মেসিকে ফেরাতে মরিয়া বার্সেলোনা

পিএসজির সাথে মেসির চুক্তি নবায়ন না হওয়া, মেসির পিএসজি সমর্থকদের কাছ থেকে দুয়োধ্বনি শোনা সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহ আরো উসকে দিচ্ছে মেসির বার্সায় ফেরার গুঞ্জন। এদিকে মেসিকে কাতালুনিয়ায় ফেরাতে স্পনসরদের সাথেও যোগাযোগ শুরু করেছে বার্সেলোনা।

ঘরের ছেলে ঘরে ফিরছেন। এমন খবরই ছড়িয়ে পড়েছে কাতালান শিবিরে। নিজেদের ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসিকে আবারও নিজেদের ঘরের ফেরানোর জন্য কাজ শুরু করেছে বার্সেলোনা।

পিএসজির সাথে মেসির চুক্তি নবায়ন না হওয়া, মেসির পিএসজি সমর্থকদের কাছ থেকে দুয়োধ্বনি শোনা সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহ আরো উসকে দিচ্ছে মেসির বার্সায় ফেরার গুঞ্জন। এদিকে মেসিকে কাতালুনিয়ায় ফেরাতে স্পনসরদের সাথেও যোগাযোগ শুরু করেছে বার্সেলোনা।

২০২১ সালে দুই যুগের সম্পর্কের সমাপ্তি টেনে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। তখন আর্থিক টানাপোড়েনে মেসিকে ছাড়তে বাধ্য হয়েছিলো বলে জানিয়েছিলো বার্সা। তবে, মেসির সাথে বার্সেলোনা সভাপতি লাপোর্তার সম্পর্কের টানাপোড়েনও সামনে এসেছিলো তখন থেকেই।

গত দুই মৌসুমে পিএসজিতে খেললেও মেসির সামনে বারবারই উঠে এসেছে নিজ ঘরে ফেরার প্রসঙ্গ। তবে লাপোর্তা যতদিন বার্সা সভাপতির চেয়ারে আছেন ততদিন মেসি বার্সায় ফিরবেন না বলে সাফ জানিয়েছিলেন মেসির বাবা ও ভাই। তবে সর্বশেষ যে খবর, তা হলো মেসি ও লাপোর্তার মধ্যকার বরফ গলতে শুরু করেছে।

সেই সূত্র ধরে মেসিকে বার্সায় ফেরাতে কাজও শুরু করেছে বার্সা। বেশ কয়েকটি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সাথে মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করতে আলোচনা করছে বার্সা। স্প্যানিশ সংবাদ মাধ্যম গুলো জানাচ্ছে, বার্সেলোনার সহ-সভাপতি রাফা উস্তে ইতোমধ্যেই নিশ্চিত করেছেন মেসিকে সামনের গ্রীষ্মকালীন দলবদলে দলে আনতে মেসির সাথে যোগাযোগ করছে বোর্ড।

বিজ্ঞপনের বাজারে বিশ্বের অন্যতম ‘হট কেক’ মেসি। মেসি বার্সা ছাড়ার সাথে সাথে অনেক বড় বড় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানও মুখ ফিরিয়ে নিয়েছে বার্সেলোনা থেকে। অন্যদিকে মেসিকে দলে ভিরিয়ে জার্সি বিক্রি সহ বিজ্ঞাপনের অন্যান্য ক্ষেত্রে বিপুল পরিমাণ টাকা আয় করেছে পিএসজি।

মেসিকে ছেড়ে দেবার পেছনে বার্সা কারণ হিসেবে দেখিয়েছিলো আর্থিক দিকটিকেই। তাই মেসির ন্যু ক্যাম্পে ফিরে আসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষকদের সাথে যোগাযোগ করছে বার্সা। আর মেসির ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগাতে আগ্রহী হবে যেকোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানই। বার্সেলোনাও মেসির এই ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে পৃষ্ঠপোষকদের আবারো আগ্রহী করে তুলতে চাইছে।

২০২১ সালে প্যারিসে আসার পর প্রথম বছরটা মানিয়ে নিতে সময় নিয়েছিলেন মেসি। চলতি মৌসুমে পিএসজির সাথে বেশ খানিকটা মানিয়ে নিয়েছিলেন ক্ষুদে জাদুকর। পিএসজিকে জিতিয়েছেন অনেক ম্যাচও। তবুও পিএসজি সমর্থকদের মন জয় করতে পারেননি তিনি। নিয়মিতই শুনতে হয়ে দুয়োধ্বনি। এদিকে মেসির বেতন বৃদ্ধি না করা নিয়ে অসন্তোষ তো আছেই। তাই পিএসজি যে ছাড়ছেন মেসি তা অনেকটাও নিশ্চিত। মেসির পরবর্তী গন্তব্য হিসেবে এখন প্রথম নাম হিসেবেই আছে বার্সা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...