ছক্কার ভারতীয় অতিমানব

ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সদের দেখলে মনে হয় ছয় মারাটাই বুঝি সবচেয়ে সহজ কাজ। মনে হয় যেকোনো বলে, যেকোনো বোলারকেই সীমানার ওপারে নিয়ে ফেলা যায়। ভারতীয় ব্যাটসম্যানরাও এখানে খুব বেশি পিছিয়ে নেই। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের চারজন ভারতীয় ব্যাটসম্যান আছেন যারা ৩০০ বা তারচেয়েও বেশি ছয় মেরেছেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি ছক্কা। এই ফরম্যাটে ছয় না মেরে ব্যাটসম্যানদের জন্য সফল হওয়াটা বেশ কষ্টসাধ্য। কিছু ব্যাটসম্যান আছেন যারা এই ছয় মারাতে অর্জন করেছেন মাস্টার ডিগ্রি। টি-টোয়েন্টির এই যুগে ছয় মারাটাকে তাঁরা ডাল-ভাতের মতই বানিয়ে ফেলেছেন।

যেমন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সদের দেখলে মনে হয় ছয় মারাটাই বুঝি সবচেয়ে সহজ কাজ। মনে হয় যেকোনো বলে, যেকোনো বোলারকেই সীমানার ওপারে নিয়ে ফেলা যায়। ভারতীয় ব্যাটসম্যানরাও এখানে খুব বেশি পিছিয়ে নেই। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের চারজন ভারতীয় ব্যাটসম্যান আছেন যারা ৩০০ বা তারচেয়েও বেশি ছয় মেরেছেন। ভারতের সেই সব অতিমানবদের নিয়েই এবারের আয়োজন।

  • মহেন্দ্র সিং ধোনি

ভারতের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিনা সেটা নিয়ে তর্ক হতে পারে। তবে ধোনির ছয় মারার ক্ষমতা নিয়ে ভুলেও কেউ প্রশ্ন করার কথা না। ভারতের ক্রিকেট ইতিহাসের সিগনেচার ছয়ের মারটিও এসেছে তাঁর ব্যাট থেকেই।

আমাদের এই তালিকার চতুর্থ অবস্থানে আছেন ভারতের সাবেক এই অধিনায়ক। এই ক্রিকেটার এখন পর্যন্ত ৩৪৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ভারতের হয়ে খেলা ছাড়াও লম্বা সময় ধরে চেন্নাইয়ের হয়ে খেলছেন। সব মিলিয়ে তাঁর ব্যাট থেকে এই ফরম্যাটে এসেছে ৩০৪ টি ছয়। শুধু অধিনায়ক হিসেবে নয়, পরিসংখ্যান বলে ব্যাটসম্যান হিসেবেও তিনি ভারতের ইতিহাসে সর্বকালের সেরাদের একজন।

  • বিরাট কোহলি

ভারতের আরেক সফল ও আগ্রাসী অধিনায়ক। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই ভারতের হয়ে সমানতালে ব্যাটিং করে যাচ্ছেন ভারতের এই অধিনায়ক।

তাঁর ব্যাটিং এ মুগ্ধ হয় না এমন ক্রিকেট ভক্ত খুঁজে পাওয়া মুশকিল। টেস্ট ক্রিকেটে যেমন দারুণ, টি-টোয়েন্টি ক্রিকেটেও নিজেকে মানিয়ে নিতে পারেন সেভাবেই। এখন অবধি সবমিলিয়ে খেলেছেন ৩১৬ টি টি-টোয়েন্টি ম্যাচ। সেখানে কোহলির ঝুলিতে আছে ৩২০ টি ছক্কার মার।

  • সুরেশ রায়না

এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন ভারতের আরেক আক্রমণাত্মক ব্যাটসম্যান সুরেশ রায়না। ছয়ের সংখ্যায় তিনি নিজেকে নিয়ে গিয়েছেন কোহলি কিংবা ধোনিরও উপরে। ভারতের হয়েও টি-টোয়েন্টি ক্রিকেটে ছিলেন দারুণ সফল। তবে আইপিএলে যেনো নিজেকেও ছাড়িয়ে গিয়েছিলেন তিনি।

আইপিএলে খেলেছেন চেন্নাই সুপার কিংস ও গুজরাট লায়ন্সের হয়ে। সবমিলিয়ে এই ব্যাটসম্যান টি-টোয়েন্টি ক্রিকেটে মেরেছেন ৩২৫ টি ছক্কার মার। একটু আগে ভাগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে হয়েছে তাঁকে। কিছু করারও নেই, ভারতে প্রতিভার কমতি কখনোই হয় না।

  • রোহিত শর্মা

এই তালিকার সবচেয়ে অবধারিত নাম রোহিত শর্মা। ভারতের এই ওপেনারের বড় শট খেলার সক্ষমতা দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। এর কারণে ‘হিটম্যান’ উপাধিও লাভ করেছেন রোহিত। তিনি ছক্ক হাঁকাবেন, না তো কে হাঁকাবে! সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ওপেনারদের একজন তিনি।

আক্রমণাত্মক ব্যাটিং করার পাশাপাশি প্রচন্ড ধারাবাহিকও। ফলে এই তালিকায় নিশ্চিত ভাবেই সবার উপড়ে আছেন তিনি। বাকিদের থেকে ব্যবধানটাও অনেক বেশি মুম্বাই ইন্ডিয়ান্সের এই অধিনায়কের। সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ঝুলিতে আছে ৪০০ টি ছয়ের রেকর্ড।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...