো গুরুত্বপূর্ণ কোন কিছু বের করে আনতে চান। তিনি বলেন,’ এই তদন্ত আসলে পুরোপুরি হয় নি। আমার মনে হয় আমার নিজের সবার সাথে কথা বলতে হবে। আমি সিনিয়রদের সাথে অনেক কথা বলি। তবে এখন আমি সিনিয়র, জুনিয়র সবার সাথেই এক এক করে কথা বলবো। আমি মাহমুদউল্লাহর মত ক্রিকেটারের সাথে কথা বলবো। সে যেহেতু নিউজিল্যান্ডে যাচ্ছেনা।‘

মাঠে বাংলাদেশ বিশ্বকাপে বেশ খারাপ ক্রিকেট খেলেছে। তবের মাঠের বাইরেও ছিল নানা সমালোচনা। সংবাদ সম্মেলনে নানারকম কথাবার্তা বলেছেন সিনিয়র ক্রিকেটাররা। নাজমুল হাসান পাপন চটেছেন সেসব নিয়েও। তিনি বলেন, ‘শুধু মাঠের ক্রিকেটে খারাপ খেলেছে বলে এতকিছু করছি এমন না। বিশ্বকাপের সময় বেশ কিছু সংবাদ সম্মেলনও হয়েছে। সেখানে মুশফিক, মাহমুদুল্লাহর মত ক্রিকেটাররাও নানারকম বেফাঁস কথাবার্তা বলেছে। আমি শুনেছি কোচদের সাথে একটা দূরত্বও তৈরি হয়েছিল। তবে কেউ ঠিক এই বিষয়টা মুখ ফুটে বলছে না। আমরা ঠিক সমস্যাটা ধরতে না পারলে তো সমাধানও হবেনা।’

তিনি আরো বলেন, ‘আমাদের প্রথমে সমস্যাটা জানতে হবে। আমি জানি সমস্যাটা কোথায়। কোচিং স্টাফে যদি কোন সমস্যা থাকে আমরা এটা চেঞ্জ করবো। আমার মনে হয় সমস্যাটা বেশ জটিল। আমরা এটার গভীরে যাওয়ার চেষ্টা করছি। শুধু এখন সিদ্ধান্ত নিতে হবে।’

ওদিকে নির্বাচকদের নিয়েও আছে নানারকম সমালোচনা। তবে নাজমুল হোসেন পাপন নির্বাচকদের আরো সময় দিতে চান। নতুন একটা দল তৈরির চেষ্টা করছে তাঁরা।

তিনি বলেন, ‘বিশ্বকাপের পর এটাই আমাদের সঠিক সময় দুর্বলতাগুলোকে ঠিক করার। আমার ধারণা তাঁরা এখনো নানারকম জিনিস চেষ্টা করছে। তাঁদের একমাসের সময় দিন। তাঁরা যদি ঠিক করতে না পারে তখন আমাদেরই দেখতে হবে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...