সাকিবের চোখে আইপিএলের সেরা একাদশ

ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজের ক্রিকেট পণ্ডিত হার্শা ভোগলের সাথে আলাপকালে আইপিএলের সেরা একাদশ বাছাই করেন সাকিব। সেই একাদশে নিজেকে রেখেছেন সাকিব।

বাংলাদেশিদের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা সবচেয়ে বড় মুখ তিনি। আট বছর ধরে সাকিব আল হাসান খেলেছেন বিশ্বের অন্যতম সেরা এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে। তাই বাংলাদেশিদের মধ্যে আইপিএলের সেরা একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে যোগ্য ব্যক্তিটি হলেন এই সাকিব।

ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজের ক্রিকেট পণ্ডিত হার্শা ভোগলের সাথে আলাপকালে আইপিএলের সেরা একাদশ বাছাই করেন সাকিব। সেই একাদশে নিজেকে রেখেছেন সাকিব। দলের নেতৃত্বেও কলকাতার গৌতম গম্ভীরকে বেছে নেন এই অলরাউন্ডার।

সাকিবের পছন্দের আইপিএল একাদশে ওপেনার হিসেবে আছেন কলকাতার রবিন উথাপ্পা ও সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ও অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার।

তিন নম্বরে ব্যাট হাতে নামবেন অধিনায়ক গম্ভীর। এরপর চার নম্বরে আছেন আইপিএলের প্রথম সেঞ্চুরিয়ান ভারতের মানিশ পান্ডে।

পাঁচে নিজেই ব্যাট হাতে নামবেন সাকিব। ছয় এবং সাত নম্বরে যথাক্রমে থাকছেন ভারতের ইউসুফ পাঠান ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। স্পিনার হিসেবে নিজের সাথে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনকে রেখেছেন সাকিব।

সাকিবের পছন্দের দলে পেস আক্রমণে তিনজনই ভারতের। তারা হলেন – ভূবনেশ্বর কুমার, লক্ষ্মীপতি বালাজি ও উমেশ যাদব।

সাকিবের পছন্দের আইপিএল একাদশ

রবিন উথাপ্পা, ডেভিড ওয়ার্নার, গৌতম গম্ভীর (অধিনায়ক), মানিশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ভূবনেশ্বর কুমার, লক্ষ্মীপতি বালাজি ও উমেশ যাদব।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...