তরুণ চোখের বল, দৃপ্ত যুবার দল

আইপিএল প্রতি বছর অজানা কিছু ক্রিকেটারদেরও তুলে আনে। যারা খেলার সুযোগ পায় এত বড় বড় সব ক্রিকেটারদের সাথে। সেই অভিজ্ঞতা জমিয়ে নিজেরাও হয়ে উঠেন তারকা। এবারের আসরেও দল পেয়েছে নতুন, অচেনা কিছু ক্রিকেটার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই সব তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। তাঁদেরকে দলে ভেড়ানো নিয়ে ফ্র্যাঞ্চাইজি গুলোর লড়াই। কোটি কোটি রূপির এক আসর। তবে আইপিএল প্রতি বছর অজানা কিছু ক্রিকেটারদেরও তুলে আনে। যারা খেলার সুযোগ পায় এত বড় বড় সব ক্রিকেটারদের সাথে। সেই অভিজ্ঞতা জমিয়ে নিজেরাও হয়ে উঠেন তারকা। এবারের আসরেও দল পেয়েছে নতুন, অচেনা কিছু ক্রিকেটার। তাঁদের সাথেই আজ খেলা ৭১ পরিচয় করিয়ে দেবে আপনাদের।

  • চেতন সাকারিয়া

বাঁ-হাতি এই পেসারকে ১.২ কোটি রূপি দিয়ে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। যদিও ব্যাটসম্যান হিসেবেই ক্রিকেট শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে কোচ ও সাবেক কিংবদন্তি স্পিনার রাজেন্দ্র গোয়েলের পরামর্শে বোলিং এ মনোযোগ দেন এই পেসার। সম্প্রতি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বেশ ভালো পারফর্ম করেছিলেন এই পেসার। তাই তো গতকালকের নিলামে তাঁকে নিয়ে বেশ ভালোই আগ্রহ ছিল দলগুলোর।

  • শাহরুখ খান

না, বলিউড তারকা শাহরুখ খান ক্রিকেট খেলা শুরু করেননি। তবে তামিল নাড়ুর তারকা ব্যাটসম্যান এই শাহরুখ খান। তামিলনাডুর এই ক্রিকেটারের আইপিএলে ভিত্তি মূল্য ছিল ২০ লাখ রুপি। তামিল নাডুর শক্তিশালী ব্যাটিং লাইন আপে খুব একটা ব্যাটিং এর সুযোগ পান না। কিন্তু একজন ফিনিশার হিসেবে বেশ ভালো ব্যাটিং করতে পারেন। সর্বশেষ দুই নৌসুমে তামিলনাডুর হয়ে বেশ ভালো খেলেছেন শাহরুখ খান। তাঁর এই ম্যাচ ফিনিশিং করার যোগ্যতার কারণেই ৫.২৫ কোটি টাকায় তাঁকে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস।

  • এম সিদ্ধার্থ

তামিল নাড়ুর এই স্পিনার সৈয়দ মুশতাক আলী ট্রফির ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন। ২২ বছর বয়সী এই ক্রিকেটার ৬টি  টি-টোয়েন্টি ম্যাচ খেলে তুলে নিয়েছেন ১৬ উইকেট। ভিত্তি মূল্য ১০ লক্ষ রূপিতেই তাঁকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।

  • রিপাল প্যাটেল

গুজরাটের ২৫ বছর বয়সী হার্ডহিটিং ব্যাটসম্যান। এখন অবধি ক্যারিয়ারে পেয়েছেন মোটে ১১ টি টি-টোয়েন্টি। তবে, তাতে প্রায় ১৯০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন।  এখন পর্যন্ত বড় কোনো ইনিংস খেলতে না পারলেও সর্বশেষ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তাঁর ছক্কা হাঁকানোর দক্ষতা সবারই নজরে এসেছে।

  • মোহম্মদ আজহারউদ্দিন

ভিত্তি মূল্য ২০ লক্ষ রূপিতে এই উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। কেরালার হয়ে ১৩৭ রানের রেকর্ড পারফর্মেন্সের জন্য সম্প্রতি লাইম লাইটে আসেন তিনি। তাঁর দূর্দান্ত স্ট্রোক শট এবং ব্যাটিং এর সামর্থ্যের কারণে নজরে ছিলেন আইপিএল ফ্রাঞ্চাইজি গুলোর।

  • লুকমান মেরিওয়ালা

ভিত্তি মূল্য ২০ লক্ষ রূপিতে লুকমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। বারোদার হয়ে বাঁহাতি পেসারের দূর্দান্ত পারফর্মেন্স এইবারের আইপিএলে তাঁকে দল পেতে সাহায্য করেছে। সর্বশেষ সৈয়দ মোস্তাক আলি টুর্নামেন্টে দ্বিতীয় সর্ব্বোচ্চ উইকেট শিকারী ছিলেন লুকমান মেরিওয়ালা। তিনি বোলিং এ নিয়মিত গতি এবং বাউন্স দিতে পারেন। এছাড়াও বৈচিত্র্যপূর্ণ বোলিং এ পারদর্শী তিনি।

  • উৎকর্ষ সিং

ঝাড়খন্ডের এই অলরাউন্ডার সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তাঁর অলরাউন্ডিং পারফরমেন্স দিয়ে দল গুলোর নজর কাড়ে। ১৮ টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর সংগ্রহ ৭৩৭ রান এবং বল হাতেও নিয়েছেন ২৫ উইকেট। পাঞ্জাব কিংস ভিত্তি মূল্য ২০ লক্ষ রুপি দিয়েই দলে ভিড়িয়েছে এই অলরাউন্ডারকে।

  • বৈভব অরোরা

হিমাচল প্রদেশের এই পেসারের প্রথম শ্রেণিতে অভিষেক হয় ২০১৯-২০ সিজিনে। সে বছর রঞ্জি ট্রফিতে অসাধারম একটি সিজন পাড় করেন তিনি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও বেশ ভালো পারফর্ম করেন তিনি। কোয়াটার ফাইনাল ম্যাচে ২৫ রান দিয়ে নিয়েছিলেন তিন উইকেট। নিলামে আরসিবি তাঁকে ২০ লক্ষ রূপিতে কিনে নিয়েছে।

  • হরিশংকর রেড্ডি

১৯ বছর বয়সে এই বোলার সৈয়দ মুশতাক আলি ট্রফিতে আর অভিষেক ম্যাচেই চার উইকেট নিয়ে সবার নজর কাড়েন। এই বছর একই ট্রফিতে মাত্র চার ম্যাচ খেলে ৭ উইকেট তুলে নিয়েছেন তিনি। প্রতিভাবান এই পেসারকে ২০ লক্ষ রূপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

  • সি হরি নিশাথ

২৪ বছর বয়সী এই তামিল নাড়ুর এই ওপেনারকে চেন্নাই কিংস দলে নিয়েছে ২০ লক্ষ রূপি দিয়ে। সম্প্রতি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বেশ কিছু আকর্ষণীয় ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। বাঁহাতি এই ওপেনার চেন্নাইয়ের টপ অর্ডারে ভালো ব্যাক আপ হিসেবে কাজ করবেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...