বিরল বৈদেশিক সাফল্য

প্রথম ইনিংসে বে ওভালে বাংলাদেশ ১৭৬.২ ওভার ব্যাটিং করে; যা কিনা টেস্ট ইতিহাসে কোনো ইনিংসে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ খেলা ওভার। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে ১৯৬ ওভার খেলেছিলো বাংলাদেশ। এশিয়ার বাইরেও দ্বিতীয়বার বাংলাদেশ ১৫০+ ওভার খেলার কীর্তি গড়লো। ২০১৭ সালে নিউজিল্যান্ডের মাটিতেই ওয়েলিংটনে ১৫২ ওভার খেলেছিলো সাকিব-তামিমরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বেশ শক্ত অবস্থানেই আছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের করা ৩২৮ রানের বিপরীতে প্রথম ইনিংসে ৪৫৮ রান সংগ্রহ করে সফরকারীরা। ১৩০ রানের লিড পায় বাংলাদেশ। ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৭ রানেই ৫ উইকেট হারিয়ে চরম বিপাকে আছে ব্ল্যাকক্যাপরা।

দুর্দান্ত এই পারফরম্যান্সে নিউজিল্যান্ডের মাটিতে বেশ কিছু কীর্তিতে নাম লিখিয়েছে বাংলাদেশ। সংখ্যায় বাংলাদেশের গড়া কীর্তিগুলো তুলে ধরা হলো –

১৭৬.২ – প্রথম ইনিংসে বে ওভালে বাংলাদেশ ১৭৬.২ ওভার ব্যাটিং করে; যা কিনা টেস্ট ইতিহাসে কোনো ইনিংসে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ খেলা ওভার। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে ১৯৬ ওভার খেলেছিলো বাংলাদেশ। এশিয়ার বাইরেও দ্বিতীয়বার বাংলাদেশ ১৫০+ ওভার খেলার কীর্তি গড়লো। ২০১৭ সালে নিউজিল্যান্ডের মাটিতেই ওয়েলিংটনে ১৫২ ওভার খেলেছিলো সাকিব-তামিমরা।

২০০৯ – সবশেষ ২০০৯ সালে নিউজিল্যান্ডের মাটিতে প্রতিপক্ষ ১৭৬.২ ওভারের বেশি বল খেলেছিলো। ম্যাকলার্ন পার্কে ১৯৩.২ ওভার ব্যাটিং করেছিলো পাকিস্তান দল।

১৩০ – প্রথম ইনিংসে বাংলাদেশ ১৩০ রানের লিড পায়। ২০১৭ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এটিই সর্বোচ্চ রানের লিড! ২০১৯ সালে সেডন পার্কে ইংল্যান্ড ১০১ রানের লিড নেয়। বাংলাদেশের আগে গেলো চার বছরে ২২ টেস্টে এটিই ছিলো নিউজিল্যান্ডের মাটিতে একমাত্র ১০০+ রানের লিড।

– এর আগে দেশের বাইরে মাত্র একবার ১৩০ এর বেশি রানের লিড পেয়েছিলো বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ১৯২ রানের লিড নিয়েছিলো বাংলাদেশ দল। দ্বিতীয়তে ব্যাট করে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ প্রথম ইনিংসের লিড! এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২৯৫ রানের লিড পেয়েছিলো বাংলাদেশ।

– নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের টপ ৮ ব্যাটারই ৫০ এর অধিক বল খেলেছে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি প্রথমবার যেখানে দলের টপ আট ব্যাটারই পঞ্চাশের বেশি বল খেলেছে।

– নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ চারবার ৪০০ বা তার বেশি রান করেছে এর সব ক’টি এসেছে ২০১০ এর পর। মাঝের এই ১২ বছরে কোনো প্রতিপক্ষই নিউজিল্যান্ডের মাটিতে এর চেয়ে বেশি ৪০০ বা তার অধিক রান করতে পারেনি। অস্ট্রেলিয়া বাংলাদেশের সমান চারবার চারশোর অধিক রান করেছে। যার মাঝে তিনবার করে ৫০০ এর অধিক রান।

৮৯০ – প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের পেসাররা ৮৯০টি বল করে। ২০০০ সালের পর প্রতিপক্ষের ১০ উইকেট নিতে যেকোনো দলের পেসারদের সর্বোচ্চ বলের ইনিংস এটি! ২০০৭ এর পর কোনো দলের পেসারদের সর্বোচ্চ বলের সংখ্যাও এটি!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...