রান তাড়ায় তাঁরাই নায়ক

এখানে হর হামেশাই দলগুলোকে বড় রান এমনকি ২০০ রান তাড়া করেও জিততে দেখা যায়। মারাকাটারি এই আসরেও বড় রান করে জয় পেতে হলে কোনো একজন ব্যাটসম্যানকে অ্যাঙ্কর রোল প্লে করতে হয়। শেষ পর্যন্ত থেকে দলের জয় নিশ্চিত করতে হয়।

বড় রান তাড়া করে ম্যাচ জেতা বরাবরই ভীষণ কঠিন কাজ। এমনকি সাধারণ মানের রান তাড়া করতে গিয়েও অনেক সময় দল গুলো খেই হারিয়ে ফেলে। তবে এই বড় রান তাড়া করে জয় পাওয়াটাকে মোটামুটি ডাল-ভাত বানিয়ে ফেলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

এখানে হর হামেশাই দলগুলোকে বড় রান এমনকি ২০০ রান তাড়া করেও জিততে দেখা যায়। মারাকাটারি এই আসরেও বড় রান করে জয় পেতে হলে কোনো একজন ব্যাটসম্যানকে অ্যাঙ্কর রোল প্লে করতে হয়। শেষ পর্যন্ত থেকে দলের জয় নিশ্চিত করতে হয়। আইপিএল রান তাড়া করে সফল কয়েকজন নায়করাই আজকের আলোচনায়।

  • শিখর ধাওয়ান: ৮২ (৪৯)

২০২১ সালের আইপিএল। পাঞ্জাব কিংসের দেয়া ১৯৬ রানের টার্গেটে দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট করতে নামেন পৃথ্বী শ ও শিখর ধাওয়ান। দুজনে ভালো শুরু করলেও আউট হয়ে যান পৃথ্বী। তবে শিখির ব্যাট করতে থাকেন ১৯৬ রানের লক্ষ্য তাড়া করে।

শেষ পর্যন্ত ৪৯ বলে ৯২ রানের ইনিংস খেলে দলকে ম্যাচ জেতান শিখর। সেই ইনিংসে তিনি ১৩ টি চার ও ২টি ছয় মারেন। তাঁর এই ইনিংসে ১০ বল হাতে রেখেই ছয় উইকেটের সহজ জয় পায় দিল্লি।

  • কাইরেন পোলার্ড: ৮৩ (৩১)

কাইরেন পোলার্ডের এই ইনিংসে মুম্বাই ইন্ডিয়ান্স সেদিন শেষ বলের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিল। ২০১৯ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমান পাঞ্জাব কিংস) বিপক্ষে সেই ম্যাচে ১৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিল মুম্বাই। পোলার্ড যখন ব্যাট করতে নামেন তখন মুম্বাইয়ের প্রয়োজন ৭৪ বলে ১৪২ রান।

তারপর মাত্র ৩১ বলে ৮৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ওই ইনিংসে তিনি ১০টি ছয় ও টি চার মারেন। শেষ বলে দলকে জয় এনে দিয়ে ম্যান অব দ্যা ম্যাচ ও হন তিনি।

  • বিরাট কোহলি: ১০৮* (৫৮)

২০১৬ সালে আইপিএলে দুর্দান্ত সময় পাড় করছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওই আসরেই রাইজিং পুনের বিপক্ষে ১৯২ রান তাড়া করে জয়ের নায়ক ছিলেন বেঙ্গালুরুর কোহলি। সেই ম্যাচে তিনি করেন ওই সিজনের দ্বিতীয় সেঞ্চুরি।

কোহলি  সেদিন খেলেন ৫৮ বলে ১০৮ রানের অপরাজিত এক ইনিংস। ওই ইনিংসে তিনি সাতটি ছয় ও আটটি চার মারেন। সেই ম্যাচে ৭ উইকেট হাতে রেখেই ১৯২ রানের টার্গেট টপকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

  • কোরি অ্যান্ডারসন: ৯৫* (৪৪)

২০১৪ সালের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে এই ইনিংস খেলেন কোরি অ্যান্ডারসন। প্লে অফের জন্য কোয়ালিফাই করতে হলে মুম্বাইয়ের সেদিন ১৪.৩ ওভারে করতে হতো ১৯০ রান। সেদিন ব্যাট করতে নেমে তিনি খেলেন ৪৪ বলে ৯৫ রানের অপরাজিত এক ইনিংস।

সেই ইনিংসে ভর করে মুম্বাই সেদিন রাজস্থানের ১৯০ রানের টার্গেট পেড়িয়ে কোয়ালিফাই করে প্লে অফের জন্য। সেই ইনিংসে এন্ডারসন মেরেছিলেন ছয়টি ছয় ও নয়টি চার।

  • পল চন্দ্রশেখর ভালথাটি: ১২০* (৬৩)

২০১১ সালে ভারতের তরুণ ক্রিকেটার ছিলেন পল ভালথাটি। চেন্নাইয়ের দেয়া ১৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তিনি খেলেছিলেন ৬৩ বলে ১২০ রানের অপরাজিত এক ইনিংস।

এই ইনিংসই এখন অবধি রান তাড়া করে করা সবচেয়ে বড় ইনিংস। ২০১১ আইপিএলেরও সেরা ইনিংস ছিল এটি। ওই ইনিংসে তিনি ১৯ টি চার ও দুটি ছয় মারেন। সব মিলিয়ে রান তাড়া করে খেলা কোনো ব্যাটসম্যানের এটাই সেরা আইপিএল ইনিংস।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...