মিরপুরে ক্রিকেটারদের মিছিল, দাবিটা কী?

সকাল থেকেই আকাশে কালো মেঘ। গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই চলেছে। একটু বেলা অবধি কাঁথা মুড়ি দিয়ে ঘুমোনোর মত সকাল। এরপর ঘুম থেকে উঠে প্রিয় কোন সিনেমা দেখতে দেখতে খিচুড়ি খাওয়া গেলে মন্দ হয়না।

মিরপুরে একঝাঁক ক্রিকেটার, যেন একটা মিছিল করতে করতে আসছেন তাঁরা। ছোট্ট অ্যাকাডেমি মাঠটার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটা জটলা। অথচ জাতীয় দল কেবল দেশে ফিরেছে। মাঠে বিশ্বকাপ স্কোয়াডের তেমন কেউই আসেননি। এরপর আবার সকাল থেকেই আকাশে কালো মেঘ। গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই চলেছে। একটু বেলা অবধি কাঁথা মুড়ি দিয়ে ঘুমোনোর মত সকাল। এরপর ঘুম থেকে উঠে প্রিয় কোন সিনেমা দেখতে দেখতে খিচুড়ি খাওয়া গেলে মন্দ হয় না।

এমন একটা সকালে মিরপুরে এত ক্রিকেটারের ভিড় কেন? এই মিছিলেরই বা উদ্দেশ্য কী। লোকাল ক্রিকেটাররা কী কোন দাবি নিয়ে হোম অব ক্রিকেটে হাজির হলেন কিনা এমন প্রশ্ন আপনার মাথায় ঘুরতেই পারে। আসলে তাঁদের কোন দাবিই নেই। তবে ক্রিকেটারদের এই মিছিল জানান দিচ্ছে আরেকটা ক্রিকেট মৌসুম চলে এসেছে।

অ্যাকাডেমি মাঠের প্রায় সবগুলো নেটেই কেউ না কেউ ব্যাটিং করছেন। একটা বড় অংশ জুড়ে চলছে কোচ মিজানুর রহমান বাবুলের ক্যাম্প। বাংলাদেশ টাইগার্স ও এইচপির ক্রিকেটার দিয়ে নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ দলকে অনুশীলন করাচ্ছেন তিনি। আগামী মাসেই ভারতে ম্যাচ খেলতে যাবে দলটি।

মাঠের একবারে কোণায় আবার ছোটদের রাজত্ব। বাংলাদেশ অনূর্ধ্ব -১৭ দলের ক্রিকেটাররা করছেন অনুশীলন। তবে অ্যাকাডেমি মাঠের এই ভীরের মূল কারণ জাতীয় ক্রিকেট লিগ। আগামী মাসে জাতীয় ক্রিকেট লিগ দিয়েই শুরুতে হতে যাচ্ছে দেশের আরেকটা ক্রিকেট মৌসুম।

সেজন্যই স্থানীয় ক্রিকেটাররা যে যার মত করে অনুশীলনটা শুরু করে দিয়েছেন। আবার আলাদা করে ঢাকা মেট্রোও নিজেদের দলীয় অনুশীলন শুরু করেছে আজ। ফলে এতকিছুর ভিড়ে হোম ক্রিকেটে মনে রাখারই উপায় নেই যে এখানে জাতীয় দলের তেমন কেউই নেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের কেউ না থাকলেও জাতীয় দল কিংবা তাঁর আশেপাশের অনেক ক্রিকেটারই ছিলেন এই মিছিলে। নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন মাহমুদুল হাসান জয়। সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও বরাবরের মত চালিয়ে যাচ্ছেন নিজের ফিরে আসার লড়াই। এছাড়া টেস্ট ওপেনারই সাদমান ইসলামও নিয়মির অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

তবে আজ অ্যাকাডেমী মাঠের অনুশীলনে লক্ষ্য করা গিয়েছে এক মজার ব্যাপার। প্রায় প্রতিটি নেটেই কেউ না কেউ ব্যাটিং করছিলেন। তবে যারা ব্যাটিং করছিলেন তাঁদের অধিকাংশই আসলে ব্যাটসম্যান নন। যেমন পেসার কামরুল ইসলাম রাব্বি দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং করেছেন। এছাড়া টেস্ট দলের নিয়মিত দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসানও নিজেদের ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন।

নেটে দেখা গিয়েছে সিলেটের পেস ব্যাটারির অন্যতম দুই সদস্য খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজাকে। নিজের পেস বোলিং দিয়ে ইতোমধ্যেই জাতীয় দলে নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন খালেদ আহমেদ। ওদিকে রাজাও চলেছেন এসেছেন টেস্ট স্কোয়াডে। তবে বোলিং ছাপিয়ে তাঁরাও যেন আজ বেশি মনোযোগী ব্যাটিং নিয়েই।

ক্রিকেটারদের এই মিছিলের শোভা বাড়িয়েছেন জাতীয় দলের দুই একজন ক্রিকেটারও। দেশে ফিরেই আজ একবার মিরপুরে ঢু মেরে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। অনুশীলন না করলেও অন্য ক্রিকেটারদের সাথে খুনসুটি করে সময় কাটিয়েছেন। আবার মোহাম্মদ সাইফউদ্দিনকেও দেখা গিয়েছে হালকা অনুশীলন করতে।

ক্রিকেটারদের এই মিছিলের পাশাপাশি ছিল কোচদেরও ভীর। দেশের নানা প্রান্তের কোচদের নিয়ে বিসিবি আয়োজন করেছে বিশেষ কর্মশালার। সেখানেও দেখা মিলেছে শ খানেক লোকাল কোচের। সব মিলিয়ে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ একটা উৎসব। ক্রিকেট প্রেমীদের জন্য একটা বার্তা, ক্রিকেট মৌসুম শুরু হচ্ছে কিন্তু।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...