অ-তে অক্ষর, অ-তে অশ্বিন

দুই স্পিনার অশ্বিন-অক্ষরের জাদুতে ইংলিশরা ভারতের মাটিতে ধূলিসাৎ হয়েছে। ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পেছনের দুইজম সফল কারিগরের নাম বললে অবশ্যই অশ্বিন-অক্ষরদের কথা উঠবেই। আর বোঝা যাচ্ছে, দারুণ এক স্পিন জুটির সফল যাত্রা দেখতে পাচ্ছে ক্রিকেট বিশ্ব!

আহমেদাবাদের মোতেরায় ইংলিশদের লজ্জাজনক ধরাশায়ীর মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে পা দিলো ভারত। লর্ডসে ১৮ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবেন তারা। ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ এ সিরিজ জয়ের পেছনের অন্যতম দু’জন কারিগর হলে রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল। দু’জনের অনবদ্য পার্ফরমেন্সে শেষ তিন টেস্টে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি সফরকারীরা। দূর্দান্ত পার্ফরমেন্স করে অশ্বিন জিতে নিয়েছেন ‘ম্যান অব দ্য’ সিরিজের পুরষ্কার।

৪ ম্যাচে ৩২ উইকেট সাথে এক শতকসহ ১৭৯ রান! নিয়েছেন দুইবার পাঁচ উইকেট বা তার বেশি। ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার অন্যতম কারিগর এই রবিচন্দ্রন অশ্বিন। সেই সাথে অশ্বিন নাম লিখিয়েছেন এক বিরল রেকর্ডে। ৪ ম্যাচ সিরিজে অশ্বিন একমাত্র খেলোয়াড় যিনি শতক করেছেন সেই সাথে নিয়েছেন ৩০+ উইকেট! এছাড়া শেষ টেস্টে ৫ উইকেট শিকারের মাধ্যমে টেস্ট ক্রিকেটে অশ্বিন শিকার করেছেন ৩০তম পাঁচ উইকে। এছাড়া এই সিরিজ সহ মোট ৮ বার সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন তিনি। তার উপরে আছেন শুধুমাত্র মুত্তিয়া মুরালিধরন (১১) ও জ্যাক ক্যালিস (৯)।

কিছুদিন আগে টেস্টে দ্রুততম ভারতীয় বোলার হিসেবে ৪০০ উইকেট লাভ করেন তিনি। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে শিকার করেন ৬০০ উইকেট! একমাত্র ভারতীয় বোলার হিসেবে একের অধিক সিরিজে ৫ বা তার বেশি উইকেট নেওয়া বোলার অশ্বিন। অশ্বিন এক সিরিজে সবচেয়ে বেশি উইকেটে নিয়েছেন সদ্য সমাপ্ত এই ইংল্যান্ড সিরিজেই (৩২)। এর আগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক সিরিজে ৩১ উইকেট শিকার করেন তিনি।

অশ্বিন ছাড়া সদ্য সমাপ্ত এই সিরিজে নজরকাড়া পার্ফরমেন্স করেছেন অক্ষর প্যাটেল। রবীন্দ্র জাদেজার ইনজুরিতে সুযোগ পাওয়া অক্ষর এক সিরিজ দিয়েই জায়গা করে নিয়েছেন কোটি ক্রিকেটপ্রেমীর হৃদয়ে। বাঁ-হাতি অক্ষর প্যাটেল ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছেন অনেক সাবেক গ্রেটদের।

অভিষেক সিরিজেই বাজিমাত করেছেন তিনি। মাত্র তিন টেস্টেই শিকার করেছেন ২৭ উইকেট! অভিষেক সিরিজে ৩ ম্যাচে উইকেট শিকারের তালিকায় সবার উপরেই রয়েছেন অক্ষর প্যাটেল। তার পরে রয়েছেন অজন্তা মেন্ডিস, যিনি তার অভিষেক সিরিজে ভারতের বিপক্ষে ৩ ম্যাচে শিকার করেন ২৬ উইকেট।

তিনে অবস্থান করছেন এলেক বেডসের, যিনি ভারতের বিপক্ষে অভিষেক সিরিজে ৩ ম্যাচে শিকার করেন ২৪ উইকেট৷ এরপরই রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন! অভিষেক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে মোট ২২ উইকেট নিয়ে এই তালিকায় চারে অবস্থান করছেন তিনি। এবং সবশেষ পাঁচে আছেন স্টুয়ার্ট ক্লার্ক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ উইকেট নিয়ে এই তালিকার শেষে আছেন তিনি।

অভিষেক সিরিজে বাঁ-হাতের ভেলকিতে দিশেহারা করেছেন ইংলিশ ব্যাটসম্যানদের। এমনকি তৃতীয় টেস্টে ইনিংসের প্রথম দুই বলে শিকার করেন দুই উইকেট! টানা পাঁচ ইনিংসে চার বা তার বেশি উইকেট নেওয়া একমাত্র ভারতীয় বোলার এখন অক্ষর প্যাটেল। নিজের অভিষেক সিরিজেই জাত চিনিয়েছেন এই অলরাউন্ডার। অভিষেক সিরিজেই নিয়েছেন তিনবার পাঁচ উইকেট বা তার বেশি!

দুই স্পিনার অশ্বিন-অক্ষরের জাদুতে ইংলিশরা ভারতের মাটিতে ধূলিসাৎ হয়েছে। ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পেছনের দুইজম সফল কারিগরের নাম বললে অবশ্যই অশ্বিন-অক্ষরদের কথা উঠবেই। আর বোঝা যাচ্ছে, দারুণ এক স্পিন জুটির সফল যাত্রা দেখতে পাচ্ছে ক্রিকেট বিশ্ব!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...