বাংলাদেশের ইনিংস হারের শঙ্কা

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের পাহাড়সম রানের সামনে প্রথম ইনিংসে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশের ব্যাটাররা। নিউজিল্যান্ডের ৫২১ রানের জবাবে বোল্ট-সাউদিদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ১২৬ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ৩৯৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা। তৈরি হয়েছে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা। 

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের পাহাড়সম রানের সামনে প্রথম ইনিংসে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশের ব্যাটাররা। নিউজিল্যান্ডের ৫২১ রানের জবাবে বোল্ট-সাউদিদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ১২৬ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ৩৯৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা। তৈরি হয়েছে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা।

আগের দিনের ১ উইকেটে ৩৪৯ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই সেঞ্চুরি তুলে নেন ডেভন কনওয়ে। দলীয় ৩৬৩ রানে ১০৯ রান করে রান আউটের শিকার হয়ে ফিরেন কনওয়ে। আরেকপ্রান্তে অসাধারণ ব্যাট করা অধিনায়ক টম ল্যাথামও তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা রস টেলর ফিরেন ব্যক্তিগত ২৮ রানে এবাদতের বলে। ৪১১ রানে ৩ উইকেটের পর এবাদতের বলেই শূন্য রানে ফিরেন হেনরি নিকোলসও। শরিফুলের বলে মাত্র ৩ রানেই ড্যারেল মিশেল ফিরলে ৪২৩ রানেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।

তবে ষষ্ঠ উইকেটে ল্যাথাম ও টম বান্ডেলের ৭৬ রানের জুটি দলকে পাহাড়সম সংগ্রহ এনে দেয়। ব্যক্তিগত ২৫০+ স্কোর করেন ল্যাথাম। ক্যারিয়ারের দ্বিতীয় আড়াইশো করেন তিনি। দলীয় ৪৯৯ রানে ব্যক্তিগত ২৫২ রানে মুমিনুল হকের কাছে উইকেট দিয়ে ফিরেন ল্যাথাম। তবে বান্ডেলের অপরাজিত ৫৭ রানে ৬ উইকেটে ৫২১ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। দলের পক্ষে ল্যাথাম সর্বোচ্চ ২৫২ ও কনওয়ে করেন ১০৯ রান। বাংলাদেশের হয়ে এবাদত ও শরিফুল শিকার করেন ২ টি করে উইকেট।

বিশাল রান মাথায় নিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সফরকারীরা। বোল্ট-সাউদিদের তোপে মাত্র ২৭ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। অভিষিক্ত নাইম শেখ ফিরেন শূন্য রানেই। সাদমান, শান্ত, মুমিনুল, লিটনরা কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা। এরপর নুরুল হাসান সোহানের সাথে ষষ্ঠ উইকেটে ৬০ রানের জুটিতে নতুন আশা দেখান ইয়াসির আলি।

তবে ব্যক্তিগত ৪১ রানে সোহান ফিরলে আবারও উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একপ্রান্তে ইয়াসির আলি অসাধারণ ফিফটি তুলে নিলেও ব্যক্তিগত ৫৫ রানে জেমিসনের বলে রাব্বি ফিরলে ১২৬ রানেই গুড়িয়ে যায় সফরকারীরা। ট্রেন্ট বোল্ট একাই শিকার করেন ৫ উইকেট ও সাউদি নেন ৩টি। ক্যারিয়ারের ৯ম ফাইফর পান বোল্ট।

ফলো-অনে পড়ে প্রথম ইনিংসে ৩৯৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। তৃতীয় দিনে ইনিংস হার এড়াতে আবারো ব্যাটিংয়ে নামবে সফরকারীরা। ম্যাচ বাঁচাতে হলে আগামীকাল ক্রাইস্টচার্চে ব্যাটারদের লড়তে হবে কঠিন সংগ্রাম।

  • সংক্ষিপ্ত স্কোর
    টসঃ বাংলাদেশ।

নিউজিল্যান্ড (১ম ইনিংস) – ৫২১/৬ (ডিক্লে) (৯০ ওভার); ল্যাথাম ২৫২(৩৭৩), কনওয়ে ১০৯(১৬৬)*, ইয়ঙ ৫৪(১১৪); শরিফুল ২৮-৯-৭৯-২, এবাদত ৩০-৩-১৪৩-২।

বাংলাদেশ (১ম ইনিংস) – ১২৬/১০ (৪১.২ ওভার); ইয়াসির ৫৫(৯৫), সোহান ৪১(৬২); বোল্ট ১৩.২-৩-৪৩-৫, সাউদি ১২-৪-২৮-৩, জেমিসন ৯-৩-৩২-২।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...