মেসি ও দুনিয়ার সবচেয়ে বাজে ক্লাব

পরিসংখ্যান যাই বলুক, সেই ক্লাবটি অবশ্যই ব্রাজিলিয়ান ক্লাব ইবিস স্পোর্টস। টানা তিন বছর এগারো মাস যাবত কোনো ম্যাচ জিতেনি দলটি! এসব তথ্য কোনো ব্যাপার নয়। ইবিস স্পোর্টস নিজেরাই নিজেদের বিশ্বের সবচেয়ে ‘বাজে ক্লাব’ বলে ঘোষনা দিয়েছে। আর এমন ফল নিয়েও তাদের আক্ষেপ নেই, বরং তারা গর্বিত।

বিশ্বের সেরা ক্লাব কোনটি?

ফুটবলের নিয়মিত খোঁজ না রাখলেও সবাই এক নিঃশ্বাসে বলে ফেলবেন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, লিভারপুলের নাম। এ নিয়ে তর্কও হতে পারে। কিন্তু বিশ্বের সবচেয়ে খারাপ বাজে ক্লাব? নিয়মিত ফুটবলের খবর রাখেন এমন মানুষও দ্বিধায় পড়ে যাবেন এমন প্রশ্নে।

পরিসংখ্যান যাই বলুক, সেই ক্লাবটি অবশ্যই ব্রাজিলিয়ান ক্লাব ইবিস স্পোর্টস। টানা তিন বছর এগারো মাস যাবত কোনো ম্যাচ জিতেনি দলটি! এসব তথ্য কোনো ব্যাপার নয়। ইবিস স্পোর্টস নিজেরাই নিজেদের বিশ্বের সবচেয়ে ‘বাজে ক্লাব’ বলে ঘোষনা দিয়েছে। আর এমন ফল নিয়েও তাদের আক্ষেপ নেই, বরং তারা গর্বিত।

আর এই ক্লাবটিই এবার দলে ভেড়াতে চাইছে লিওনেল মেসিকে। ঠিক শুনেছেন, ফ্রি এজেন্ট হয়ে যাওয়া মেসিকে চাচ্ছে তারা।

লিওনেল মেসি এবং বার্সেলোনা নাম দুটো যেন এক অন্যের সমার্থক। সেই ছোটবেলা থেকেই মেরুন এই জার্সি গায়ে পায়ের কারুকাজ দেখিয়ে যাচ্ছেন মেসি। বার্সার হয়ে জিতেছেন সকল শিরোপা। বার্সাও তাদের ঘরের ছেলেকে সবসময় দিয়েছে প্রাপ্য সম্মান, চুক্তির কয়েক বছর বাকি থাকতেই প্রতিবার নবায়ণ করেছে। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন।

গতবারই ছাড়তে চেয়েছিলেন ক্লাব, তবে ক্লাবের প্রতি ভালোবাসায় চুক্তি সমপন্ন করতে থেকে গেছেন আরো এক মৌসুম। এ বছরের জুলাইয়ের এক তারিখে শেষ হয়েছে বার্সার সাথে তার চুক্তির মেয়াদ। আর তাতেই ক্যারিয়ারের প্রথমবারের মতো ক্লাববিহীন অবস্থায় আছেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। ফলে এখন কোনো ধরনের ট্রান্সফার ফি ছাড়াই যেকোনো ক্লাবে যেতে পারবেন মেসি।

ধান ভানতে শীবের গীত কেন? আপনারা ভাবতেই পারেন কোথাকার কোন ইবিস স্পোর্টসের সাথে মেসির কি সম্পর্ক? ট্রান্সফার ফি না থাকার সুবিধা নিতে বিশ্বের বড় বড় সব ক্লাবগুলো আগ্রহ প্রকাশ করেছে মেসিকে দলে ভেড়াতে। তাদের পাশাপাশি মেসিকে দলে ভেড়াতে চায় ইবিস স্পোর্টসও। তবে সেজন্য মেসিকে তারা দিয়েছে অদ্ভুতুড়ে ছয়টি শর্ত। আসুন দেখে নেয়া যাক ইবিসের হয়ে খেলতে মেসিকে কি কি শর্ত মানতে হবে।

১. মেসির সাথে তারা চুক্তি করতে চায় ২০৩৬ মৌসুম পর্যন্ত অর্থাৎ প্রায় ১৫ বছরের। ৩৪ বছর বয়স্ক মেসির পক্ষে যেটি কিনা রীতিমতো অসম্ভব।

২. দ্বিতীয় শর্ত হচ্ছে মেসির পারিশ্রমিক হবে ক্লাবের আয়ের ভিত্তিতে। মজার ব্যাপার হলো মেসি তার বর্তমানের এক সপ্তাহের আয় দিয়েই পুরো ইবিস ক্লাব কিনে নিতে পারবেন।

৩.তৃতীয় শর্ত হচ্ছে ক্লাবের হয়ে বেশি বেশি গোল করতে পারবেন না মেসি। ফুটবল খেলবে অথচ বেশি বেশি গোল করা যাবে না এমন অদ্ভুতুড়ে শর্তের কথা কেউ শুনেছে কোনদিন!

৪.চতুর্থ শর্ত হচ্ছে কোনোভাবেই চ্যাম্পিয়ন হওয়া যাবে না। ইবিস কোনদিন কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। নিজেদের ঐতিহ্যকে ধরে রাখতে তাদের এই প্রচেষ্টা।

৫. পঞ্চম শর্ত হলো মেসি বার্সেলোনা কিংবা আর্জেন্টিনার মতো ১০ নম্বর জার্সিটি পাবেন না ইবিসে। কারণ ১০ নম্বর জার্সিটি পড়ে খেলতেন ইবিস কিংবদন্তি মাউরো শাম্পু। এই ফরোয়ার্ড ১৯৮৭ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টানা আট বছর খেললেও কখনো গোলের দেখা পাননি। তার প্রতি সম্মান জানাতেই ইবিসের এই উদ্যোগ।

৬. সর্বশেষ এবং সবচেয়ে অদ্ভুত শর্তটি হচ্ছে মেসিকে আয়নার সামনে দাঁড়িয়ে স্বদেশী ম্যারাডোনাকে ব্যঙ্গ করতে হবে এবং পেলের প্রশংসা করতে হবে। আর পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিতে হবে।

বর্তমানে কোপা আমেরিকা খেলতে জাতীয় দলের সাথে মেসি এখন ব্রাজিলে। মেসি কী তাহলে ইবিসের প্রস্তাবটা ভেবে দেখবেন?

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...