শুভ্রতার ভুবনে ‘যুবরাজকীয়’ জয়সওয়াল

শোয়েব বশিরের করা ফুলটস থেকে স্কোয়ার লেগে চার। তাতেই ১৯৭ থেকে ২০১। কে বলবে, টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বি-শতক পূরণের দ্বারপ্রান্তে রয়েছেন জশস্বী জয়সওয়াল। আর সেই 'প্রথম' এর মুহূর্তটাই তিনি জয় করবেন একদম রাজকীয় ভঙ্গিতে। সেঞ্চুরি পূরণ করেছিলেন ছক্কা মেরে। ডাবল সেঞ্চুরি পূরণ করলেন চার মেরে। দুই শতকের মুহূর্তেই যেন স্নায়ুবিক চাপ স্রেফ উবে গিয়েছে জয়সওয়ালের ব্যাটিং আগ্রাসনে। 

শোয়েব বশিরের করা ফুলটস থেকে স্কোয়ার লেগে চার। তাতেই ১৯৭ থেকে ২০১। কে বলবে, টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বি-শতক পূরণের দ্বারপ্রান্তে রয়েছেন জশস্বী জয়সওয়াল। আর সেই ‘প্রথম’ এর মুহূর্তটাই তিনি জয় করবেন একদম রাজকীয় ভঙ্গিতে। সেঞ্চুরি পূরণ করেছিলেন ছক্কা মেরে। ডাবল সেঞ্চুরি পূরণ করলেন চার মেরে। দুই শতকের মুহূর্তেই যেন স্নায়ুবিক চাপ স্রেফ উবে গিয়েছে জয়সওয়ালের ব্যাটিং আগ্রাসনে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের আদলে বছর জুড়ে লাল বলের ক্রিকেটে ভারতের ব্যস্ততা বেশ। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো, দুই টেস্ট চ্যাম্পিয়নশিপেরই ফাইনালিস্ট ভারতের কোনো ব্যাটারই শেষ ৪ বছরে ডাবল হাঁকাতে পারেননি। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে সর্বশেষ দ্বি-শতকটি করেছিলেন মায়াঙ্ক আগারওয়াল। ২০২৪-এ এসে ভারতীয় ব্যাটারদের দীর্ঘ ডাবল সেঞ্চুরির খরা অবশেষে কাটলো জয়সওয়ালের কল্যাণে।

তবে জয়সওয়ালের আগে ভারতীয় বাঁ-হাতি ব্যাটার হিসেবে দ্বি-শতকের সর্বশেষ কীর্তিটা আবার ২০০৮ সালে। দিল্লী টেস্টে সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ২০৬ রান করেছিলেন গৌতম গম্ভীর। ১৬ বছর পর সেই দীর্ঘসূত্রিতার অবসান অবশেষে ঘটালেন জয়সওয়াল। বিশাখাপত্তনম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেললেন ২৯০ বলে ২০৯ রানের দুর্দান্ত একটি ইনিংস।

ইংলিশদের বিপক্ষে বলতে গেলে একাই লড়েছেন জয়সওয়াল। ৩৯৬ রানের দলগত সংগ্রহে বাঁ-হাতি এ ব্যাটার একাই করেছেন ২০৯ রান। জয়সওয়ালের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেছেন শুভমান গিল। টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা এর আগে ঘটেছে একবারই মাত্র। ২০০৫ সালে অ্যাডিলেডে  অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৬ রানের ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা। সেই ইনিংসে লারার পর দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেছিলেন ডোয়াইন ব্রাভো।

বিশাখাপত্তনম টেস্টে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে থেকেই প্রথম দিন শেষ করেছিলেন জয়সওয়াল। এর আগে একবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭১ রানে আউট হয়েছিলেন। তাই দ্বিতীয় দিনের প্রথম সেশনে জয়সওয়ালের দিকে পুরো নজর ছিল সবার। বাঁ-হাতি এ ব্যাটার এবার আর কোনো আক্ষেপের গল্প তৈরি করেননি। সাবলীল গতিতেই ডাবল সেঞ্চুরি তুলে নেন তিনি।

ডাবল সেঞ্চুরির এ ইনিংসে ছক্কার ঝড়ও তুলেছিলেন জয়সওয়াল। ১৯ চারের পাশে ৭টি ছক্কা মেরেছেন তিনি। ভারতের হয়ে টেস্টে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা মারার কীর্তি রয়েছে কেবল নভোজিৎ সিং সিধু আর মায়াঙ্ক আগারওয়াল। তবে শুধু ছক্কাতে নয়, ডাবল সেঞ্চুরিতে জয়সওয়াল বসে গিয়েছেন ভারতীয় রথী মহারথীদের পাশেও।

ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে দ্বি-শতক করার রেকর্ড এখন ২২ বছর ৩৬ দিন বয়সী জয়সওয়ালের। তাঁর চেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন সুনীল গাভাস্কার ও বিনোদ কাম্বলি।

১৯৯৩ সালে ওয়াংখেড়েতে মাত্র ২১ বছর ৩২ দিনে ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন কাম্বলি। আর ২১ বছর ২৭৭ দিনে ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিশতক হাঁকিয়েছিলেন গাভাস্কার।

এক ডাবল সেঞ্চুরিতেই রথী মহারথীদের পাশে এখন জয়সওয়াল। তবে বয়সে তরুণ হয়েও, ব্যাট হাতে যে পরিপক্কতা তিনি দেখালেন, সেটিই যেন ছাপিয়ে যাচ্ছে সব কীর্তিকে। বিরাট, রোহিতের পর কে হবেন তাদের উত্তরসূরি? এই প্রশ্নের উত্তরটা বোধহয় এখন পেয়েই গেছে ভারতীয় ক্রিকেট। শচীন, রাহুলদের পর যেমন বিরাট, রোহিতরা যেমন গ্রেটনেসের ব্যাটন হাতে ছুটছেন, আগামীর ভারতকে নিয়ে সেই ব্যাটনটা নিশ্চয়ই সামলাবেন এই জয়সওয়াল।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...