আইপিএল এমন একটি ঘরোয়া আসর যেখানে বিশ্বের সকল ক্রিকেটারই খেলতে চায়। এখানে শুধু প্রতিদ্বন্দ্বীতা নয়, থাকে অর্থের ঝনঝানি। এর এই কারণেই ক্রিকেটাররা চায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। আইপিএলের এবারের আসরের নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছেন যেসব ক্রিকেটার তাদের মধ্যে অন্যতম হলেন ক্রিস মরিস। এই প্রোটিয়া পেসারের দাম নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে।
বেশিরভাগ ক্রিকেট বোদ্ধারা বলছেন ক্রিস মরিসের দাম তাঁর পরফর্মেন্সের চেয়ে বেশ বেশি হয়ে গেছে। তাহলে দেখা যাক ক্রিস মরিসকে যে অর্থ দিয়ে কেনা হয়েছে সেই সম পরিমান অর্থ সমমূল্যের কোনো একাদশ তৈরি করা যায় কিনা।
- শেলডন জ্যাকসন (০.২ কোটি রুপি) এবং ডেভিড মালান (১.৫ কোটি রুপি)
শেলডন জ্যাকসন ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্যতম অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটে বেশ নিয়মিতই ইনিংসের গোড়াপত্তন করেন।
শেলডন জ্যাকসনের সাথে ইনিংসের গোড়াপত্তন করতে পারেন ডেভিড মালান। এ মুহুর্তে বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান ডেভিড মালান। বিশ্বের প্রায় সব টি-টোয়েন্টি লিগেই খেলেছেন তিনি। এই মৌসুমের প্রথমবারের মত খেলবেন আইপিএল।
- চেতেশ্বর পুজারা (০.৫ কোটি রুপি), স্টিভ স্মিথ (২.২ কোটি রুপি) এবং কেদার যাদব (২ কোটি রুপি)
এই একাদশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এইবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলবেন চেতেশ্বর পূজারা। ভারতীয় টেস্ট দলে নিয়মিতই পারফর্ম করছেন তিনি। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি।
স্টিভ স্মিথ, এ মুহুর্তে বিশের অন্যতম সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। এই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন তিনি। এইবারের আইপিএলে দিল্লী ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন তিনি। ব্যাটিং এর পাশাপাশি বেশ ভালো লেগ স্পিনও করতে পারেন তিনি।
কেদার যাদব, এবারের আইপিএলে খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদে। তাঁকে সানরাইজার্স দলে ভিড়িয়েছে ভিত্তি মূল্যতে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে না খেললেও, ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক বেশ এই অভিজ্ঞ ব্যাটসম্যান বেশ ভালোভাবেই জাতীয় দল সামলাতে পারবেন।
মিডল অর্ডারের এই তিন ব্যাটসম্যানের মধ্যে একমাত্র স্টিভ স্মিথ ভিত্তি মূল্যের থেকে বেশি দাম পেয়েছে।
- শিভাম দুবে (৪.৪ কোটি রুপি) এবং জলজ সেক্সেনা (০.৩ কোটি রুপি)
টানা দুই মৌসুম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে কাটানোর পর এবারে নিলামে আবারো নাম উঠেছিলো শিভাম দুবে। গত দুই আইপিএলে বেশ ভালো পারফর্মেন্স করেছিলেন তিনি। এইবারের আইপিএলে মাঠ মাতাবেন রাজস্থান রয়্যালসে হয়ে।
জলজ সাক্সেনা বেশ কয়েক বছর বিরতিতে আবারো আইপিএলে ফিরিছেন। তিনি এবারের আইপিএলে খেলবেন পাঞ্জাব কিংসের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্স তাঁকে বেশ আত্মবিশ্বাস যোগাবে।
- মুজিবুর রহমান (১.৫ কোটি রুপি), উমেশ যাদব (১ কোটি রুপি), মুস্তাফিজুর রহমান (১ কোটি রুপি) এবং চেতন সাকারিয়া (১.২ কোটি রুপি)
এই একাদশের এই বোলিং লাইন আপ বেশ শক্তিশালী। আফগান স্পিনার মুজিব উর রহমান একজন অফ স্পিনার। তাঁর অফ স্পিনে কাবু হতে পারে যেকোনো ব্যাটসম্যান।
এই বোলিং আক্রমণের নেতৃত্ব দিবেন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারকে সামলানো যে কোনো ব্যাটসম্যানের জন্যই কষ্টকর। হায়দ্রাবাদ, মুম্বাই ঘুরে এবার মাঠ মাতাবেন রাজস্থানের হয়ে।
উমেশ যাদব এই বোলিং আক্রমণের সবচেয়ে অভিজ্ঞ বোলার। ভারতীয় টেস্ট দলে নিয়মিত মুখ তিনি। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে বেশ অনিয়মিত তিনি।
চেতন সাকারিয়া, প্রথম বারের মত আইপিএলে দল পেয়েছেন তিনি। এই বোলিং আক্রমণের অন্য কোনো ক্রিকেটারকে কিনতে ভিত্তি মুল্যের থেকে বেশি অর্থ দিতে হয় নাই। কিন্তু সাকারিয়া ভিত্তি মূল্যের থেকে একটু বেশি অর্থ পাচ্ছেন।